১৮৩ বছরে ঢাকা কলেজ
সাকিবুল হাছান
উপমহাদেশের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ঢাকা কলেজ। ১৮৪১ সালের ২০ নভেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। ২০ নভেম্বর কলেজটি ১৮৪তম বছরে পদার্পণ করবে। ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের প্রত্যাশার কথা শুনেছেন সাকিবুল হাছান।
অবকাঠামোগত উন্নয়ন ও পরিচর্যা প্রয়োজন
উন্নত শিক্ষাব্যবস্থা গড়ার জন্য অবকাঠামো ও পরিবহন সেবার উন্নয়ন অপরিহার্য। ঢাকা কলেজের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, সে জন্য আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ঢাকা কলেজের ইতিহাস অনেক গৌরবোজ্জ্বল। কলেজটিতে ৮টি হল ও ২টি একাডেমিক ভবন থাকলেও হলের পরিবেশ, খাবারের মান, ক্লাসরুমের সংকট এখনো প্রকট। এসব সংকট সমাধানে নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ।
রাকিব হাসান, সমাজবিজ্ঞান বিভাগ
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে পদক্ষেপ নিতে হবে
দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য আসেন এই কলেজে। তবে উচ্চশিক্ষার চাপে পড়ে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক নানান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এ চাপ সামলানো অনেক শিক্ষার্থীর জন্য কঠিন হয়ে পড়ছে। মানসিক চাপ, হতাশা ও উদ্বেগ কমাতে ক্যাম্পাসে মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং, ব্যক্তিগত পরামর্শ এবং সচেতনতামূলক কর্মশালা আয়োজন অত্যন্ত জরুরি। এ ছাড়া শারীরিক সুস্থতার জন্য ক্যাম্পাসে ফ্রি মেডিকেল চেকআপ, খেলাধুলা এবং ব্যায়ামের জন্য প্রয়োজনীয় অবকাঠামোর প্রয়োজন রয়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে পদক্ষেপ নিতে হবে।
হৃদয় পান্ডে, মনোবিজ্ঞান বিভাগ
নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদ কার্যকর করতে হবে
ভাষা আন্দোলন থেকে স্বাধীনতাসংগ্রাম বা দেশের যেকোনো জনকল্যাণমুখী আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভূমিকা অনস্বীকার্য। এ বছরের গণ-আন্দোলনেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দেশের প্রতিটি ক্যাম্পাসের মতো এ কলেজেও আছে ছাত্র সংসদ। কিন্তু বর্তমানে এর কোনো কার্যকারিতা নেই। কর্তৃপক্ষের উচিত, নেতৃত্ব বিকাশের অন্যতম মাধ্যম হিসেবে এ সংসদ দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করতে পদক্ষেপ নেওয়া।
মো. আকিব হোসাইন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
গবেষণা ও উদ্ভাবনের সুযোগ বাড়াতে হবে
ঢাকা কলেজের ১৮৩ বছরের গৌরবময় ইতিহাস থাকা সত্ত্বেও কলেজটির বিভিন্ন সংকট এখনো রয়েই গেছে। সেগুলো দূর করার কোনো বিকল্প নেই। এ ছাড়া দেশের ঐতিহ্যবাহী এ কলেজটিতে গবেষণা ও উদ্ভাবনার জন্য নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
হাসিবুল হাসান হিমেল, মনোবিজ্ঞান বিভাগ
সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে
ঢাকা কলেজের শিক্ষার মান বৃদ্ধির জন্য সংকটগুলোর সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ক্লাসরুমগুলোকে সম্পূর্ণ ডিজিটাল আঙ্গিকে সাজাতে হবে। ক্লাসরুম সংকটে নতুন বিল্ডিং তৈরি করা এবং প্রয়োজনে পুরোনোগুলো সংস্কার করা দরকার। লাইব্রেরিতে প্রয়োজনীয় বইয়ের সংখ্যা বাড়ানো এবং রিডিংরুমের সম্প্রসারণ করতে হবে। অনার্স-মাস্টার্স শিক্ষার্থীদের শিক্ষার মান বাড়ানোর জন্য ইংরেজিতে পড়াশোনা করানোর ব্যবস্থা করা জরুরি। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য নিয়মিত অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনের ব্যবস্থা করতে হবে।
মো. সায়মন আলী, ইংরেজি বিভাগ
সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে
ঢাকা কলেজের সাংস্কৃতিক কর্মকাণ্ড চোখে পড়ার মতো। এগুলোকে আরও বাড়াতে হবে। এ জন্য দরকার অবকাঠামোগত উন্নয়ন ও সঠিক পরিচর্যা। এটি এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রার জন্যই জরুরি। সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মধ্যে কেবল সৃজনশীলতা এবং মেধার বিকাশই ঘটায় না, বরং তাদের মনোভাব, মূল্যবোধ এবং সামাজিক সচেতনতাও গড়ে তোলে।
ওমর ফারুক, সমাজবিজ্ঞান বিভাগ
