নতুন পরিবেশে নিজেকে মেলে ধরাই ছিল মূল কারণ
পাঠ্যপুস্তকের বাইরেও একটা পৃথিবী আছে। যে পৃথিবীতে প্রতিনিয়ত বিকাশ হচ্ছে নতুন দিগন্তের। প্রতিযোগিতাপূর্ণ এই সময়ে নিজস্ব ভাষা ও সংস্কৃতির বাইরে গিয়ে একদম একটা নতুন পরিবেশে নিজেকে মেলে ধরা এবং একই সঙ্গে নিজের মেধা ও মননকে শাণিত করার সুযোগ দেশের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোয় অনেক বেশি। নতুন সাংস্কৃতিক পরিমণ্ডলে নিজের বিকাশ ত্বরান্বিত করার জন্য দেশের বাইরে পড়াশোনার বিকল্প নেই। নতুন সংস্কৃতির সঙ্গে পরিচয় এবং একই সঙ্গে নিজেকে প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীর জন্য গড়ে তোলার যে সুযোগ, সেটা বিবেচনায় রেখে আমার দেশের বাইরে পড়তে আসা।
জান্নাতুল আরিফ, পিএইচডি গবেষক, নর্থ-চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটি, বেইজিং, চীন।
নিজ আয়ে পড়াশোনার ইচ্ছে ছিল
আমি মনে করি না শেখার উদ্দেশ্যই হলো উপার্জন। দেশে ভালো বিশ্ববিদ্যালয় নেই, এমনটা নয়। তবে কিছু বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম বিদেশে পড়ার। যেমন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে সেশনজট, রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রশ্নবিদ্ধ শিক্ষার মান, অপর্যাপ্ত গবেষণাগার ও শিক্ষার উচ্চ ব্যয়। আমার বাবা ছিলেন প্রধান নৌ প্রকৌশলী। তাঁর বিদেশে পড়াশোনা আমাকে অনুপ্রাণিত করেছে। সঙ্গে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর কিছু সুবিধা সিদ্ধান্ত নিতে প্রবলভাবে সহযোগিতা করেছে। যেমন নির্দিষ্ট সময়ে কোর্স শেষ হওয়া, উন্নত শিক্ষা, দক্ষ শিক্ষক, আধুনিক গবেষণাগার ও ভিনদেশি শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে নিজেকে দক্ষ করে তোলার সুযোগ। তারপর নিজের আয়ে পড়াশোনা করার একটা সুযোগও রয়েছে।
সাইফ ফারদিন, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অব টেকনোলজি, সিডনি, অস্ট্রেলিয়া।
বিশ্বসেরা গবেষকদের সঙ্গে কাজের ইচ্ছে ছিল
বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের বেশির ভাগই উন্নত মানের শিক্ষাপদ্ধতি, বহুজাতিক সংস্কৃতির সঙ্গে একত্র হতে, গবেষণা এবং ইন্টার্নশিপ ও বিশ্বব্যাপী নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগসহ বিভিন্ন কারণে বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী হয়। দেশে বহু স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তবে, বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনা শেষে কর্মসংস্থান এবং অন্য অভিজ্ঞতা অর্জনের বিষয়গুলো প্রাধান্য পায়। আমার উচ্চশিক্ষার ক্ষেত্রে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, উন্নত সুযোগ-সুবিধা এবং বিশ্বসেরা গবেষকদের সঙ্গে কাজের ইচ্ছা আন্তর্জাতিক শিক্ষা গ্রহণের চিন্তাকে প্রভাবিত করেছে।
সজল দাস, কম্পিউটেশনাল অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিকস,ফেড্রিক আলেক্সান্ডার ইউনিভার্সিটি, জার্মানি।
বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ
উন্নত মানের শিক্ষাব্যবস্থা ও গবেষণার সুযোগ মূলত আমাকে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিতে সহযোগিতা করেছে। তবে আরও কিছু বিষয় রয়েছে। বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার্থীদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, যা দেশের বর্তমান পরিস্থিতিতে খুঁজে পাওয়া দুষ্কর। এ ছাড়া হাতে-কলমে শিক্ষার প্রভাবে দক্ষ মানবশক্তি হওয়ায় বৈশ্বিক চাকরির বাজারের প্রতিযোগিতায় সহজেই বিজয়ী হওয়ার সুযোগ রয়েছে। বহুজাতিক সংস্কৃতি, বিভিন্ন ভাষা সম্পর্কে জ্ঞান, ভিন্নধর্মী শিক্ষণপদ্ধতির ভেতর দিয়ে পাওয়া ডিগ্রিধারীদের প্রাধান্য দেয় বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠান। এত সুযোগ-সুবিধা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সীমিত থাকার কারণে আমি বিদেশে পড়াশোনা করতে আগ্রহী হয়েছি।
অন্তর ঘোষ, কম্পিউটার সায়েন্স,বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, ভারত।
নতুন পরিবেশে নিজেকে মেলে ধরাই ছিল মূল কারণ
