আব্দুর রাজ্জাক খান
ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সম্প্রতি প্রকাশ করেছে ৮ প্রদেশে অবস্থিত ২১টি ভুয়া বিশ্ববিদ্যালয়ের তালিকা। এই তালিকা ২০২৪ সালের মে মাসের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এসব বিশ্ববিদ্যালয় সরকারের অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করছে। এ ধরনের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা সনদ গ্রহণ করলে ভবিষ্যতে শিক্ষা ও ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। ইউজিসি এসব ভুয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছে। লিখেছেন আব্দুর রাজ্জাক খান।
কোথায় অবস্থিত এসব ভুয়া বিশ্ববিদ্যালয়
ভারতের বিভিন্ন রাজ্যে রয়েছে বেশ কিছু ভুয়া প্রতিষ্ঠান, যেগুলো নিজেদের বৈধ বা সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচয় দেয়। প্রতিটি রাজ্যে শিক্ষার্থীদের জন্য যেসব ভুয়া বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে, সেগুলোর মধ্যে কিছু বিশেষভাবে উল্লেখযোগ্য:
অন্ধ্র প্রদেশ
অন্ধ্র প্রদেশে আছে দুটি ভুয়া বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো ক্রিস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি ও বাইবেল ওপেন ইউনিভার্সিটি অব ইন্ডিয়া। অন্ধ্র প্রদেশ গুন্টুর কাকুমানুভারিথোটো ও শ্রীনগর দুটি ঠিকানায় অবস্থিত ক্রিস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি। এই প্রতিষ্ঠান কোনো বৈধ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায়নি। বাইবেল ওপেন ইউনিভার্সিটি অব ইন্ডিয়া অন্ধ্র প্রদেশের বিশাখাপট্টনমে অবস্থিত একটি ভুয়া বিশ্ববিদ্যালয়, যেটিতে শিক্ষাদান করার কোনো অনুমতিই নেই।
দিল্লি
ভুয়া বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি পাওয়া গেছে রাজধানী দিল্লিতে। সেখানে ভুয়া বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৮। এ বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের সরকারি বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মতো পরিচয় দেয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস; কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড; ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি; ভোকেশনাল ইউনিভার্সিটি; এডিআর-সেন্ট্রিক জুরিডিক্যাল ইউনিভার্সিটি; ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং; বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ-এমপ্লয়মেন্ট; আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় (স্পিরিচুয়াল ইউনিভার্সিটি)। এগুলো সরকারি বা বৈধ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায়নি।
কর্ণাটক
কর্ণাটকের গোকাকে অবস্থিত বাদাগানভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি। এই প্রতিষ্ঠান কোনো বৈধ শিক্ষাদান অনুমোদন পায়নি এবং একে একটি ভুয়া প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কেরালা
কেরালায় আছে দুটি ভুয়া বিশ্ববিদ্যালয়, যা কোনো সরকারি অনুমোদন ছাড়াই কাজ করছে। বিশ্ববিদ্যালয় দুটি হলো কেরালার কিষাণত্তমে অবস্থিত সেন্ট জনস ইউনিভার্সিটি এবং কুন্নামঙ্গলম কোঝিকোড়ে অবস্থিত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব প্রফেটিক মেডিসিন। এ দুটি প্রতিষ্ঠানের শিক্ষাদানের কোনো বৈধতা না থাকায় এদের ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
মহারাষ্ট্র
রাজা অ্যারাবিক ইউনিভার্সিটি। নাগপুরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় ভুয়া হিসেবে চিহ্নিত এবং এর অনুমোদন নেই।
পদুচেরি
শ্রী বোধি একাডেমি অব হায়ার এডুকেশন। পদুচেরির এই প্রতিষ্ঠানে শিক্ষাদান করার কোনো সরকারি অনুমোদন নেই। ফলে এটি একটি ভুয়া বিশ্ববিদ্যালয়।
উত্তর প্রদেশ
উত্তর প্রদেশে বেশ কিছু ভুয়া বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলো অবৈধভাবে শিক্ষাদান চালিয়ে যাচ্ছে। সেগুলো হলো গান্ধী হিন্দি বিদ্যাপীঠ; নেতাজি সুভাষ চন্দ্র বসু ইউনিভার্সিটি; ভারতীয় শিক্ষা পরিষদ; মহামায়া টেকনিক্যাল ইউনিভার্সিটি।
পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গে দুটি ভুয়া বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলো অলটারনেটিভ মেডিসিনের নামে শিক্ষাদান করছে। সেগুলো হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন; ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ।
এমন ভুয়া বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করে এবং তাঁদের মূল্যবান সময় ও অর্থ নষ্ট করে। তারা যে ডিগ্রি দেয়, তা কোনো সরকারি বা বৈধ প্রতিষ্ঠানের কাছ থেকে স্বীকৃত নয়, ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিরাপদ থাকে না।
সতর্কতা ও পরামর্শ
শিক্ষার্থীদের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে এর বৈধতা ও স্বীকৃতি সম্পর্কে নিশ্চিত হতে হবে। শুধু ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে হবে, যেগুলো সরকারি আইন অনুযায়ী বৈধ এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ। ইউজিসি প্রকাশিত এই তালিকা শিক্ষার্থীদের জন্য সতর্কবার্তা, যাতে শিক্ষার্থীরা ভুয়া বিশ্ববিদ্যালয় থেকে নিজেদের রক্ষা করতে পারে।
