মো. আশিকুর রহমান
প্রশ্ন: বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে অন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে কোথায় আলাদা দেখতে চান?
কামরুল আলম: মাননীয় প্রধানমন্ত্রী তাঁর মায়ের নামে বৃহত্তর ময়মনসিংহের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে জামালপুরে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। আমি বিশ্ববিদ্যালয়টিকে দেশে মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে স্বতন্ত্র গবেষণা, উদ্ভাবন ও কারিকুলামের মাধ্যমে শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবেও এগিয়ে যেতে চাই। আমরা চাই, দেশি-বিদেশি শিক্ষার্থীদের পদচারণে মুখর থাকবে সবুজ-শ্যামলের এই গ্রিন ক্যাম্পাস। যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আমরা গবেষণা করব, সে জন্য এখানে আন্তর্জাতিক মানের সর্বাধুনিক প্রযুক্তির ল্যাবরেটরি স্থাপন করা হবে। এমন কিছু যন্ত্রপাতি ল্যাবগুলোতে সংযোজন করা হবে, যা দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে নেই।
প্রশ্ন: গবেষণা একটি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে আপনার পদক্ষেপ কী?
কামরুল আলম: বিশ্ববিদ্যালয়কে বলা হয় জ্ঞান তৈরির কারখানা। আমরা বিশ্ববিদ্যালয়ে জ্ঞান তৈরি করব, বিতরণ করব এবং সংরক্ষণ করব। জাতির উন্নতির জন্য শুধু ল্যাবরেটরিতে সীমাবদ্ধ না থেকে সেটাকে প্রসারিত করতে চাই। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও গবেষকদের উদ্ভাবনী গবেষণা কার্যক্রম ইতিমধ্যে দৃশ্যমান। আমাদের ৪৭ জন শিক্ষকের মধ্যে ১৩ জন শিক্ষক এডি সায়েন্টিফিক ইনডেক্সে স্থান করে নিয়েছেন এবং এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করি। আমি যোগদানের পর রিসার্চ সেল চালু করেছি। ইতিমধ্যে প্রথমবারের মতো আয়োজন করেছি গবেষণা মেলার। খুব শিগগির একটা জার্নাল প্রকাশিত হচ্ছে, সেটাও প্রথমবারের মতো। গত বছর গবেষণার জন্য ইউজিসি থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল ২০ লাখ টাকা, যা এ বছর বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ টাকায়। বায়ো, সোলার এনার্জিসহ বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে চাই আমরা।
প্রশ্ন: বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জনে শিক্ষক-শিক্ষার্থীদের কেমন সাড়া পাচ্ছেন?
কামরুল আলম: মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চান। আর আমরা বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় সেখানে অবদান রাখতে চাই। ইতিমধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করেছি। এ ক্ষেত্রে সবার সহযোগিতা পাচ্ছি। শিক্ষকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কর্মকর্তা-কর্মচারীদেরও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এ প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রশ্ন: বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ক্যাম্পাস তথা অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা নিয়ে যদি কিছু বলেন।
কামরুল আলম: মানসম্মত শিক্ষার জন্য অবকাঠামো তথা পরিবেশ-প্রতিবেশ গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই, অবকাঠামোগত উন্নয়নের দিকেও নজর দিয়েছি। আমরা ২০১৯ সালের ১০ মার্চে সরকারের কাছ থেকে ৫০০ একর জমি বরাদ্দ পেয়েছি। এই জমির ওপর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ইতিমধ্যে ডিপিপি প্রণয়ন তথা মাস্টারপ্ল্যান করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছি। দায়িত্ব গ্রহণের পর থেকে এ বিষয়ে তদারক করছি। দ্রুত তা পাস হয়ে যাবে বলে আশাবাদী। পরিকল্পনা অনুযায়ী আমাদের ক্যাম্পাসে বঙ্গমাতা চত্বর থাকবে, টিএসসি থাকবে, একটি সুদৃশ্য লেক থাকবে, প্রশাসনিক ভবন থাকবে, একাডেমিক ভবন থাকবে, ছাত্র ও ছাত্রী হল থাকবে, শিক্ষকদের আবাসনব্যবস্থা থাকবে। থাকবে কর্মকর্তা-কর্মচারীদের জন্য আলাদা আবাসনব্যবস্থা। এসব স্থাপনার স্থাপত্য নকশাও চমৎকারভাবে করা হয়েছে। ডিপিপির অনুমোদন হয়ে গেলে তিন বছরের মধ্যে তা দৃশ্যমান হবে বলে আশা করছি। সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।
