তাসনীম সিদ্দিকা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদ উচ্চতর মৎস্য শিক্ষা ও গবেষণার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। নতুন মাছের জাত উদ্ভাবন এবং এর রক্ষণাবেক্ষণ ছাড়াও আন্তর্জাতিক পরিসরে গবেষণায় সুনাম অর্জন করেছে এই অনুষদ। তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে নিয়মিতভাবে শিক্ষাসফরের আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকরী।
সাম্প্রতিক এক শিক্ষাসফরে বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা ছয় দিনব্যাপী অ্যাকুয়াকালচার বিভাগের উদ্যোগে খুলনা, বাগেরহাট, সুন্দরবন ও সাতক্ষীরার বিভিন্ন মৎস্য খামার, চিংড়ি প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং বাজার পরিদর্শন করেন। শিক্ষার্থীদের মূল পাঠ্যসূচির অংশ হিসেবে চিংড়ি চাষ ও প্রক্রিয়াকরণের বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এই সফর আয়োজন করা হয়।
রাত আটটায় বাকৃবির হেলিপ্যাড থেকে যাত্রা শুরু করে দলটি পরদিন সকাল সাতটায় সাতক্ষীরার এল্লারচর উপজেলার মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছায়। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর ‘সেতারা ফিশ ফার্ম’ পরিদর্শনের উদ্দেশে রওনা দেয়। যাত্রাপথে প্রাকৃতিক সৌন্দর্য; বিশেষ করে খোলপেটুয়া নদীর নয়নাভিরাম দৃশ্য সবার মন কাড়ে। সেতারা ফিশ ফার্মে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের চিংড়ি চাষের খুঁটিনাটি ও চ্যালেঞ্জগুলো সম্পর্কে শিক্ষার্থীদের জানান। বিশেষত, হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস সংক্রমণ এবং চিংড়ি চাষের ক্রমহ্রাসমান প্রবণতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
পরদিন সাতক্ষীরার মাছের বাজার পরিদর্শন করা হয়, যেখানে ভেটকি, কাও, বাইলা, বিশতারা মাছসহ হরিণা চিংড়ি, চালি চিংড়ি, গলদা ও বাগদা চিংড়ির বিভিন্ন প্রজাতি সরাসরি দেখার সুযোগ পান শিক্ষার্থীরা। তৃতীয় দিন দলটি সুন্দরবনের উদ্দেশে যাত্রা করে। দুপুর ১২টায় সুন্দরবনে পৌঁছানোর
পর আকস্মিক ঝড়-বৃষ্টি শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে ওঠে। এক ঘণ্টার বেশি সময় ধরে চলা ঝড়-বৃষ্টির পর পরিবেশ আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। কলাগাছিয়ায় পৌঁছে সেখানকার দায়িত্বরত কর্মকর্তা সুন্দরবনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং দেন।
পরদিন বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদসহ ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন করে দলটি। রাতে তারা মৎস্য গবেষণা ইনস্টিটিউট বাগেরহাটে অবস্থান নেয়। সফরের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা এল্লারচরে ফিরে এসে সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেন। যেখানে গান, নাচ ও আড্ডার মধ্য দিয়ে স্মরণীয় মুহূর্ত তৈরি হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদ উচ্চতর মৎস্য শিক্ষা ও গবেষণার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। নতুন মাছের জাত উদ্ভাবন এবং এর রক্ষণাবেক্ষণ ছাড়াও আন্তর্জাতিক পরিসরে গবেষণায় সুনাম অর্জন করেছে এই অনুষদ। তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে নিয়মিতভাবে শিক্ষাসফরের আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকরী।
সাম্প্রতিক এক শিক্ষাসফরে বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা ছয় দিনব্যাপী অ্যাকুয়াকালচার বিভাগের উদ্যোগে খুলনা, বাগেরহাট, সুন্দরবন ও সাতক্ষীরার বিভিন্ন মৎস্য খামার, চিংড়ি প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং বাজার পরিদর্শন করেন। শিক্ষার্থীদের মূল পাঠ্যসূচির অংশ হিসেবে চিংড়ি চাষ ও প্রক্রিয়াকরণের বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এই সফর আয়োজন করা হয়।
রাত আটটায় বাকৃবির হেলিপ্যাড থেকে যাত্রা শুরু করে দলটি পরদিন সকাল সাতটায় সাতক্ষীরার এল্লারচর উপজেলার মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছায়। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর ‘সেতারা ফিশ ফার্ম’ পরিদর্শনের উদ্দেশে রওনা দেয়। যাত্রাপথে প্রাকৃতিক সৌন্দর্য; বিশেষ করে খোলপেটুয়া নদীর নয়নাভিরাম দৃশ্য সবার মন কাড়ে। সেতারা ফিশ ফার্মে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের চিংড়ি চাষের খুঁটিনাটি ও চ্যালেঞ্জগুলো সম্পর্কে শিক্ষার্থীদের জানান। বিশেষত, হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস সংক্রমণ এবং চিংড়ি চাষের ক্রমহ্রাসমান প্রবণতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
পরদিন সাতক্ষীরার মাছের বাজার পরিদর্শন করা হয়, যেখানে ভেটকি, কাও, বাইলা, বিশতারা মাছসহ হরিণা চিংড়ি, চালি চিংড়ি, গলদা ও বাগদা চিংড়ির বিভিন্ন প্রজাতি সরাসরি দেখার সুযোগ পান শিক্ষার্থীরা। তৃতীয় দিন দলটি সুন্দরবনের উদ্দেশে যাত্রা করে। দুপুর ১২টায় সুন্দরবনে পৌঁছানোর
পর আকস্মিক ঝড়-বৃষ্টি শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে ওঠে। এক ঘণ্টার বেশি সময় ধরে চলা ঝড়-বৃষ্টির পর পরিবেশ আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। কলাগাছিয়ায় পৌঁছে সেখানকার দায়িত্বরত কর্মকর্তা সুন্দরবনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং দেন।
পরদিন বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদসহ ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন করে দলটি। রাতে তারা মৎস্য গবেষণা ইনস্টিটিউট বাগেরহাটে অবস্থান নেয়। সফরের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা এল্লারচরে ফিরে এসে সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেন। যেখানে গান, নাচ ও আড্ডার মধ্য দিয়ে স্মরণীয় মুহূর্ত তৈরি হয়।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৮ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৮ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৮ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৮ দিন আগে