বিজ্ঞপ্তি
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ‘ইউআইইউ সিএসই ফেস্ট ২০২৫’ শিরোনামে আন্তকলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লক চেইন অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড, প্রজেক্ট শো, লাইন ফলোয়িং রোবট (এলএফআর), প্রোগ্রামিং কনটেস্টসহ মোট ছয়টি বিষয়ে দুই দিনব্যাপী (১৭-১৮ জানুয়ারি) প্রতিযোগিতার আয়োজন করেছে। গতকাল শুক্রবার সকালে ইউআইইউ ক্যাম্পাসে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর মো. আবুল কাশেম মিয়া।
স্বাগত বক্তব্য দেন ইউআইইউ সিএসই ফেস্ট ২০২৫-এর অর্গানাইজিং সেক্রেটারি এবং ইউআইইউ সিএসই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর সুমন আহম্মেদ এবং ধন্যবাদ জানান ইউআইইউ সিএসই বিভাগের প্রধান প্রফেসর মুহাম্মদ নূরুল হুদা।
প্রতিযোগিতায় বাংলাদেশের প্রায় ৮০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৩০টি কলেজ থেকে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নেন। বিশেষ করে কম্পিউটার বিজ্ঞান বিভাগ ও আইসিটি বিভাগের তরুণ শিক্ষার্থীদের জন্য থাকে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পুরস্কার মোট ১১ লাখ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রযুক্তি শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি দেশের সমস্যা সমাধানে প্রযুক্তিকে মানুষের কল্যাণে প্রাসঙ্গিক করতে শিক্ষার্থীদের উৎসাহ দেন।
বিশেষ অতিথি জাতীয় পর্যায়ে এই ধরনের ফেস্ট আয়োজনের জন্য ইউআইইউকে ধন্যবাদ জানান। এ ধরনের উদ্যোগের সঙ্গে আইসিটি বিভাগ সব সময় পাশে থাকবে বলে তিনি ঘোষণা দেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তারা, শিক্ষাবিদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, আইটি বিশেষজ্ঞ, সাংবাদিকসহ অতিথিরা উপস্থিত ছিলেন।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ‘ইউআইইউ সিএসই ফেস্ট ২০২৫’ শিরোনামে আন্তকলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লক চেইন অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড, প্রজেক্ট শো, লাইন ফলোয়িং রোবট (এলএফআর), প্রোগ্রামিং কনটেস্টসহ মোট ছয়টি বিষয়ে দুই দিনব্যাপী (১৭-১৮ জানুয়ারি) প্রতিযোগিতার আয়োজন করেছে। গতকাল শুক্রবার সকালে ইউআইইউ ক্যাম্পাসে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর মো. আবুল কাশেম মিয়া।
স্বাগত বক্তব্য দেন ইউআইইউ সিএসই ফেস্ট ২০২৫-এর অর্গানাইজিং সেক্রেটারি এবং ইউআইইউ সিএসই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর সুমন আহম্মেদ এবং ধন্যবাদ জানান ইউআইইউ সিএসই বিভাগের প্রধান প্রফেসর মুহাম্মদ নূরুল হুদা।
প্রতিযোগিতায় বাংলাদেশের প্রায় ৮০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৩০টি কলেজ থেকে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নেন। বিশেষ করে কম্পিউটার বিজ্ঞান বিভাগ ও আইসিটি বিভাগের তরুণ শিক্ষার্থীদের জন্য থাকে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পুরস্কার মোট ১১ লাখ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রযুক্তি শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি দেশের সমস্যা সমাধানে প্রযুক্তিকে মানুষের কল্যাণে প্রাসঙ্গিক করতে শিক্ষার্থীদের উৎসাহ দেন।
বিশেষ অতিথি জাতীয় পর্যায়ে এই ধরনের ফেস্ট আয়োজনের জন্য ইউআইইউকে ধন্যবাদ জানান। এ ধরনের উদ্যোগের সঙ্গে আইসিটি বিভাগ সব সময় পাশে থাকবে বলে তিনি ঘোষণা দেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তারা, শিক্ষাবিদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, আইটি বিশেষজ্ঞ, সাংবাদিকসহ অতিথিরা উপস্থিত ছিলেন।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