পাঠকবন্ধুর উদ্যোগ
মোতালেব হোসাইন
‘নিজে বৃক্ষ রোপণ ও পরিচর্যা করুন, অন্যকে উৎসাহিত করুন’—এই আহ্বানকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বৃক্ষ পরিচর্যা ও ফুটপাত পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৫ পালন এবং নতুন বৃক্ষরোপণ কর্মসূচি করেছে পাঠকবন্ধু, যবিপ্রবি শাখা।
গত ২৭ জুন সকাল ৮:৩০ টা থেকে দুপুর ১১:৩০টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ২০২৪ সালের ২৮ জুন বিশ্ববিদ্যালয়সংলগ্ন রাস্তার পাশে পাঠকবন্ধু ও ফিশারিজ ক্লাবের উদ্যোগে রোপণ করা প্রায় ১২০টি গাছের পরিচর্যা ও ফুটপাত পরিচ্ছন্নতার পাশাপাশি এ বছর আরও ১৫০টি নতুন বৃক্ষরোপণের ঘোষণা দেয়। কর্মসূচির আওতায় পুরনো গাছগুলোর গোড়া পরিষ্কার, ডালপালা ও আগাছা ছাঁটাই করা সহ বিভিন্ন পরিচর্যা করার পাশাপাশি ফুটপাতে থাকা বিষাক্ত পার্থেনিয়াম গাছের অপসারণ ও আগাছা দমন করা হয়।
পাঠকবন্ধু যবিপ্রবি শাখার সভাপতি আহাদ সৈকত বলেন, ‘গত বছর লাগানো গাছগুলো এক বছর যেতে না যেতেই পরিচর্যার উদ্যোগ নিয়েছি। আমরা পাঠকবন্ধু বরাবরের মতই আমাদের বিশ্ববিদ্যালয়ে এবং যশোরের সার্বিক সামাজিক কল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছি ও বাস্তবায়ন করে যাচ্ছি।’
পাঠকবন্ধু সমন্বিত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসাইন বলেন, আমাদের উপদেষ্টা স্যারদের সার্বিক তত্ত্বাবধানে পাঠকবন্ধু যবিপ্রবি শাখা প্রতিষ্ঠার পর থেকেই চমকপ্রদভাবে তাদের কাজগুলো বাস্তবায়ন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ছুটির দিনে আমাদের এই আয়োজন, যা আমাদের মানসিক ও শারীরিক বিকাশে সহযোগিতা করবে।’
পাঠকবন্ধুর প্রধান উপদেষ্টা ও যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের তত্ত্বাবধানে পুরো কার্যক্রম পরিচালিত হয়। তিনি বলেন, ‘একটা গাছ একটা সন্তানের মতো, একটা গাছ শুধু লাগালেই শেষ নয়—একটা সন্তানকে যেমন লালন-পালন করে বড় করতে হয়, একটা গাছকেও সেভাবে সঠিক পরিচর্যা করে বড় করতে হবে। নয়তো এরকম পরিবেশে টিকে থাকা তাদের জন্য কষ্ট হয়ে যায়। বৃক্ষরোপণ ও পরিচর্যা আমাদের মন-মানসিকতা বিকাশের একটি অন্যতম উপায়। আমি পাঠকবন্ধুর সকল সদস্যকে অভিনন্দন জানাই—তাদের সক্রিয় অংশগ্রহণ এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে আজকের এই বৃক্ষরোপণ ও পরিচর্যা উদ্যোগ সফল হয়েছে।’
কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন পাঠকবন্ধুর উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামান, সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম।
এ সময় সমন্বিত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসাইন, সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য মো. শেখ সাদী ভূইয়া, পাঠকবন্ধু যবিপ্রবি শাখার সভাপতি আহাদ সৈকত, সাধারণ সম্পাদক মোস্তফা গালিব, সহ-সভাপতি রকিবুল হাসান রকিব, অর্থ সম্পাদক আখতারুজ্জামান, সদস্য নাঈম, রোকাইয়া, শেফা, ইমদাদুল ইসলাম, রকিবুল হাসান তারেক, আলফাজ হোসেন আরবি, সাব্বির, মাহফুজুল ইসলামসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাঠকবন্ধু যবিপ্রবি শাখা পরিবেশবান্ধব সচেতনতা ও সামাজিক উদ্যোগ বাস্তবায়নে নিয়মিত কাজ করে যাচ্ছে। আগামী বছরগুলোতেও এ ধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংগঠনটির বন্ধুরা।
