ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ডিউক অব অ্যাডিনবার্গ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রোগ্রামে সাফল্য পাওয়া তরুণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আমিনুল ইসলাম সেমিনার হলে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম লুৎফর রহমান ও প্রক্টর অধ্যাপক শেখ মোহাম্মদ আল্ল্যাইয়ারসহ ডিউক অব অ্যাডিনবার্গের ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রোগ্রামের বিশিষ্ট অতিথিরা, পুরস্কারপ্রাপ্তরা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ডিউক অব অ্যাডিনবার্গের ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রোগ্রাম হলো অনানুষ্ঠানিক শিক্ষা এবং শেখার জন্য একটি বিখ্যাত বিশ্বব্যাপী কাঠামো যা তরুণদের উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা পূরণে, কৃতিত্ব স্বীকার করতে এবং সমাজে উপকারী অবদান রাখতে অনুপ্রাণিত করে। ২০১৩ সালে ডিআইইউ-তে প্রতিষ্ঠার পর থেকে, প্রোগ্রামটি উল্লেখযোগ্য সম্প্রসারণের অভিজ্ঞতা লাভ করেছে এবং বর্তমানে ৪৯ জন নিবন্ধিত শিক্ষার্থী এই প্রোগ্রামে জড়িত।
অনুষ্ঠানে জানানো হয়, এ বছর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭০ জন অংশগ্রহণকারী সফলভাবে ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড পুরস্কার জিতেছে। অনুষ্ঠানের মূল ফোকাস ছিল এই সেমিস্টারের জন্য ১৩ জন তরুণকে ব্রোঞ্জ পুরস্কার দেওয়া। মেহেদী হাসান রাব্বি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং অ্যাওয়ার্ড প্রাপকদের মধ্যে একজন। তিনি অভিজ্ঞতা বর্ণনা করেছেন, যা তাঁর সমবয়সীদের এবং উপস্থিত অন্য অংশগ্রহণকারীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে। সৌরভ দাস আরেক ব্রোঞ্জ পুরস্কারপ্রাপ্ত। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র এবং বর্তমানে পোল্যান্ডের ইরাসমাস এক্সচেঞ্জ প্রোগ্রামে পড়ছেন। তিনিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভিজ্ঞতা শেয়ার করেছেন। অনুষ্ঠানটি পুরস্কারপ্রাপ্তদের সার্টিফিকেট এবং পিন দেওয়ার মাধ্যমে শেষ হয়।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য প্রফেসর এম. লুৎফর রহমান পুরস্কারপ্রাপ্তদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন। তাঁদের এই অর্জনের মাধ্যমে সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে ও শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে উৎসাহিত করেন। তিনি পরিবেশ সংরক্ষণ এবং টেকসই অনুশীলনের গুরুত্বের ওপর জোর দিয়ে সামাজিক দায়বদ্ধতার বৃহত্তর দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে বেশি করে গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন। এটি করার মাধ্যমে তিনি শুধু পুরস্কারপ্রাপ্তদের ব্যক্তিগত কৃতিত্ব স্বীকার করেন না, বরং দায়িত্বশীল বিশ্ব নাগরিক হিসেবে তাঁদের ভূমিকার ওপর জোর দেন, যা তাঁদের চারপাশের বিশ্বে একটি বাস্তব পার্থক্য তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ডিউক অব অ্যাডিনবার্গ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রোগ্রামে সাফল্য পাওয়া তরুণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আমিনুল ইসলাম সেমিনার হলে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম লুৎফর রহমান ও প্রক্টর অধ্যাপক শেখ মোহাম্মদ আল্ল্যাইয়ারসহ ডিউক অব অ্যাডিনবার্গের ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রোগ্রামের বিশিষ্ট অতিথিরা, পুরস্কারপ্রাপ্তরা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ডিউক অব অ্যাডিনবার্গের ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রোগ্রাম হলো অনানুষ্ঠানিক শিক্ষা এবং শেখার জন্য একটি বিখ্যাত বিশ্বব্যাপী কাঠামো যা তরুণদের উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা পূরণে, কৃতিত্ব স্বীকার করতে এবং সমাজে উপকারী অবদান রাখতে অনুপ্রাণিত করে। ২০১৩ সালে ডিআইইউ-তে প্রতিষ্ঠার পর থেকে, প্রোগ্রামটি উল্লেখযোগ্য সম্প্রসারণের অভিজ্ঞতা লাভ করেছে এবং বর্তমানে ৪৯ জন নিবন্ধিত শিক্ষার্থী এই প্রোগ্রামে জড়িত।
অনুষ্ঠানে জানানো হয়, এ বছর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭০ জন অংশগ্রহণকারী সফলভাবে ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড পুরস্কার জিতেছে। অনুষ্ঠানের মূল ফোকাস ছিল এই সেমিস্টারের জন্য ১৩ জন তরুণকে ব্রোঞ্জ পুরস্কার দেওয়া। মেহেদী হাসান রাব্বি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং অ্যাওয়ার্ড প্রাপকদের মধ্যে একজন। তিনি অভিজ্ঞতা বর্ণনা করেছেন, যা তাঁর সমবয়সীদের এবং উপস্থিত অন্য অংশগ্রহণকারীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে। সৌরভ দাস আরেক ব্রোঞ্জ পুরস্কারপ্রাপ্ত। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র এবং বর্তমানে পোল্যান্ডের ইরাসমাস এক্সচেঞ্জ প্রোগ্রামে পড়ছেন। তিনিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভিজ্ঞতা শেয়ার করেছেন। অনুষ্ঠানটি পুরস্কারপ্রাপ্তদের সার্টিফিকেট এবং পিন দেওয়ার মাধ্যমে শেষ হয়।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য প্রফেসর এম. লুৎফর রহমান পুরস্কারপ্রাপ্তদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন। তাঁদের এই অর্জনের মাধ্যমে সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে ও শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে উৎসাহিত করেন। তিনি পরিবেশ সংরক্ষণ এবং টেকসই অনুশীলনের গুরুত্বের ওপর জোর দিয়ে সামাজিক দায়বদ্ধতার বৃহত্তর দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে বেশি করে গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন। এটি করার মাধ্যমে তিনি শুধু পুরস্কারপ্রাপ্তদের ব্যক্তিগত কৃতিত্ব স্বীকার করেন না, বরং দায়িত্বশীল বিশ্ব নাগরিক হিসেবে তাঁদের ভূমিকার ওপর জোর দেন, যা তাঁদের চারপাশের বিশ্বে একটি বাস্তব পার্থক্য তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৯ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৯ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৯ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৯ দিন আগে