নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডস এক্সিবিশন সেন্টারে এই সমাবর্তন হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
এবারের সমাবর্তনে বিভিন্ন অনুষদের ১ হাজার ৯২২ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে সর্বোচ্চ সিজিপিএ পাওয়া পাঁচ শিক্ষার্থী চ্যান্সেলরের স্বর্ণপদক লাভ করেন। এ ছাড়া বিভিন্ন বিভাগ থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করা ২৭ শিক্ষার্থীকে উপাচার্যের স্বর্ণপদক দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘আমরা এমন এক বিশ্বে বসবাস করছি, যেখানে জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে। তাই শুধু পুথিগত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং বিশ্লেষণধর্মী, সৃজনশীল ও দূরদৃষ্টিসম্পন্ন হতে হবে।’
গ্র্যাজুয়েটদের উদ্দেশে তৌহিদ হোসেন বলেন, ‘স্নাতক হিসেবে আপনাদের দায়িত্ব হবে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করা, নৈতিকতা ও সততার সঙ্গে কাজ করা। সৃষ্টিশীল ও উদ্ভাবনী চিন্তা দিয়ে শুধু স্বদেশ নয়, বরং বিশ্বকে সমৃদ্ধ করা।’
সমাবর্তন অনুষ্ঠানে এসইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শুধু বস্তুগত সাফল্য নয়, বরং সঠিক মূল্যবোধ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করাই একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তির পরিচয়।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এসইইউ উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, সহউপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডস এক্সিবিশন সেন্টারে এই সমাবর্তন হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
এবারের সমাবর্তনে বিভিন্ন অনুষদের ১ হাজার ৯২২ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে সর্বোচ্চ সিজিপিএ পাওয়া পাঁচ শিক্ষার্থী চ্যান্সেলরের স্বর্ণপদক লাভ করেন। এ ছাড়া বিভিন্ন বিভাগ থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করা ২৭ শিক্ষার্থীকে উপাচার্যের স্বর্ণপদক দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘আমরা এমন এক বিশ্বে বসবাস করছি, যেখানে জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে। তাই শুধু পুথিগত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং বিশ্লেষণধর্মী, সৃজনশীল ও দূরদৃষ্টিসম্পন্ন হতে হবে।’
গ্র্যাজুয়েটদের উদ্দেশে তৌহিদ হোসেন বলেন, ‘স্নাতক হিসেবে আপনাদের দায়িত্ব হবে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করা, নৈতিকতা ও সততার সঙ্গে কাজ করা। সৃষ্টিশীল ও উদ্ভাবনী চিন্তা দিয়ে শুধু স্বদেশ নয়, বরং বিশ্বকে সমৃদ্ধ করা।’
সমাবর্তন অনুষ্ঠানে এসইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শুধু বস্তুগত সাফল্য নয়, বরং সঠিক মূল্যবোধ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করাই একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তির পরিচয়।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এসইইউ উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, সহউপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৮ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৮ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৮ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৮ দিন আগে