অনলাইন ডেস্ক
বেসরকারি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ফার্মেসি বিভাগ ‘টেকসই উন্নয়নের জন্য ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্য বিজ্ঞানের অগ্রগতি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দুইদিন ব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনেটির সহ-আয়োজকের দায়িত্বে আছে ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটি সুমাতার উতারা এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান।
এতে জাপান, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, মালয়েশিয়া, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং বাংলাদেশের শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।
বক্তব্যে ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্যসেবায় স্থায়ী উন্নয়ন অর্জনের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমরা এখানে ধারণা ও উদ্ভাবনের আদান-প্রদান করতে সমবেত হলে, আমি ছাত্রদের শক্তির কথা মনে করি, যারা এই নতুন যুগে অর্থপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম।’
দুই দিনব্যাপী এই সম্মেলনটি উদ্বোধন করেন ইউএপির স্কুল অব মেডিসিন এর ডিন অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, ‘আমরা আগামী দুই দিনে ১০টি দেশের বিশেষজ্ঞদের সঙ্গে গতিশীল আলোচনা এবং ধারণার আদান-প্রদান করার জন্য উন্মুখ, যারা এই সম্মেলনের বৈশ্বিক গুরুত্বকে তুলে ধরবেন।
ইউএপির বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক তাঁর বক্তব্যে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। ইউএপি-এর উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান স্বাস্থ্যসেবার উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন এবং এই সম্মেলন সফলভাবে আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সম্মেলনে উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফার্মেসি কাউন্সিলের সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশের সচিব মুহাম্মদ মাহবুবুল হক।
সম্মেলনে প্ল্যানারি বক্তা, আমন্ত্রিত বক্তা, পোস্টার উপস্থাপক এবং মৌখিক উপস্থাপকগণ বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন ও আকর্ষণীয় প্লেনারি সেশনে অংশগ্রহণ করেন।
৯টি গুরুত্বপূর্ণ সিম্পোজিয়ামে ফার্মাসিউটিক্যাল, ফার্মেসি শিক্ষা, বায়োটেকনোলজি, সংক্রামক রোগ, ক্যানসার গবেষণা, মহামারি এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক গবেষণা নিয়ে আলোচনা হয়।
সম্মেলনটি ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পুরস্কার বিতরণী এবং গালা ডিনারের মধ্য দিয়ে শেষ হবে।
বেসরকারি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ফার্মেসি বিভাগ ‘টেকসই উন্নয়নের জন্য ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্য বিজ্ঞানের অগ্রগতি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দুইদিন ব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনেটির সহ-আয়োজকের দায়িত্বে আছে ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটি সুমাতার উতারা এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান।
এতে জাপান, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, মালয়েশিয়া, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং বাংলাদেশের শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।
বক্তব্যে ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্যসেবায় স্থায়ী উন্নয়ন অর্জনের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমরা এখানে ধারণা ও উদ্ভাবনের আদান-প্রদান করতে সমবেত হলে, আমি ছাত্রদের শক্তির কথা মনে করি, যারা এই নতুন যুগে অর্থপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম।’
দুই দিনব্যাপী এই সম্মেলনটি উদ্বোধন করেন ইউএপির স্কুল অব মেডিসিন এর ডিন অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, ‘আমরা আগামী দুই দিনে ১০টি দেশের বিশেষজ্ঞদের সঙ্গে গতিশীল আলোচনা এবং ধারণার আদান-প্রদান করার জন্য উন্মুখ, যারা এই সম্মেলনের বৈশ্বিক গুরুত্বকে তুলে ধরবেন।
ইউএপির বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক তাঁর বক্তব্যে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। ইউএপি-এর উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান স্বাস্থ্যসেবার উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন এবং এই সম্মেলন সফলভাবে আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সম্মেলনে উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফার্মেসি কাউন্সিলের সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশের সচিব মুহাম্মদ মাহবুবুল হক।
সম্মেলনে প্ল্যানারি বক্তা, আমন্ত্রিত বক্তা, পোস্টার উপস্থাপক এবং মৌখিক উপস্থাপকগণ বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন ও আকর্ষণীয় প্লেনারি সেশনে অংশগ্রহণ করেন।
৯টি গুরুত্বপূর্ণ সিম্পোজিয়ামে ফার্মাসিউটিক্যাল, ফার্মেসি শিক্ষা, বায়োটেকনোলজি, সংক্রামক রোগ, ক্যানসার গবেষণা, মহামারি এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক গবেষণা নিয়ে আলোচনা হয়।
সম্মেলনটি ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পুরস্কার বিতরণী এবং গালা ডিনারের মধ্য দিয়ে শেষ হবে।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৮ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৮ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৮ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৮ দিন আগে