ইংলিশ কাপলের গল্প
লিমন হাসান ও নূরে জান্নাত মীম। দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা না হলেও তাঁদের দেখা হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে, শিক্ষাসংক্রান্ত কাজে। ইংরেজি পড়াতে পড়াতেই একসঙ্গে পথচলার পরিকল্পনা। এর ফলও মিলেছে। একসঙ্গে কাজ করায় তুলনামূলক কম সময়ে আগের চেয়ে অনেক ভালো সিদ্ধান্ত নিতে পারছেন তাঁরা। নিজেদের আলাদা প্রতিষ্ঠানগুলো এক জায়গায় এনে তাঁরা তৈরি করেন লিংগুয়াল একাডেমি। বিভিন্ন বয়সী প্রায় ৩০ লাখ মানুষ প্রতিদিন ইংরেজি শিখছেন এখানে। লিমন জানান, দুজনে একসঙ্গে কাজ করতে না এলে এই সাফল্য সম্ভব হতো না।
শিক্ষাজীবনের পাশাপাশি সংসার সামলাতেও লিমন ও মীম একে অন্যের প্রতিচ্ছবি! একই কলেজের শিক্ষার্থী হওয়ায় অনেক সাধারণ ঘটনাই অসাধারণ গল্প হয়ে ওঠে। সাজিয়ে-গুছিয়ে কথা বলা লিমনের সঙ্গে মীমের জীবন মিলে গেছে। অমোঘ মায়া ও শ্রদ্ধাবোধ তাঁদের সম্পর্কের মূল ভিত্তি। লিমন ও মীমের ফাগুন কাটবে বইমেলায়। দুজনের সমৃদ্ধ জীবনে ফাগুনের সময়গুলো নিজেদের মতোই সাজিয়ে নেন তাঁরা। শিক্ষার্থীরা ভালোবেসে তাঁদের ডাকেন ইংলিশ কাপল।
ম্যাথট্রনিকস ভালোবাসা
পৃথিবীতে যেদিন প্রথম বীজগণিতের সূত্র আবিষ্কৃত হয়েছিল, সেদিন থেকে আজ পর্যন্ত সব গাণিতিক সমস্যার সমাধান কি মিলেছে? কিংবা সরল অঙ্কের মান কি সব সময় শূন্য হয়? উত্তর হলো, না। সরল অঙ্কের ফলাফল মাঝে মাঝে এক, এমনকি দুইও হয়েছে। আলভী আহমেদ ও বৃষ্টি ফারজানার গল্পও তেমন।
পাহাড় আর সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থী ছিলেন দুজন। গাণিতিক সূত্রের শেষের পাতার ফলাফল মিলে যাওয়ার মতো তাঁদের সূত্রও মিলেছে।
বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ। আলভী ও বৃষ্টি তখন স্বপ্ন দেখেন একই বিন্দুকে কেন্দ্র করে বৃত্তের মতো সংসার করার। হলোও তাই। একে অপরের প্রতি আস্থা রাখেন তাঁরা। পড়াশোনার পাশাপাশি ভাগ করে নেন সংসারের দায়িত্ব। একদিকে রান্নাঘর, সংসার সামলানো, অন্যদিকে পড়ালেখা, পরীক্ষা, ল্যাব, প্রজেক্ট, অনলাইন ব্যাচ। সফলভাবে স্নাতক সম্পন্ন করার পর দেশের শিক্ষার্থীদের গণিত শেখার অভিজ্ঞতাকে থ্রিডি এনিমেটেড শিক্ষায় নতুন মাত্রা যুক্ত করতে তাঁরা দুজন মিলে তৈরি করেন অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম ম্যাথট্রনিকস। এটি আজ দুই লাখের শিক্ষার্থীর পরিবার। ছয় বছরের এই পথচলার স্মৃতি তাঁদের মনে করিয়ে দেয়—বন্ধুত্ব, ভালোবাসা ও বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক অনেক সুন্দর ও স্থায়ী হতে পারে। আসছে ফাগুনে আলভী ও বৃষ্টি ডিপার্টমেন্টের ট্যুরে সিলেটে যাচ্ছেন। পাহাড়, নদী, ঝরনা, চা-বাগানের অপূর্ব রূপে সিলেটে ফাগুন উদ্যাপন করার আনন্দের জন্য অপেক্ষা করছেন তাঁরা। ফাগুনের রঙে, ফুলে ফুলে ভরে ওঠা ক্যাম্পাসে শতব্যস্ততার মধ্যেও ঘুরতে বের হওয়াকে উপেক্ষা করতে চান না আলভী ও বৃষ্টি।
ইংলিশ কাপলের গল্প