প্রশ্ন: বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার বিশেষ পরিকল্পনা সম্পর্কে যদি বলেন।
কামরুল আলম: আমি আগেই বলেছি, আমরা আউটকাম বেজড এডুকেশন সিস্টেমের দিকে এগিয়ে চলেছি। পাশাপাশি আউটকাম বেজড গবেষণায় জোর দিতে চাই। প্রতিটি বিভাগে জব প্লেসমেন্ট সেন্টার করব, যাতে পাস করা শিক্ষার্থীদের চাকরি পেতে সুবিধা হয়। প্রতিটা বিভাগের শিক্ষার্থীরা যখন পড়াশোনা শেষ করে বেরিয়ে যাবে, তাদের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করব। আমাদের কোর্স কারিকুলামের যে কমিটি করব, সেখানে অ্যালামনাইদের প্রতিনিধিত্ব থাকবে। ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি কোলাবরেশনের (আইইউসি) কোনো বিকল্প নেই। আমরা দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোলাবরেশন করব। এ প্রক্রিয়া চলমান। সবকিছুর সমন্বয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিয়ে যাব। মানসম্মত ও দক্ষ শিক্ষক, কর্মকর্তা নিয়োগে আপস করব না। আমি ৭ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক ছিলাম। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানিসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এবং তাদের কারিকুলামকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। কোয়ালিটি অ্যাসুরেন্সের ওপর দেশি-বিদেশি যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা কাজে লাগিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। আমি বিশ্বাস করি, আধুনিক ও মানসম্মত শিক্ষায় এ বিশ্ববিদ্যালয় পৃথিবীতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।
প্রশ্ন: আউটকাম বেজড এডুকেশন সিস্টেম নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে কী?
কামরুল আলম: দেখুন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় আউটকাম বেজড কারিকুলাম করতে চাই, যার মাধ্যমে একজন গ্র্যাজুয়েট কর্মক্ষেত্রে নিজের উন্নয়নের ক্ষেত্রে অর্জিত জ্ঞানের মাধ্যমে অবদান রাখতে পারে। এ লক্ষ্যে প্রতিটি অনুষদের আওতাভুক্ত বিষয়গুলোতে ওবিই পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছি। এর অগ্রগতি নিয়ে নিয়মিত সভা ও প্রশিক্ষণের আয়োজন করছি। এ ছাড়া ছাত্র-শিক্ষকের অনুপাতের স্ট্যান্ডার্ড ধরে রাখতে এরই মধ্যে অর্গানোগ্রাম প্রণয়ন করেছি। টিচিং-লার্নিং ইন্টারঅ্যাকটিভ করতে শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষক সম্পর্কে ফিডব্যাক নেওয়ার পাশাপাশি টিচিং-লার্নিং পরিবেশ উন্নয়নে দ্রুত পিয়ার অবজারভেশন চালু করব। আমাদের মূল কাজ হচ্ছে শিক্ষার্থীদের সেবা দেওয়া। আমরা সব সময় শিক্ষার্থীদের প্রাধান্য দিতে চাই।
প্রশ্ন: বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৫টি অনুষদের অধীনে ৭টি বিভাগে পাঠদান ও গবেষণা কার্যক্রম চলমান। বিভাগ ও অনুষদের সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কি না?
কামরুল আলম: আমরা কর্মমুখী ও যুগোপযোগী বেশ কিছু বিভাগ চালুর পরিকল্পনা করেছি। নতুন বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে অবকাঠামোর বিষয়টি যুক্ত। তাই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত বিস্তারের পরিপ্রেক্ষিতে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রিকালচার, সাইবার সিকিউরিটি, বায়োটেকনোলজি, বিগ ডেটার মতো বিষয়গুলোর কার্যক্রম শুরু করতে চাই। আর বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো তো থাকবেই। পাশাপাশি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কে জানতে সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ কোর্সটি পড়ানো হচ্ছে।
প্রশ্ন: বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে অন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে কোথায় আলাদা দেখতে চান?
