মো. গোলাম রব্বানী
দেশের চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অন্যতম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। এ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। ২০২১ সালের নভেম্বরে পুরোনো ফটক ভেঙে নতুন ফটকের নির্মাণকাজ শুরু হয়। মূল কাঠামো নির্মাণ শেষ হলেও গত আড়াই বছরে এর পুরো কাজ শেষ হয়নি। ফটক-সংলগ্ন সড়কের কার্পেটিং সম্পন্ন হয়নি এবং বসেনি প্রতিষ্ঠানটির নামফলক।
নামফলকের অনুপস্থিতি যেন চাঁদের কলঙ্কের মতো, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অস্বস্তিকর। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চমৎকার আলোকোজ্জ্বল নামফলকের সঙ্গে নামফলকহীন চুয়েট হীনম্মন্যতার কারণ হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের। শুধু তা-ই নয়, নামফলক না থাকায় বিভ্রান্তিতে পড়েন বিশ্ববিদ্যালয়ে নতুন আসা অনেকে। সম্প্রতি প্রকৌশল গুচ্ছে স্নাতক প্রথম বর্ষের ভর্তি সম্পন্ন হয়েছে। সন্তানদের ভর্তি করিয়ে দিতে আসা অনেক সচেতন অভিভাবক চুয়েটের প্রধান ফটকে নামফলকের অনুপস্থিতি বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট অনেককে।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর জানিয়েছে, নামফলক বসানোর দায়িত্ব রয়েছে প্রকৌশল দপ্তরের ওপর। উল্টো দিকে প্রকৌশল দপ্তর বাজেট কম থাকার বিষয়টি কাজের গতি ধীর হওয়ার কারণ বলে জানিয়েছে। কবে নাগাদ কাজ শেষ হবে, সে বিষয়েও কিছু জানাতে পারেনি প্রকৌশল দপ্তর।
এদিকে শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, দ্রুত প্রধান ফটকে নামফলক বসানো হোক।
লেখক: তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী, চুয়েট
দেশের চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অন্যতম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। এ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। ২০২১ সালের নভেম্বরে পুরোনো ফটক ভেঙে নতুন ফটকের নির্মাণকাজ শুরু হয়। মূল কাঠামো নির্মাণ শেষ হলেও গত আড়াই বছরে এর পুরো কাজ শেষ হয়নি। ফটক-সংলগ্ন সড়কের কার্পেটিং সম্পন্ন হয়নি এবং বসেনি প্রতিষ্ঠানটির নামফলক।
নামফলকের অনুপস্থিতি যেন চাঁদের কলঙ্কের মতো, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অস্বস্তিকর। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চমৎকার আলোকোজ্জ্বল নামফলকের সঙ্গে নামফলকহীন চুয়েট হীনম্মন্যতার কারণ হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের। শুধু তা-ই নয়, নামফলক না থাকায় বিভ্রান্তিতে পড়েন বিশ্ববিদ্যালয়ে নতুন আসা অনেকে। সম্প্রতি প্রকৌশল গুচ্ছে স্নাতক প্রথম বর্ষের ভর্তি সম্পন্ন হয়েছে। সন্তানদের ভর্তি করিয়ে দিতে আসা অনেক সচেতন অভিভাবক চুয়েটের প্রধান ফটকে নামফলকের অনুপস্থিতি বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট অনেককে।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর জানিয়েছে, নামফলক বসানোর দায়িত্ব রয়েছে প্রকৌশল দপ্তরের ওপর। উল্টো দিকে প্রকৌশল দপ্তর বাজেট কম থাকার বিষয়টি কাজের গতি ধীর হওয়ার কারণ বলে জানিয়েছে। কবে নাগাদ কাজ শেষ হবে, সে বিষয়েও কিছু জানাতে পারেনি প্রকৌশল দপ্তর।
এদিকে শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, দ্রুত প্রধান ফটকে নামফলক বসানো হোক।
লেখক: তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী, চুয়েট
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৯ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৯ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৯ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৯ দিন আগে