সুদীপ চাকমা
পাহাড় বা সমতলের বিভিন্ন জাতিসত্তার মানুষের সংস্কৃতি, জীবনযাত্রা ও খাবারের বৈচিত্র্য তুলে ধরতে কুমিল্লায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘ইন্ডিজেনাস ফুড অ্যান্ড কালচারাল এক্সিবিশন-২০২৪ ’।
২০ ফেব্রুয়ারি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র সংসদের উদ্যোগে এ প্রদর্শনের আয়োজন করা হয়। এতে প্রদর্শন করা হয় চাকমাদের ঐতিহ্যবাহী পোশাক পিনোন-হাদি, হুত্তি, হুল্লি এবং মানচিত্রে বাংলাদেশে অবস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অবস্থান। পাশাপাশি প্রদর্শন করা হয় চাকমা, মারমা ও ত্রিপুরাদের জনপ্রিয় খাবারের সমাহার, যা জুম থেকে উৎপাদিত চাল, সবজি ও শুঁটকিসহ নানা উপকরণ দিয়ে তৈরি করা হয়। সেই সঙ্গে এক্সিবিশনের একপাশে প্রদর্শন করা হয় ফটো কনটেস্টে অংশগ্রহণকারী চিত্রগ্রাহকদের পাঠানো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনযাত্রার সঙ্গে সম্পৃক্ত ৫০ টির বেশি স্থিরচিত্র।
প্রদর্শনীতে মূল আকর্ষণ ছিল মারমাদের ঐতিহ্যবাহী খাবার ‘মুন্ডি’। এ ছাড় প্রদর্শনীতে ত্রিপুরাদের বিভিন্ন খাবারের মধ্যে ছিল ওয়ান পুংজাক, ওয়ান বেলাপ, মাইসি দিয়ে তৈরি পায়েস, বুট সংজাক, থাইপং, থাবুচুক, ওয়ান বুদু ও মকাম বা ভুট্টা।
চাকমাদের খাবারের মধ্যে ছিল পাজন, পাহাড়ি বিন্নি চালের পায়েস, দুই ধরনের কলা পিঠা, ব্যাম্বো চিকেন ও চিকেন লাক্সু।
এই আয়োজন নিয়ে থিয়েটার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হান্নান রহিম জানান, ‘এ হলো পাহাড়ে বসবাসরত মানুষের সংগ্রামী জীবন নিয়ে ছবি প্রদর্শনী। এ রকম অনুষ্ঠান প্রতিবছর আরও বড় পরিসরে হোক সে আশাই করছি।’
আদিবাসী ছাত্র সংসদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইতু চাকমা জানান, ‘এই আয়োজন মূলত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল বাঙালিদের পাশাপাশি আমাদের দেশে যে আরও অনেক জাতিসত্তার মানুষ রয়েছেন, তা জানান দেওয়া। যাঁদের রয়েছে নিজস্ব ভাষা ও যুগ যুগ ধরে লালিত স্বীয় সংস্কৃতি। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনযাত্রা স্থিরচিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে অনেকের মনে যে ভ্রান্ত ধারণা থাকে, তা দূর হয়।’
পাহাড় বা সমতলের বিভিন্ন জাতিসত্তার মানুষের সংস্কৃতি, জীবনযাত্রা ও খাবারের বৈচিত্র্য তুলে ধরতে কুমিল্লায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘ইন্ডিজেনাস ফুড অ্যান্ড কালচারাল এক্সিবিশন-২০২৪ ’।
২০ ফেব্রুয়ারি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র সংসদের উদ্যোগে এ প্রদর্শনের আয়োজন করা হয়। এতে প্রদর্শন করা হয় চাকমাদের ঐতিহ্যবাহী পোশাক পিনোন-হাদি, হুত্তি, হুল্লি এবং মানচিত্রে বাংলাদেশে অবস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অবস্থান। পাশাপাশি প্রদর্শন করা হয় চাকমা, মারমা ও ত্রিপুরাদের জনপ্রিয় খাবারের সমাহার, যা জুম থেকে উৎপাদিত চাল, সবজি ও শুঁটকিসহ নানা উপকরণ দিয়ে তৈরি করা হয়। সেই সঙ্গে এক্সিবিশনের একপাশে প্রদর্শন করা হয় ফটো কনটেস্টে অংশগ্রহণকারী চিত্রগ্রাহকদের পাঠানো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনযাত্রার সঙ্গে সম্পৃক্ত ৫০ টির বেশি স্থিরচিত্র।
প্রদর্শনীতে মূল আকর্ষণ ছিল মারমাদের ঐতিহ্যবাহী খাবার ‘মুন্ডি’। এ ছাড় প্রদর্শনীতে ত্রিপুরাদের বিভিন্ন খাবারের মধ্যে ছিল ওয়ান পুংজাক, ওয়ান বেলাপ, মাইসি দিয়ে তৈরি পায়েস, বুট সংজাক, থাইপং, থাবুচুক, ওয়ান বুদু ও মকাম বা ভুট্টা।
চাকমাদের খাবারের মধ্যে ছিল পাজন, পাহাড়ি বিন্নি চালের পায়েস, দুই ধরনের কলা পিঠা, ব্যাম্বো চিকেন ও চিকেন লাক্সু।
এই আয়োজন নিয়ে থিয়েটার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হান্নান রহিম জানান, ‘এ হলো পাহাড়ে বসবাসরত মানুষের সংগ্রামী জীবন নিয়ে ছবি প্রদর্শনী। এ রকম অনুষ্ঠান প্রতিবছর আরও বড় পরিসরে হোক সে আশাই করছি।’
আদিবাসী ছাত্র সংসদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইতু চাকমা জানান, ‘এই আয়োজন মূলত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল বাঙালিদের পাশাপাশি আমাদের দেশে যে আরও অনেক জাতিসত্তার মানুষ রয়েছেন, তা জানান দেওয়া। যাঁদের রয়েছে নিজস্ব ভাষা ও যুগ যুগ ধরে লালিত স্বীয় সংস্কৃতি। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনযাত্রা স্থিরচিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে অনেকের মনে যে ভ্রান্ত ধারণা থাকে, তা দূর হয়।’
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৮ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৮ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৮ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৮ দিন আগে