মমতাজ জাহান মম, ঢাকা
তাঁর পরিবারের কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না। ফলে অভিনয় বিষয়ে পরিবার থেকে কোনো সহায়তা পাননি। এমনও দিন গেছে, থিয়েটারের কাজ শেষে সন্ধ্যা ৬টায় ফিরে দেখেছেন বাসার দরজা বন্ধ। রাত ১১টা পর্যন্ত তাঁকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। থিয়েটার করার জন্য বা অভিনয় শেখার জন্য বাড়ি থেকে কোনো ধরনের অর্থসহায়তা পেতেন না। তাঁকে অভিনয় শিখতে হয়েছে বলা চলে, রিকশাভাড়া বাঁচিয়ে।
বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড্রামা ও ড্রামাটিকস বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদের কথা। এই নামে তাঁকে বেশির ভাগ মানুষ না চিনলেও তাঁর ইউটিউব চ্যানেল জিসু এন্টারটেইনমেন্টকে চেনেন অনেকে। চ্যানেলটি অনলাইন প্ল্যাটফর্মে নাটক ও সিনেমার দৃশ্য রিমেক করে জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যে। জিসান প্রথম দিকে অভিনেতাদের কসপ্লে করতেন। পরে ভিডিও মেকিং শুরু করেন।
জিসান পড়তেন হাজী লাল মিয়া সিটি কলেজে। অভিনয় বিষয়ে সেখানে তাঁর শিক্ষকদের সহযোগিতা পেয়েছেন বেশ ভালো; বিশেষ করে বর্ণালি নামে এক শিক্ষক তাঁকে অনেক ধরনের সহায়তা করেছেন। থিয়েটারে তানভীর নামে এক ‘বড় ভাই’ ছিলেন জিসানের। তিনি তাঁকে উদীচী নাট্যদলের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং ভর্তি হতে সহযোগিতা করেন। এ ছাড়া থিয়েটারের বাকি সবার থেকে সহযোগিতা ও বন্ধুসুলভ আচরণ পেয়েছেন। সে কারণেই হয়তো পারিবারিক বাধা অতিক্রম করে তিনি এগিয়ে গেছেন সফলতার দিকে।
করোনা মহামারির সময় যখন বিশ্ববিদ্যালয় বন্ধ, তখন জিসান জনপ্রিয় চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্য রিমেক করার কাজ শুরু করেন। প্রথম রিমেক করেন চঞ্চল চৌধুরী অভিনীত আয়নাবাজি সিনেমার একটি ক্লিপ। অভিনয়ের প্রতি ভালো লাগা থেকে ভিডিও বানানো শুরু করেন। সে সময় হাতখরচের টাকা বাঁচিয়ে কনটেন্ট বানাতেন তিনি।
জিসান মূলত জনপ্রিয় সিনেমার মূল দৃশ্যগুলো পাঁচ থেকে সাত মিনিট দৈর্ঘ্যে এনে রিমেক করেন। সঙ্গে রাখেন সিনেমার জনপ্রিয় গান। এ পর্যন্ত জিসু এন্টারটেইনমেন্ট ১০টি সিনেমা, নাটক ও ৩টি শর্টফিল্ম রিমেক ভিডিও পোস্ট করেছে। এর মধ্যে হলিউডের জোকার, বলিউডের ছিছোরে, থ্রি ইডিয়টস, পিকে, তামিল সিনেমা ৯৬, বাংলাদেশের মনপুরা, আয়নাবাজি সিনেমার রিমেক উল্লেখযোগ্য।
তাঁর পরিবারের কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না। ফলে অভিনয় বিষয়ে পরিবার থেকে কোনো সহায়তা পাননি। এমনও দিন গেছে, থিয়েটারের কাজ শেষে সন্ধ্যা ৬টায় ফিরে দেখেছেন বাসার দরজা বন্ধ। রাত ১১টা পর্যন্ত তাঁকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। থিয়েটার করার জন্য বা অভিনয় শেখার জন্য বাড়ি থেকে কোনো ধরনের অর্থসহায়তা পেতেন না। তাঁকে অভিনয় শিখতে হয়েছে বলা চলে, রিকশাভাড়া বাঁচিয়ে।
বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড্রামা ও ড্রামাটিকস বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদের কথা। এই নামে তাঁকে বেশির ভাগ মানুষ না চিনলেও তাঁর ইউটিউব চ্যানেল জিসু এন্টারটেইনমেন্টকে চেনেন অনেকে। চ্যানেলটি অনলাইন প্ল্যাটফর্মে নাটক ও সিনেমার দৃশ্য রিমেক করে জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যে। জিসান প্রথম দিকে অভিনেতাদের কসপ্লে করতেন। পরে ভিডিও মেকিং শুরু করেন।
জিসান পড়তেন হাজী লাল মিয়া সিটি কলেজে। অভিনয় বিষয়ে সেখানে তাঁর শিক্ষকদের সহযোগিতা পেয়েছেন বেশ ভালো; বিশেষ করে বর্ণালি নামে এক শিক্ষক তাঁকে অনেক ধরনের সহায়তা করেছেন। থিয়েটারে তানভীর নামে এক ‘বড় ভাই’ ছিলেন জিসানের। তিনি তাঁকে উদীচী নাট্যদলের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং ভর্তি হতে সহযোগিতা করেন। এ ছাড়া থিয়েটারের বাকি সবার থেকে সহযোগিতা ও বন্ধুসুলভ আচরণ পেয়েছেন। সে কারণেই হয়তো পারিবারিক বাধা অতিক্রম করে তিনি এগিয়ে গেছেন সফলতার দিকে।
করোনা মহামারির সময় যখন বিশ্ববিদ্যালয় বন্ধ, তখন জিসান জনপ্রিয় চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্য রিমেক করার কাজ শুরু করেন। প্রথম রিমেক করেন চঞ্চল চৌধুরী অভিনীত আয়নাবাজি সিনেমার একটি ক্লিপ। অভিনয়ের প্রতি ভালো লাগা থেকে ভিডিও বানানো শুরু করেন। সে সময় হাতখরচের টাকা বাঁচিয়ে কনটেন্ট বানাতেন তিনি।
জিসান মূলত জনপ্রিয় সিনেমার মূল দৃশ্যগুলো পাঁচ থেকে সাত মিনিট দৈর্ঘ্যে এনে রিমেক করেন। সঙ্গে রাখেন সিনেমার জনপ্রিয় গান। এ পর্যন্ত জিসু এন্টারটেইনমেন্ট ১০টি সিনেমা, নাটক ও ৩টি শর্টফিল্ম রিমেক ভিডিও পোস্ট করেছে। এর মধ্যে হলিউডের জোকার, বলিউডের ছিছোরে, থ্রি ইডিয়টস, পিকে, তামিল সিনেমা ৯৬, বাংলাদেশের মনপুরা, আয়নাবাজি সিনেমার রিমেক উল্লেখযোগ্য।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