‘নিজে বৃক্ষ রোপণ ও পরিচর্যা করুন, অন্যকে উৎসাহিত করুন’—এই আহ্বানকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বৃক্ষ পরিচর্যা ও ফুটপাত পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৫ পালন এবং নতুন বৃক্ষরোপণ কর্মসূচি করেছে পাঠকবন্ধু, যবিপ্রবি শাখা।
গত ২৭ জুন সকাল ৮:৩০ টা থেকে দুপুর ১১:৩০টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ২০২৪ সালের ২৮ জুন বিশ্ববিদ্যালয়সংলগ্ন রাস্তার পাশে পাঠকবন্ধু ও ফিশারিজ ক্লাবের উদ্যোগে রোপণ করা প্রায় ১২০টি গাছের পরিচর্যা ও ফুটপাত পরিচ্ছন্নতার পাশাপাশি এ বছর আরও ১৫০টি নতুন বৃক্ষরোপণের ঘোষণা দেয়। কর্মসূচির আওতায় পুরনো গাছগুলোর গোড়া পরিষ্কার, ডালপালা ও আগাছা ছাঁটাই করা সহ বিভিন্ন পরিচর্যা করার পাশাপাশি ফুটপাতে থাকা বিষাক্ত পার্থেনিয়াম গাছের অপসারণ ও আগাছা দমন করা হয়।
পাঠকবন্ধু যবিপ্রবি শাখার সভাপতি আহাদ সৈকত বলেন, ‘গত বছর লাগানো গাছগুলো এক বছর যেতে না যেতেই পরিচর্যার উদ্যোগ নিয়েছি। আমরা পাঠকবন্ধু বরাবরের মতই আমাদের বিশ্ববিদ্যালয়ে এবং যশোরের সার্বিক সামাজিক কল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছি ও বাস্তবায়ন করে যাচ্ছি।’
পাঠকবন্ধু সমন্বিত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসাইন বলেন, আমাদের উপদেষ্টা স্যারদের সার্বিক তত্ত্বাবধানে পাঠকবন্ধু যবিপ্রবি শাখা প্রতিষ্ঠার পর থেকেই চমকপ্রদভাবে তাদের কাজগুলো বাস্তবায়ন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ছুটির দিনে আমাদের এই আয়োজন, যা আমাদের মানসিক ও শারীরিক বিকাশে সহযোগিতা করবে।’
পাঠকবন্ধুর প্রধান উপদেষ্টা ও যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের তত্ত্বাবধানে পুরো কার্যক্রম পরিচালিত হয়। তিনি বলেন, ‘একটা গাছ একটা সন্তানের মতো, একটা গাছ শুধু লাগালেই শেষ নয়—একটা সন্তানকে যেমন লালন-পালন করে বড় করতে হয়, একটা গাছকেও সেভাবে সঠিক পরিচর্যা করে বড় করতে হবে। নয়তো এরকম পরিবেশে টিকে থাকা তাদের জন্য কষ্ট হয়ে যায়। বৃক্ষরোপণ ও পরিচর্যা আমাদের মন-মানসিকতা বিকাশের একটি অন্যতম উপায়। আমি পাঠকবন্ধুর সকল সদস্যকে অভিনন্দন জানাই—তাদের সক্রিয় অংশগ্রহণ এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে আজকের এই বৃক্ষরোপণ ও পরিচর্যা উদ্যোগ সফল হয়েছে।’
কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন পাঠকবন্ধুর উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামান, সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম।
এ সময় সমন্বিত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসাইন, সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য মো. শেখ সাদী ভূইয়া, পাঠকবন্ধু যবিপ্রবি শাখার সভাপতি আহাদ সৈকত, সাধারণ সম্পাদক মোস্তফা গালিব, সহ-সভাপতি রকিবুল হাসান রকিব, অর্থ সম্পাদক আখতারুজ্জামান, সদস্য নাঈম, রোকাইয়া, শেফা, ইমদাদুল ইসলাম, রকিবুল হাসান তারেক, আলফাজ হোসেন আরবি, সাব্বির, মাহফুজুল ইসলামসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাঠকবন্ধু যবিপ্রবি শাখা পরিবেশবান্ধব সচেতনতা ও সামাজিক উদ্যোগ বাস্তবায়নে নিয়মিত কাজ করে যাচ্ছে। আগামী বছরগুলোতেও এ ধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংগঠনটির বন্ধুরা।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৭ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৭ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৭ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৭ দিন আগে