সূত্র: ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সম্প্রতি প্রকাশ করেছে ৮ প্রদেশে অবস্থিত ২১টি ভুয়া বিশ্ববিদ্যালয়ের তালিকা। এই তালিকা ২০২৪ সালের মে মাসের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এসব বিশ্ববিদ্যালয় সরকারের অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করছে। এ ধরনের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা সনদ গ্রহণ করলে ভবিষ্যতে শিক্ষা ও ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। ইউজিসি এসব ভুয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছে। লিখেছেন আব্দুর রাজ্জাক খান।
কোথায় অবস্থিত এসব ভুয়া বিশ্ববিদ্যালয়
ভারতের বিভিন্ন রাজ্যে রয়েছে বেশ কিছু ভুয়া প্রতিষ্ঠান, যেগুলো নিজেদের বৈধ বা সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচয় দেয়। প্রতিটি রাজ্যে শিক্ষার্থীদের জন্য যেসব ভুয়া বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে, সেগুলোর মধ্যে কিছু বিশেষভাবে উল্লেখযোগ্য:
অন্ধ্র প্রদেশ
অন্ধ্র প্রদেশে আছে দুটি ভুয়া বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো ক্রিস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি ও বাইবেল ওপেন ইউনিভার্সিটি অব ইন্ডিয়া। অন্ধ্র প্রদেশ গুন্টুর কাকুমানুভারিথোটো ও শ্রীনগর দুটি ঠিকানায় অবস্থিত ক্রিস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি। এই প্রতিষ্ঠান কোনো বৈধ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায়নি। বাইবেল ওপেন ইউনিভার্সিটি অব ইন্ডিয়া অন্ধ্র প্রদেশের বিশাখাপট্টনমে অবস্থিত একটি ভুয়া বিশ্ববিদ্যালয়, যেটিতে শিক্ষাদান করার কোনো অনুমতিই নেই।
দিল্লি
ভুয়া বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি পাওয়া গেছে রাজধানী দিল্লিতে। সেখানে ভুয়া বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৮। এ বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের সরকারি বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মতো পরিচয় দেয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস; কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড; ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি; ভোকেশনাল ইউনিভার্সিটি; এডিআর-সেন্ট্রিক জুরিডিক্যাল ইউনিভার্সিটি; ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং; বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ-এমপ্লয়মেন্ট; আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় (স্পিরিচুয়াল ইউনিভার্সিটি)। এগুলো সরকারি বা বৈধ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায়নি।
কর্ণাটক
কর্ণাটকের গোকাকে অবস্থিত বাদাগানভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি। এই প্রতিষ্ঠান কোনো বৈধ শিক্ষাদান অনুমোদন পায়নি এবং একে একটি ভুয়া প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কেরালা
কেরালায় আছে দুটি ভুয়া বিশ্ববিদ্যালয়, যা কোনো সরকারি অনুমোদন ছাড়াই কাজ করছে। বিশ্ববিদ্যালয় দুটি হলো কেরালার কিষাণত্তমে অবস্থিত সেন্ট জনস ইউনিভার্সিটি এবং কুন্নামঙ্গলম কোঝিকোড়ে অবস্থিত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব প্রফেটিক মেডিসিন। এ দুটি প্রতিষ্ঠানের শিক্ষাদানের কোনো বৈধতা না থাকায় এদের ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
মহারাষ্ট্র
রাজা অ্যারাবিক ইউনিভার্সিটি। নাগপুরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় ভুয়া হিসেবে চিহ্নিত এবং এর অনুমোদন নেই।
পদুচেরি
শ্রী বোধি একাডেমি অব হায়ার এডুকেশন। পদুচেরির এই প্রতিষ্ঠানে শিক্ষাদান করার কোনো সরকারি অনুমোদন নেই। ফলে এটি একটি ভুয়া বিশ্ববিদ্যালয়।
উত্তর প্রদেশ
উত্তর প্রদেশে বেশ কিছু ভুয়া বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলো অবৈধভাবে শিক্ষাদান চালিয়ে যাচ্ছে। সেগুলো হলো গান্ধী হিন্দি বিদ্যাপীঠ; নেতাজি সুভাষ চন্দ্র বসু ইউনিভার্সিটি; ভারতীয় শিক্ষা পরিষদ; মহামায়া টেকনিক্যাল ইউনিভার্সিটি।
পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গে দুটি ভুয়া বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলো অলটারনেটিভ মেডিসিনের নামে শিক্ষাদান করছে। সেগুলো হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন; ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ।
এমন ভুয়া বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করে এবং তাঁদের মূল্যবান সময় ও অর্থ নষ্ট করে। তারা যে ডিগ্রি দেয়, তা কোনো সরকারি বা বৈধ প্রতিষ্ঠানের কাছ থেকে স্বীকৃত নয়, ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিরাপদ থাকে না।
সতর্কতা ও পরামর্শ
শিক্ষার্থীদের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে এর বৈধতা ও স্বীকৃতি সম্পর্কে নিশ্চিত হতে হবে। শুধু ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে হবে, যেগুলো সরকারি আইন অনুযায়ী বৈধ এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ। ইউজিসি প্রকাশিত এই তালিকা শিক্ষার্থীদের জন্য সতর্কবার্তা, যাতে শিক্ষার্থীরা ভুয়া বিশ্ববিদ্যালয় থেকে নিজেদের রক্ষা করতে পারে।
সূত্র: ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৮ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৮ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৯ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৯ দিন আগে