লিমন হাসান ও নূরে জান্নাত মীম। দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা না হলেও তাঁদের দেখা হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে, শিক্ষাসংক্রান্ত কাজে। ইংরেজি পড়াতে পড়াতেই একসঙ্গে পথচলার পরিকল্পনা। এর ফলও মিলেছে। একসঙ্গে কাজ করায় তুলনামূলক কম সময়ে আগের চেয়ে অনেক ভালো সিদ্ধান্ত নিতে পারছেন তাঁরা। নিজেদের আলাদা প্রতিষ্ঠানগুলো এক জায়গায় এনে তাঁরা তৈরি করেন লিংগুয়াল একাডেমি। বিভিন্ন বয়সী প্রায় ৩০ লাখ মানুষ প্রতিদিন ইংরেজি শিখছেন এখানে। লিমন জানান, দুজনে একসঙ্গে কাজ করতে না এলে এই সাফল্য সম্ভব হতো না।
শিক্ষাজীবনের পাশাপাশি সংসার সামলাতেও লিমন ও মীম একে অন্যের প্রতিচ্ছবি! একই কলেজের শিক্ষার্থী হওয়ায় অনেক সাধারণ ঘটনাই অসাধারণ গল্প হয়ে ওঠে। সাজিয়ে-গুছিয়ে কথা বলা লিমনের সঙ্গে মীমের জীবন মিলে গেছে। অমোঘ মায়া ও শ্রদ্ধাবোধ তাঁদের সম্পর্কের মূল ভিত্তি। লিমন ও মীমের ফাগুন কাটবে বইমেলায়। দুজনের সমৃদ্ধ জীবনে ফাগুনের সময়গুলো নিজেদের মতোই সাজিয়ে নেন তাঁরা। শিক্ষার্থীরা ভালোবেসে তাঁদের ডাকেন ইংলিশ কাপল।
ম্যাথট্রনিকস ভালোবাসা
পৃথিবীতে যেদিন প্রথম বীজগণিতের সূত্র আবিষ্কৃত হয়েছিল, সেদিন থেকে আজ পর্যন্ত সব গাণিতিক সমস্যার সমাধান কি মিলেছে? কিংবা সরল অঙ্কের মান কি সব সময় শূন্য হয়? উত্তর হলো, না। সরল অঙ্কের ফলাফল মাঝে মাঝে এক, এমনকি দুইও হয়েছে। আলভী আহমেদ ও বৃষ্টি ফারজানার গল্পও তেমন।
পাহাড় আর সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থী ছিলেন দুজন। গাণিতিক সূত্রের শেষের পাতার ফলাফল মিলে যাওয়ার মতো তাঁদের সূত্রও মিলেছে।
বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ। আলভী ও বৃষ্টি তখন স্বপ্ন দেখেন একই বিন্দুকে কেন্দ্র করে বৃত্তের মতো সংসার করার। হলোও তাই। একে অপরের প্রতি আস্থা রাখেন তাঁরা। পড়াশোনার পাশাপাশি ভাগ করে নেন সংসারের দায়িত্ব। একদিকে রান্নাঘর, সংসার সামলানো, অন্যদিকে পড়ালেখা, পরীক্ষা, ল্যাব, প্রজেক্ট, অনলাইন ব্যাচ। সফলভাবে স্নাতক সম্পন্ন করার পর দেশের শিক্ষার্থীদের গণিত শেখার অভিজ্ঞতাকে থ্রিডি এনিমেটেড শিক্ষায় নতুন মাত্রা যুক্ত করতে তাঁরা দুজন মিলে তৈরি করেন অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম ম্যাথট্রনিকস। এটি আজ দুই লাখের শিক্ষার্থীর পরিবার। ছয় বছরের এই পথচলার স্মৃতি তাঁদের মনে করিয়ে দেয়—বন্ধুত্ব, ভালোবাসা ও বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক অনেক সুন্দর ও স্থায়ী হতে পারে। আসছে ফাগুনে আলভী ও বৃষ্টি ডিপার্টমেন্টের ট্যুরে সিলেটে যাচ্ছেন। পাহাড়, নদী, ঝরনা, চা-বাগানের অপূর্ব রূপে সিলেটে ফাগুন উদ্যাপন করার আনন্দের জন্য অপেক্ষা করছেন তাঁরা। ফাগুনের রঙে, ফুলে ফুলে ভরে ওঠা ক্যাম্পাসে শতব্যস্ততার মধ্যেও ঘুরতে বের হওয়াকে উপেক্ষা করতে চান না আলভী ও বৃষ্টি।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৮ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৮ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৮ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৮ দিন আগে