উপমহাদেশের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ঢাকা কলেজ। ১৮৪১ সালের ২০ নভেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। ২০ নভেম্বর কলেজটি ১৮৪তম বছরে পদার্পণ করবে। ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের প্রত্যাশার কথা শুনেছেন সাকিবুল হাছান।
অবকাঠামোগত উন্নয়ন ও পরিচর্যা প্রয়োজন
উন্নত শিক্ষাব্যবস্থা গড়ার জন্য অবকাঠামো ও পরিবহন সেবার উন্নয়ন অপরিহার্য। ঢাকা কলেজের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, সে জন্য আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ঢাকা কলেজের ইতিহাস অনেক গৌরবোজ্জ্বল। কলেজটিতে ৮টি হল ও ২টি একাডেমিক ভবন থাকলেও হলের পরিবেশ, খাবারের মান, ক্লাসরুমের সংকট এখনো প্রকট। এসব সংকট সমাধানে নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ।
রাকিব হাসান, সমাজবিজ্ঞান বিভাগ
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে পদক্ষেপ নিতে হবে
দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য আসেন এই কলেজে। তবে উচ্চশিক্ষার চাপে পড়ে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক নানান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এ চাপ সামলানো অনেক শিক্ষার্থীর জন্য কঠিন হয়ে পড়ছে। মানসিক চাপ, হতাশা ও উদ্বেগ কমাতে ক্যাম্পাসে মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং, ব্যক্তিগত পরামর্শ এবং সচেতনতামূলক কর্মশালা আয়োজন অত্যন্ত জরুরি। এ ছাড়া শারীরিক সুস্থতার জন্য ক্যাম্পাসে ফ্রি মেডিকেল চেকআপ, খেলাধুলা এবং ব্যায়ামের জন্য প্রয়োজনীয় অবকাঠামোর প্রয়োজন রয়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে পদক্ষেপ নিতে হবে।
হৃদয় পান্ডে, মনোবিজ্ঞান বিভাগ
নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদ কার্যকর করতে হবে
ভাষা আন্দোলন থেকে স্বাধীনতাসংগ্রাম বা দেশের যেকোনো জনকল্যাণমুখী আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভূমিকা অনস্বীকার্য। এ বছরের গণ-আন্দোলনেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দেশের প্রতিটি ক্যাম্পাসের মতো এ কলেজেও আছে ছাত্র সংসদ। কিন্তু বর্তমানে এর কোনো কার্যকারিতা নেই। কর্তৃপক্ষের উচিত, নেতৃত্ব বিকাশের অন্যতম মাধ্যম হিসেবে এ সংসদ দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করতে পদক্ষেপ নেওয়া।
মো. আকিব হোসাইন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
গবেষণা ও উদ্ভাবনের সুযোগ বাড়াতে হবে
ঢাকা কলেজের ১৮৩ বছরের গৌরবময় ইতিহাস থাকা সত্ত্বেও কলেজটির বিভিন্ন সংকট এখনো রয়েই গেছে। সেগুলো দূর করার কোনো বিকল্প নেই। এ ছাড়া দেশের ঐতিহ্যবাহী এ কলেজটিতে গবেষণা ও উদ্ভাবনার জন্য নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
হাসিবুল হাসান হিমেল, মনোবিজ্ঞান বিভাগ
সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে
ঢাকা কলেজের শিক্ষার মান বৃদ্ধির জন্য সংকটগুলোর সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ক্লাসরুমগুলোকে সম্পূর্ণ ডিজিটাল আঙ্গিকে সাজাতে হবে। ক্লাসরুম সংকটে নতুন বিল্ডিং তৈরি করা এবং প্রয়োজনে পুরোনোগুলো সংস্কার করা দরকার। লাইব্রেরিতে প্রয়োজনীয় বইয়ের সংখ্যা বাড়ানো এবং রিডিংরুমের সম্প্রসারণ করতে হবে। অনার্স-মাস্টার্স শিক্ষার্থীদের শিক্ষার মান বাড়ানোর জন্য ইংরেজিতে পড়াশোনা করানোর ব্যবস্থা করা জরুরি। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য নিয়মিত অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনের ব্যবস্থা করতে হবে।
মো. সায়মন আলী, ইংরেজি বিভাগ
সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে
ঢাকা কলেজের সাংস্কৃতিক কর্মকাণ্ড চোখে পড়ার মতো। এগুলোকে আরও বাড়াতে হবে। এ জন্য দরকার অবকাঠামোগত উন্নয়ন ও সঠিক পরিচর্যা। এটি এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রার জন্যই জরুরি। সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মধ্যে কেবল সৃজনশীলতা এবং মেধার বিকাশই ঘটায় না, বরং তাদের মনোভাব, মূল্যবোধ এবং সামাজিক সচেতনতাও গড়ে তোলে।
ওমর ফারুক, সমাজবিজ্ঞান বিভাগ
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