কামরুল আলম: মাননীয় প্রধানমন্ত্রী তাঁর মায়ের নামে বৃহত্তর ময়মনসিংহের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে জামালপুরে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। আমি বিশ্ববিদ্যালয়টিকে দেশে মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে স্বতন্ত্র গবেষণা, উদ্ভাবন ও কারিকুলামের মাধ্যমে শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবেও এগিয়ে যেতে চাই। আমরা চাই, দেশি-বিদেশি শিক্ষার্থীদের পদচারণে মুখর থাকবে সবুজ-শ্যামলের এই গ্রিন ক্যাম্পাস। যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আমরা গবেষণা করব, সে জন্য এখানে আন্তর্জাতিক মানের সর্বাধুনিক প্রযুক্তির ল্যাবরেটরি স্থাপন করা হবে। এমন কিছু যন্ত্রপাতি ল্যাবগুলোতে সংযোজন করা হবে, যা দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে নেই।
প্রশ্ন: গবেষণা একটি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে আপনার পদক্ষেপ কী?
কামরুল আলম: বিশ্ববিদ্যালয়কে বলা হয় জ্ঞান তৈরির কারখানা। আমরা বিশ্ববিদ্যালয়ে জ্ঞান তৈরি করব, বিতরণ করব এবং সংরক্ষণ করব। জাতির উন্নতির জন্য শুধু ল্যাবরেটরিতে সীমাবদ্ধ না থেকে সেটাকে প্রসারিত করতে চাই। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও গবেষকদের উদ্ভাবনী গবেষণা কার্যক্রম ইতিমধ্যে দৃশ্যমান। আমাদের ৪৭ জন শিক্ষকের মধ্যে ১৩ জন শিক্ষক এডি সায়েন্টিফিক ইনডেক্সে স্থান করে নিয়েছেন এবং এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করি। আমি যোগদানের পর রিসার্চ সেল চালু করেছি। ইতিমধ্যে প্রথমবারের মতো আয়োজন করেছি গবেষণা মেলার। খুব শিগগির একটা জার্নাল প্রকাশিত হচ্ছে, সেটাও প্রথমবারের মতো। গত বছর গবেষণার জন্য ইউজিসি থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল ২০ লাখ টাকা, যা এ বছর বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ টাকায়। বায়ো, সোলার এনার্জিসহ বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে চাই আমরা।
প্রশ্ন: বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জনে শিক্ষক-শিক্ষার্থীদের কেমন সাড়া পাচ্ছেন?
কামরুল আলম: মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চান। আর আমরা বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় সেখানে অবদান রাখতে চাই। ইতিমধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করেছি। এ ক্ষেত্রে সবার সহযোগিতা পাচ্ছি। শিক্ষকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কর্মকর্তা-কর্মচারীদেরও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এ প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রশ্ন: বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ক্যাম্পাস তথা অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা নিয়ে যদি কিছু বলেন।
কামরুল আলম: মানসম্মত শিক্ষার জন্য অবকাঠামো তথা পরিবেশ-প্রতিবেশ গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই, অবকাঠামোগত উন্নয়নের দিকেও নজর দিয়েছি। আমরা ২০১৯ সালের ১০ মার্চে সরকারের কাছ থেকে ৫০০ একর জমি বরাদ্দ পেয়েছি। এই জমির ওপর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ইতিমধ্যে ডিপিপি প্রণয়ন তথা মাস্টারপ্ল্যান করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছি। দায়িত্ব গ্রহণের পর থেকে এ বিষয়ে তদারক করছি। দ্রুত তা পাস হয়ে যাবে বলে আশাবাদী। পরিকল্পনা অনুযায়ী আমাদের ক্যাম্পাসে বঙ্গমাতা চত্বর থাকবে, টিএসসি থাকবে, একটি সুদৃশ্য লেক থাকবে, প্রশাসনিক ভবন থাকবে, একাডেমিক ভবন থাকবে, ছাত্র ও ছাত্রী হল থাকবে, শিক্ষকদের আবাসনব্যবস্থা থাকবে। থাকবে কর্মকর্তা-কর্মচারীদের জন্য আলাদা আবাসনব্যবস্থা। এসব স্থাপনার স্থাপত্য নকশাও চমৎকারভাবে করা হয়েছে। ডিপিপির অনুমোদন হয়ে গেলে তিন বছরের মধ্যে তা দৃশ্যমান হবে বলে আশা করছি। সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।
