সিফাত রাব্বানী
মাদারীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ঐতিহ্য অথৈ রায়। মিমিক্রি করে এরই মধ্যে জনপ্রিয় তিনি।
ছোটবেলায় অথৈ রায়ের শব্দ বা কথা অনুকরণ করতে ভালো লাগত। বিভিন্ন সিনেমা এবং কার্টুন চরিত্রের কণ্ঠ তাঁর কাছে মজার মনে হতো। যেসব চরিত্র তাঁর পছন্দের ছিল, সেগুলোর কণ্ঠ অনুকরণ করার চেষ্টা করতেন। অনেক সময় মিলে যেত। এভাবেই মিমিক্রির প্রতি আগ্রহ জন্মায় অথৈ রায়ের।
২০২১ সালে ১০০ চরিত্রের কণ্ঠ মিমিক্রি করেন অথৈ। বাংলাদেশের কার্টুন চরিত্র মিনা, রাজু, মিঠু, অন্যান্য চরিত্র, সিসিমপুরের ইকরি, শেরালি, পার্বতী ইত্যাদি নকল করা হয়েছে তাঁর। এ ছাড়া বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পীর কণ্ঠ নকলের চেষ্টা করেছেন।
অথৈ বলেন, ‘কণ্ঠ অনুকরণ আসলে অনেকটা তাঁর সহজাত গুণ। সেভাবে প্রস্তুতি নিয়ে কারও কাছে শেখেননি। সে জন্য এই সহজাত গুণের বহিঃপ্রকাশ সময়ে সময়ে হয়েই যায়।’
বাড়িতে একেকজনের সঙ্গে একেক রকম কথা বলেন তিনি। মা-বাবার সামনে এক রকম, আত্মীয়স্বজনের সামনে আরেক রকম। যাঁর সঙ্গে যখন কথা বলেন, তাঁরা ধরে নেন, ওটাই তাঁর আসল কণ্ঠ। মজার বিষয় হলো, কেউ আঁচই করতে পারেন না। তিনি চাইলে আরও অন্য রকম কণ্ঠেও তাঁদের সঙ্গে কথা বলতে পারেন।
অথৈ খুব শান্ত, কিন্তু উপযুক্ত পরিবেশ পেলে পুরো রুম হাসি-ঠাট্টায় ভরিয়ে দিতে পারেন। আবার গম্ভীর পরিস্থিতে গম্ভীর। অথৈ একজন আদর্শ নাগরিক হিসেবে বড় হতে চান। মানুষের জন্য ভালো কিছু করাই তাঁর লক্ষ্য।
মাদারীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ঐতিহ্য অথৈ রায়। মিমিক্রি করে এরই মধ্যে জনপ্রিয় তিনি।
ছোটবেলায় অথৈ রায়ের শব্দ বা কথা অনুকরণ করতে ভালো লাগত। বিভিন্ন সিনেমা এবং কার্টুন চরিত্রের কণ্ঠ তাঁর কাছে মজার মনে হতো। যেসব চরিত্র তাঁর পছন্দের ছিল, সেগুলোর কণ্ঠ অনুকরণ করার চেষ্টা করতেন। অনেক সময় মিলে যেত। এভাবেই মিমিক্রির প্রতি আগ্রহ জন্মায় অথৈ রায়ের।
২০২১ সালে ১০০ চরিত্রের কণ্ঠ মিমিক্রি করেন অথৈ। বাংলাদেশের কার্টুন চরিত্র মিনা, রাজু, মিঠু, অন্যান্য চরিত্র, সিসিমপুরের ইকরি, শেরালি, পার্বতী ইত্যাদি নকল করা হয়েছে তাঁর। এ ছাড়া বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পীর কণ্ঠ নকলের চেষ্টা করেছেন।
অথৈ বলেন, ‘কণ্ঠ অনুকরণ আসলে অনেকটা তাঁর সহজাত গুণ। সেভাবে প্রস্তুতি নিয়ে কারও কাছে শেখেননি। সে জন্য এই সহজাত গুণের বহিঃপ্রকাশ সময়ে সময়ে হয়েই যায়।’
বাড়িতে একেকজনের সঙ্গে একেক রকম কথা বলেন তিনি। মা-বাবার সামনে এক রকম, আত্মীয়স্বজনের সামনে আরেক রকম। যাঁর সঙ্গে যখন কথা বলেন, তাঁরা ধরে নেন, ওটাই তাঁর আসল কণ্ঠ। মজার বিষয় হলো, কেউ আঁচই করতে পারেন না। তিনি চাইলে আরও অন্য রকম কণ্ঠেও তাঁদের সঙ্গে কথা বলতে পারেন।
অথৈ খুব শান্ত, কিন্তু উপযুক্ত পরিবেশ পেলে পুরো রুম হাসি-ঠাট্টায় ভরিয়ে দিতে পারেন। আবার গম্ভীর পরিস্থিতে গম্ভীর। অথৈ একজন আদর্শ নাগরিক হিসেবে বড় হতে চান। মানুষের জন্য ভালো কিছু করাই তাঁর লক্ষ্য।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