জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) টিএসসির খাবারের মূল্য পুনর্নির্ধারণ করে মূল্যতালিকা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এতে খাবারের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দোকানদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ মূল্য নির্ধারণ করে বলে জানান টিএসসি সংস্কার প্রতিনিধিরা।
মূল্যতালিকায় দেখা যায়, রং চায়ের দাম ২ টাকা কমিয়ে ৬ টাকা, দুধ চা ২ টাকা কমিয়ে ৮, কেক ৫ টাকা কমিয়ে ১০, রুটি ৫ টাকা কমিয়ে ১০, কলা ১০, বাটার বান ২০, শিঙারা ৫, পাকোড়া ৫, সমুচা ১০, ভেজিটেবল রোল ১০, চিকেন রোল ৫ টাকা কমিয়ে ২৫, ডিম চপ ১০, স্যান্ডউইচ ৫ টাকা কমিয়ে ৩০ ও ডিম জালি ৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।
সকালের নাশতার আইটেমের মূল্যতালিকায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। প্রতিটি পরোটা ৬ টাকা, ডাল অথবা ভাজি ১০, ডিম ভাজি ২০, ডিম খিচুড়ি ৩০ টাকা করা হয়েছে।
এ ছাড়া দুপুরের খাবারের দাম নির্ধারণ করা হয়েছে: ভাত, মাছ ও ডাল ৫০ টাকা; ভাত, মুরগি ও ডাল ৫০ টাকা; ভাত, ভর্তা ও ডাল ২০ টাকা; ভাত, ডিম ও ডাল ৩০ টাকা এবং ভাত, মুরগির গিলা–কলিজা ও ডাল ৪০ টাকা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও টিএসসি সংস্কার কমিটির সদস্য সোহাগ হোসেন বলেন, ‘আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ মূল্যতালিকা নির্ধারণ করেছি। শিক্ষার্থীদের খাবারের মান বাড়ানো ও দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। এ মূল্যতালিকার সঙ্গে ব্যবসায়ীরা একমত হয়েছেন এবং আমাদের কথা দিয়েছেন তাঁরা খাবারের মান ঠিক রেখে এই নির্ধারিত মূল্যে খাবার বিক্রি করবেন।’
প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে মোট ৫টি উন্নয়ন ও সংস্কারমূলক কমিটি করা হয়, যার একটি হলো টিএসসি ও ক্যাফেটেরিয়া সংস্কার কমিটি। সেই কমিটির উদ্যোগে টিএসসির খাবারের মূল্যতালিকা করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী টিএসসির দোকানিদের সঙ্গে আলোচনা না করেই দাম কমায় এবং টিএসসির দোকানমালিক পরিবর্তনের পাঁয়তারা করে। প্রতিবাদে দোকানিরা পরদিন দোকান বন্ধ রাখেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার প্রতিনিধিরা কমিটি গঠনের মাধ্যমে দোকানিদের সঙ্গে আলোচনায় বসেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) টিএসসির খাবারের মূল্য পুনর্নির্ধারণ করে মূল্যতালিকা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এতে খাবারের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দোকানদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ মূল্য নির্ধারণ করে বলে জানান টিএসসি সংস্কার প্রতিনিধিরা।
মূল্যতালিকায় দেখা যায়, রং চায়ের দাম ২ টাকা কমিয়ে ৬ টাকা, দুধ চা ২ টাকা কমিয়ে ৮, কেক ৫ টাকা কমিয়ে ১০, রুটি ৫ টাকা কমিয়ে ১০, কলা ১০, বাটার বান ২০, শিঙারা ৫, পাকোড়া ৫, সমুচা ১০, ভেজিটেবল রোল ১০, চিকেন রোল ৫ টাকা কমিয়ে ২৫, ডিম চপ ১০, স্যান্ডউইচ ৫ টাকা কমিয়ে ৩০ ও ডিম জালি ৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।
সকালের নাশতার আইটেমের মূল্যতালিকায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। প্রতিটি পরোটা ৬ টাকা, ডাল অথবা ভাজি ১০, ডিম ভাজি ২০, ডিম খিচুড়ি ৩০ টাকা করা হয়েছে।
এ ছাড়া দুপুরের খাবারের দাম নির্ধারণ করা হয়েছে: ভাত, মাছ ও ডাল ৫০ টাকা; ভাত, মুরগি ও ডাল ৫০ টাকা; ভাত, ভর্তা ও ডাল ২০ টাকা; ভাত, ডিম ও ডাল ৩০ টাকা এবং ভাত, মুরগির গিলা–কলিজা ও ডাল ৪০ টাকা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও টিএসসি সংস্কার কমিটির সদস্য সোহাগ হোসেন বলেন, ‘আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ মূল্যতালিকা নির্ধারণ করেছি। শিক্ষার্থীদের খাবারের মান বাড়ানো ও দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। এ মূল্যতালিকার সঙ্গে ব্যবসায়ীরা একমত হয়েছেন এবং আমাদের কথা দিয়েছেন তাঁরা খাবারের মান ঠিক রেখে এই নির্ধারিত মূল্যে খাবার বিক্রি করবেন।’
প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে মোট ৫টি উন্নয়ন ও সংস্কারমূলক কমিটি করা হয়, যার একটি হলো টিএসসি ও ক্যাফেটেরিয়া সংস্কার কমিটি। সেই কমিটির উদ্যোগে টিএসসির খাবারের মূল্যতালিকা করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী টিএসসির দোকানিদের সঙ্গে আলোচনা না করেই দাম কমায় এবং টিএসসির দোকানমালিক পরিবর্তনের পাঁয়তারা করে। প্রতিবাদে দোকানিরা পরদিন দোকান বন্ধ রাখেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার প্রতিনিধিরা কমিটি গঠনের মাধ্যমে দোকানিদের সঙ্গে আলোচনায় বসেন।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৮ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৮ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৮ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৮ দিন আগে