প্রশ্ন: বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার বিশেষ পরিকল্পনা সম্পর্কে যদি বলেন।
কামরুল আলম: আমি আগেই বলেছি, আমরা আউটকাম বেজড এডুকেশন সিস্টেমের দিকে এগিয়ে চলেছি। পাশাপাশি আউটকাম বেজড গবেষণায় জোর দিতে চাই। প্রতিটি বিভাগে জব প্লেসমেন্ট সেন্টার করব, যাতে পাস করা শিক্ষার্থীদের চাকরি পেতে সুবিধা হয়। প্রতিটা বিভাগের শিক্ষার্থীরা যখন পড়াশোনা শেষ করে বেরিয়ে যাবে, তাদের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করব। আমাদের কোর্স কারিকুলামের যে কমিটি করব, সেখানে অ্যালামনাইদের প্রতিনিধিত্ব থাকবে। ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি কোলাবরেশনের (আইইউসি) কোনো বিকল্প নেই। আমরা দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোলাবরেশন করব। এ প্রক্রিয়া চলমান। সবকিছুর সমন্বয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিয়ে যাব। মানসম্মত ও দক্ষ শিক্ষক, কর্মকর্তা নিয়োগে আপস করব না। আমি ৭ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক ছিলাম। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানিসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এবং তাদের কারিকুলামকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। কোয়ালিটি অ্যাসুরেন্সের ওপর দেশি-বিদেশি যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা কাজে লাগিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। আমি বিশ্বাস করি, আধুনিক ও মানসম্মত শিক্ষায় এ বিশ্ববিদ্যালয় পৃথিবীতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।
প্রশ্ন: আউটকাম বেজড এডুকেশন সিস্টেম নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে কী?
কামরুল আলম: দেখুন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় আউটকাম বেজড কারিকুলাম করতে চাই, যার মাধ্যমে একজন গ্র্যাজুয়েট কর্মক্ষেত্রে নিজের উন্নয়নের ক্ষেত্রে অর্জিত জ্ঞানের মাধ্যমে অবদান রাখতে পারে। এ লক্ষ্যে প্রতিটি অনুষদের আওতাভুক্ত বিষয়গুলোতে ওবিই পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছি। এর অগ্রগতি নিয়ে নিয়মিত সভা ও প্রশিক্ষণের আয়োজন করছি। এ ছাড়া ছাত্র-শিক্ষকের অনুপাতের স্ট্যান্ডার্ড ধরে রাখতে এরই মধ্যে অর্গানোগ্রাম প্রণয়ন করেছি। টিচিং-লার্নিং ইন্টারঅ্যাকটিভ করতে শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষক সম্পর্কে ফিডব্যাক নেওয়ার পাশাপাশি টিচিং-লার্নিং পরিবেশ উন্নয়নে দ্রুত পিয়ার অবজারভেশন চালু করব। আমাদের মূল কাজ হচ্ছে শিক্ষার্থীদের সেবা দেওয়া। আমরা সব সময় শিক্ষার্থীদের প্রাধান্য দিতে চাই।
প্রশ্ন: বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৫টি অনুষদের অধীনে ৭টি বিভাগে পাঠদান ও গবেষণা কার্যক্রম চলমান। বিভাগ ও অনুষদের সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কি না?
কামরুল আলম: আমরা কর্মমুখী ও যুগোপযোগী বেশ কিছু বিভাগ চালুর পরিকল্পনা করেছি। নতুন বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে অবকাঠামোর বিষয়টি যুক্ত। তাই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত বিস্তারের পরিপ্রেক্ষিতে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রিকালচার, সাইবার সিকিউরিটি, বায়োটেকনোলজি, বিগ ডেটার মতো বিষয়গুলোর কার্যক্রম শুরু করতে চাই। আর বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো তো থাকবেই। পাশাপাশি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কে জানতে সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ কোর্সটি পড়ানো হচ্ছে।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