মো. রিয়াজ হোসাইন
জলবায়ু পরিবর্তন, কৃষির আধুনিকায়ন এবং দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে স্মার্ট কৃষি এখন সময়ের দাবি। প্রযুক্তিনির্ভর এই কৃষি পদ্ধতিতে ব্যবহৃত হচ্ছে ইন্টারনেট অব থিংস, সেন্সর, লোকেশন সিস্টেম, অটোমেশন, রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা—যা কৃষিকে করছে আরও টেকসই ও উৎপাদনমুখী।
সাম্প্রতিক এক বৈজ্ঞানিক সম্মেলনে বিষয়টি উঠে আসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)। ‘স্মার্ট কৃষি অনুশীলনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন প্রশমন’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় ইয়াস এশিয়া প্যাসিফিক সায়েন্টিফিক ইভেন্ট ২০২৫। আয়োজনে ছিল ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন অ্যাগ্রিকালচার অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (ইয়াস), বাংলাদেশ শাখা।
দিনব্যাপী আয়োজনে দেশি-বিদেশি অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থাপন করেন ১৯টি বৈজ্ঞানিক পোস্টার। স্মার্ট কৃষির ভূমিকা নিয়ে তাৎক্ষণিক পোস্টার তৈরি এবং উপস্থাপনও করেন তাঁরা।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. এম জুলফিকার রহমান।
মৎস্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. হারুনুর রশিদ বলেন, সমুদ্র পৃথিবী থেকে নির্গত প্রায় ৩০ শতাংশ গ্রিনহাউস গ্যাস শোষণ করে। শিল্প ও জীবাশ্ম জ্বালানি থেকে আসে ৬৫ শতাংশ কার্বন ডাই-অক্সাইড। এ ছাড়া কৃষি খাত থেকেও আসে প্রায় ২০ শতাংশ।
অ্যাগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম বলেন, অ্যাগ্রোফরেস্ট্রি কৃষি উৎপাদনের পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নির্গমন কমায়। একটি গাছ দৈনিক গড়ে ৪৫ পাউন্ড কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে পারে।
এই সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্মার্ট কৃষি ও জলবায়ু সচেতনতা বাড়ানোর একটি কার্যকর উদ্যোগ হিসেবে কাজ করেছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জলবায়ু পরিবর্তন, কৃষির আধুনিকায়ন এবং দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে স্মার্ট কৃষি এখন সময়ের দাবি। প্রযুক্তিনির্ভর এই কৃষি পদ্ধতিতে ব্যবহৃত হচ্ছে ইন্টারনেট অব থিংস, সেন্সর, লোকেশন সিস্টেম, অটোমেশন, রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা—যা কৃষিকে করছে আরও টেকসই ও উৎপাদনমুখী।
সাম্প্রতিক এক বৈজ্ঞানিক সম্মেলনে বিষয়টি উঠে আসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)। ‘স্মার্ট কৃষি অনুশীলনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন প্রশমন’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় ইয়াস এশিয়া প্যাসিফিক সায়েন্টিফিক ইভেন্ট ২০২৫। আয়োজনে ছিল ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন অ্যাগ্রিকালচার অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (ইয়াস), বাংলাদেশ শাখা।
দিনব্যাপী আয়োজনে দেশি-বিদেশি অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থাপন করেন ১৯টি বৈজ্ঞানিক পোস্টার। স্মার্ট কৃষির ভূমিকা নিয়ে তাৎক্ষণিক পোস্টার তৈরি এবং উপস্থাপনও করেন তাঁরা।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. এম জুলফিকার রহমান।
মৎস্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. হারুনুর রশিদ বলেন, সমুদ্র পৃথিবী থেকে নির্গত প্রায় ৩০ শতাংশ গ্রিনহাউস গ্যাস শোষণ করে। শিল্প ও জীবাশ্ম জ্বালানি থেকে আসে ৬৫ শতাংশ কার্বন ডাই-অক্সাইড। এ ছাড়া কৃষি খাত থেকেও আসে প্রায় ২০ শতাংশ।
অ্যাগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম বলেন, অ্যাগ্রোফরেস্ট্রি কৃষি উৎপাদনের পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নির্গমন কমায়। একটি গাছ দৈনিক গড়ে ৪৫ পাউন্ড কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে পারে।
এই সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্মার্ট কৃষি ও জলবায়ু সচেতনতা বাড়ানোর একটি কার্যকর উদ্যোগ হিসেবে কাজ করেছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৮ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৮ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৮ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৮ দিন আগে