পাঠ্যপুস্তকের বাইরেও একটা পৃথিবী আছে। যে পৃথিবীতে প্রতিনিয়ত বিকাশ হচ্ছে নতুন দিগন্তের। প্রতিযোগিতাপূর্ণ এই সময়ে নিজস্ব ভাষা ও সংস্কৃতির বাইরে গিয়ে একদম একটা নতুন পরিবেশে নিজেকে মেলে ধরা এবং একই সঙ্গে নিজের মেধা ও মননকে শাণিত করার সুযোগ দেশের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোয় অনেক বেশি। নতুন সাংস্কৃতিক পরিমণ্ডলে নিজের বিকাশ ত্বরান্বিত করার জন্য দেশের বাইরে পড়াশোনার বিকল্প নেই। নতুন সংস্কৃতির সঙ্গে পরিচয় এবং একই সঙ্গে নিজেকে প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীর জন্য গড়ে তোলার যে সুযোগ, সেটা বিবেচনায় রেখে আমার দেশের বাইরে পড়তে আসা।
জান্নাতুল আরিফ, পিএইচডি গবেষক, নর্থ-চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটি, বেইজিং, চীন।
নিজ আয়ে পড়াশোনার ইচ্ছে ছিল
আমি মনে করি না শেখার উদ্দেশ্যই হলো উপার্জন। দেশে ভালো বিশ্ববিদ্যালয় নেই, এমনটা নয়। তবে কিছু বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম বিদেশে পড়ার। যেমন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে সেশনজট, রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রশ্নবিদ্ধ শিক্ষার মান, অপর্যাপ্ত গবেষণাগার ও শিক্ষার উচ্চ ব্যয়। আমার বাবা ছিলেন প্রধান নৌ প্রকৌশলী। তাঁর বিদেশে পড়াশোনা আমাকে অনুপ্রাণিত করেছে। সঙ্গে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর কিছু সুবিধা সিদ্ধান্ত নিতে প্রবলভাবে সহযোগিতা করেছে। যেমন নির্দিষ্ট সময়ে কোর্স শেষ হওয়া, উন্নত শিক্ষা, দক্ষ শিক্ষক, আধুনিক গবেষণাগার ও ভিনদেশি শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে নিজেকে দক্ষ করে তোলার সুযোগ। তারপর নিজের আয়ে পড়াশোনা করার একটা সুযোগও রয়েছে।
সাইফ ফারদিন, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অব টেকনোলজি, সিডনি, অস্ট্রেলিয়া।
বিশ্বসেরা গবেষকদের সঙ্গে কাজের ইচ্ছে ছিল
বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের বেশির ভাগই উন্নত মানের শিক্ষাপদ্ধতি, বহুজাতিক সংস্কৃতির সঙ্গে একত্র হতে, গবেষণা এবং ইন্টার্নশিপ ও বিশ্বব্যাপী নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগসহ বিভিন্ন কারণে বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী হয়। দেশে বহু স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তবে, বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনা শেষে কর্মসংস্থান এবং অন্য অভিজ্ঞতা অর্জনের বিষয়গুলো প্রাধান্য পায়। আমার উচ্চশিক্ষার ক্ষেত্রে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, উন্নত সুযোগ-সুবিধা এবং বিশ্বসেরা গবেষকদের সঙ্গে কাজের ইচ্ছা আন্তর্জাতিক শিক্ষা গ্রহণের চিন্তাকে প্রভাবিত করেছে।
সজল দাস, কম্পিউটেশনাল অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিকস,ফেড্রিক আলেক্সান্ডার ইউনিভার্সিটি, জার্মানি।
বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ
উন্নত মানের শিক্ষাব্যবস্থা ও গবেষণার সুযোগ মূলত আমাকে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিতে সহযোগিতা করেছে। তবে আরও কিছু বিষয় রয়েছে। বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার্থীদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, যা দেশের বর্তমান পরিস্থিতিতে খুঁজে পাওয়া দুষ্কর। এ ছাড়া হাতে-কলমে শিক্ষার প্রভাবে দক্ষ মানবশক্তি হওয়ায় বৈশ্বিক চাকরির বাজারের প্রতিযোগিতায় সহজেই বিজয়ী হওয়ার সুযোগ রয়েছে। বহুজাতিক সংস্কৃতি, বিভিন্ন ভাষা সম্পর্কে জ্ঞান, ভিন্নধর্মী শিক্ষণপদ্ধতির ভেতর দিয়ে পাওয়া ডিগ্রিধারীদের প্রাধান্য দেয় বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠান। এত সুযোগ-সুবিধা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সীমিত থাকার কারণে আমি বিদেশে পড়াশোনা করতে আগ্রহী হয়েছি।
অন্তর ঘোষ, কম্পিউটার সায়েন্স,বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, ভারত।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
২৫ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
২৫ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
২৫ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
২৫ দিন আগে