ব্যতিক্রমী এক উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের মহান বিজয় দিবস ২০২৪ উদ্যাপন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীরা যে যার অবস্থান থেকে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছেন।
দুপুর ১২টার দিকে মেরুল বাড্ডা ক্যাম্পাসে পাবলিক অ্যাড্রেস (পিএ) সিস্টেমে বেজে ওঠে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। পুরো ক্যাম্পাস জুড়ে তখন তৈরি হয় অভাবনীয় এক মুহূর্ত। শ্রেণিকক্ষে ক্লাসরত শিক্ষার্থীরা, ডেস্কে ব্যস্ত শিক্ষক কিংবা মিটিংয়ে থাকা কর্মীরা যে যার কাজ থামিয়ে দাঁড়িয়ে সম্মিলিতভাবে জাতীয় সংগীত গাইতে শুরু করেন।
মহান মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করা এবং আমাদের জাতীয় পরিচয় ও গৌরবের অনুভূতিকে আরও মজবুত করতেই ‘সহস্র কণ্ঠে জাতীয় সংগীত’ শিরোনামে এই উদ্যোগ নেওয়া হয়। যৌথভাবে এই অনন্য অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের অফিস অব কমিউনিকেশনস, অপারেশনস, স্টুডেন্ট লাইফ এবং আর্কিটেকচার বিভাগ। জাতীয় ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতেই সমবেত কণ্ঠে এই জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে সচেতনতা তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। মহান বিজয় দিবসে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে আমরা জাতি হিসেবে আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণ করেছি।’
ব্যতিক্রমী এক উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের মহান বিজয় দিবস ২০২৪ উদ্যাপন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীরা যে যার অবস্থান থেকে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছেন।
দুপুর ১২টার দিকে মেরুল বাড্ডা ক্যাম্পাসে পাবলিক অ্যাড্রেস (পিএ) সিস্টেমে বেজে ওঠে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। পুরো ক্যাম্পাস জুড়ে তখন তৈরি হয় অভাবনীয় এক মুহূর্ত। শ্রেণিকক্ষে ক্লাসরত শিক্ষার্থীরা, ডেস্কে ব্যস্ত শিক্ষক কিংবা মিটিংয়ে থাকা কর্মীরা যে যার কাজ থামিয়ে দাঁড়িয়ে সম্মিলিতভাবে জাতীয় সংগীত গাইতে শুরু করেন।
মহান মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করা এবং আমাদের জাতীয় পরিচয় ও গৌরবের অনুভূতিকে আরও মজবুত করতেই ‘সহস্র কণ্ঠে জাতীয় সংগীত’ শিরোনামে এই উদ্যোগ নেওয়া হয়। যৌথভাবে এই অনন্য অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের অফিস অব কমিউনিকেশনস, অপারেশনস, স্টুডেন্ট লাইফ এবং আর্কিটেকচার বিভাগ। জাতীয় ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতেই সমবেত কণ্ঠে এই জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে সচেতনতা তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। মহান বিজয় দিবসে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে আমরা জাতি হিসেবে আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণ করেছি।’
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