কুমিল্লা বিশ্ববিদ্যালয়
সাব্বির হোসেন
পরিবেশ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা পৃথিবীতে পরিবেশ সুরক্ষার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। পরিবেশবিষয়ক সংগঠন ‘অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ নিজস্ব অর্থায়নে শুরু করেছে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার কার্যক্রম।
প্লাস্টিক পণ্যের বিনিময়ে চারা গাছ
অব্যবহৃত প্লাস্টিক পণ্য নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি চালু করেছে অভয়ারণ্য। সংগঠনটি শিক্ষার্থীদের রুম কিংবা ব্যাগে থাকা প্লাস্টিকের বোতল ও অন্যান্য প্লাস্টিক সামগ্রী জমা দেওয়ার বিনিময়ে দিচ্ছে গাছের চারা।
পাখিনিবাস
পাখিদের নিরাপদ বাসস্থানের জন্য তৈরি করা হয়েছে পাখিনিবাস। ২০২২ সালের শুরুতে সংগঠনটি পাখিদের জন্য গাছে ও আবাসিক হলের বিভিন্ন জায়গায় মাটির কলসি স্থাপনের মাধ্যমে এ আয়োজন শুরু করে। বর্তমানে ক্যাম্পাসের বিভিন্ন গাছে ৭০টির বেশি মাটির কলসি ঝুলিয়ে পাখিদের নিরাপদ আশ্রয়স্থল বানানো হয়েছে। ‘পাখির জন্য ভালোবাসা’ প্রতিপাদ্য সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়। এটি ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির পাখির বাসস্থান গড়ে তোলার প্রচেষ্টা। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ-সংলগ্ন পাখিনিবাস এখন শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণীয় জায়গা।
বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণ কার্যক্রম
শজারু, শিয়ালসহ অন্যান্য বিলুপ্তপ্রায় প্রাণী রক্ষা ও সংরক্ষণের উদ্যোগ নিয়েছে অভয়ারণ্য। বন্য প্রাণীদের নিরাপত্তা ও সংরক্ষণ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পরিবেশ সুরক্ষা কর্মসূচি
২০১৫ সালের ৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর থেকে অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। ক্যাম্পাসে বিভিন্ন গাছের বাংলা, বৈজ্ঞানিক নামসহ ফলক স্থাপন এবং শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ উল্লেখযোগ্য।
ভবিষ্যৎ পরিকল্পনা
অভয়ারণ্য এর আগেও বিভিন্ন সেমিনার ও কর্মশালার আয়োজন করেছে এবং ভবিষ্যতে তারা এই ধারা অব্যাহত রাখতে চায়। সংগঠনটির সদস্যরা আশাবাদী যে তাঁদের এ উদ্যোগে অন্য শিক্ষার্থীরাও যুক্ত হবেন এবং পরিবেশ রক্ষায় তাঁদের প্রচেষ্টা জোরদার হবে। সংগঠনটির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবদুল্লাহ আল সিফাত বলেন, ‘পাহাড় কাটা বন্ধ এবং বিলুপ্তপ্রায় প্রাণীদের নিরাপদ আবাস নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।’
অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চেষ্টা করছে। সংগঠনটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
পরিবেশ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা পৃথিবীতে পরিবেশ সুরক্ষার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। পরিবেশবিষয়ক সংগঠন ‘অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ নিজস্ব অর্থায়নে শুরু করেছে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার কার্যক্রম।
প্লাস্টিক পণ্যের বিনিময়ে চারা গাছ
অব্যবহৃত প্লাস্টিক পণ্য নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি চালু করেছে অভয়ারণ্য। সংগঠনটি শিক্ষার্থীদের রুম কিংবা ব্যাগে থাকা প্লাস্টিকের বোতল ও অন্যান্য প্লাস্টিক সামগ্রী জমা দেওয়ার বিনিময়ে দিচ্ছে গাছের চারা।
পাখিনিবাস
পাখিদের নিরাপদ বাসস্থানের জন্য তৈরি করা হয়েছে পাখিনিবাস। ২০২২ সালের শুরুতে সংগঠনটি পাখিদের জন্য গাছে ও আবাসিক হলের বিভিন্ন জায়গায় মাটির কলসি স্থাপনের মাধ্যমে এ আয়োজন শুরু করে। বর্তমানে ক্যাম্পাসের বিভিন্ন গাছে ৭০টির বেশি মাটির কলসি ঝুলিয়ে পাখিদের নিরাপদ আশ্রয়স্থল বানানো হয়েছে। ‘পাখির জন্য ভালোবাসা’ প্রতিপাদ্য সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়। এটি ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির পাখির বাসস্থান গড়ে তোলার প্রচেষ্টা। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ-সংলগ্ন পাখিনিবাস এখন শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণীয় জায়গা।
বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণ কার্যক্রম
শজারু, শিয়ালসহ অন্যান্য বিলুপ্তপ্রায় প্রাণী রক্ষা ও সংরক্ষণের উদ্যোগ নিয়েছে অভয়ারণ্য। বন্য প্রাণীদের নিরাপত্তা ও সংরক্ষণ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পরিবেশ সুরক্ষা কর্মসূচি
২০১৫ সালের ৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর থেকে অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। ক্যাম্পাসে বিভিন্ন গাছের বাংলা, বৈজ্ঞানিক নামসহ ফলক স্থাপন এবং শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ উল্লেখযোগ্য।
ভবিষ্যৎ পরিকল্পনা
অভয়ারণ্য এর আগেও বিভিন্ন সেমিনার ও কর্মশালার আয়োজন করেছে এবং ভবিষ্যতে তারা এই ধারা অব্যাহত রাখতে চায়। সংগঠনটির সদস্যরা আশাবাদী যে তাঁদের এ উদ্যোগে অন্য শিক্ষার্থীরাও যুক্ত হবেন এবং পরিবেশ রক্ষায় তাঁদের প্রচেষ্টা জোরদার হবে। সংগঠনটির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবদুল্লাহ আল সিফাত বলেন, ‘পাহাড় কাটা বন্ধ এবং বিলুপ্তপ্রায় প্রাণীদের নিরাপদ আবাস নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।’
অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চেষ্টা করছে। সংগঠনটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৮ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৮ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৮ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৮ দিন আগে