মুসাররাত আবির
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্ভাবনার নতুন দরজা উন্মোচন করে দিয়েছে। বিশাল তথ্যভান্ডার বিশ্লেষণ তো বটেই, এটি এখন হয়ে উঠেছে প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্র। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলাদা করে বিশ্ববিদ্যালয়ই গড়ে উঠছে পৃথিবীতে।
কেবল কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়াশোনা করার জন্য সংযুক্ত আরব আমিরাতে গড়ে উঠেছে বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশ্ববিদ্যালয়। এর নাম মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কেবল পুঁথিগত বিদ্যাচর্চা নয়, গবেষণাও করা হয়।
মানবজাতি ভবিষ্যতে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে এবং এআইয়ের সাহায্যে কীভাবে সেই সব সমস্যার সমাধান বের করা যায়, এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মূল উদ্দেশ্য তাই। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষাদান করা হয়, যাতে তাঁরা সমাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন।
যেসব বিষয় পড়া যাবে
মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে স্নাতক পর্যায়ে পড়া যায় না। পড়তে হয় স্নাতকোত্তর পর্যায়ে। এখানে পিএইচডি করার সুযোগ রয়েছে। পড়াশোনার বিষয়গুলো হলো:
সুযোগ-সুবিধা
এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা কিন্তু কেবল আরব আমিরাতের শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। পুরো বিশ্বের ৪১টি দেশের ২৭২ জন শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন। তবে ছেলেদের তুলনায় এখানে মেয়েদের অংশগ্রহণের হার বেশ কম, মাত্র ২৮ শতাংশ। এখানে অনেক শিক্ষার্থীকেই একদম বিনা মূল্যে পড়াশোনা করার সুযোগ দেওয়া হয়। সেই সঙ্গে নানান বৃত্তির ব্যবস্থা রয়েছে। টিউশন ফি মওকুফ বা ছাড়ের পাশাপাশি শিক্ষার্থীদের বাড়তি ভাতা দেওয়া হয়। এ ছাড়া নানা সুযোগ-সুবিধার মধ্যে ক্যাম্পাসের ভেতরেই থাকার ব্যবস্থা, রেসিডেন্স ভিসা, স্বাস্থ্য ভাতা ইত্যাদিও দেওয়া হয়।
স্নাতকোত্তরের শিক্ষার্থীদের ৮ হাজার দিরহাম বা প্রায় ২ লাখ ৫৬ হাজার টাকা দেওয়া হয়। আর অবিবাহিত পিএইচডি শিক্ষার্থীদের ১০ হাজার দিরহাম বা প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা ভাতা দেওয়া হয়। আর বিবাহিত শিক্ষার্থীদের দেওয়া হয় ১৫ হাজার দিরহাম বা প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।
প্রয়োজনীয় কাগজপত্র
সূত্র: বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্ভাবনার নতুন দরজা উন্মোচন করে দিয়েছে। বিশাল তথ্যভান্ডার বিশ্লেষণ তো বটেই, এটি এখন হয়ে উঠেছে প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্র। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলাদা করে বিশ্ববিদ্যালয়ই গড়ে উঠছে পৃথিবীতে।
কেবল কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়াশোনা করার জন্য সংযুক্ত আরব আমিরাতে গড়ে উঠেছে বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশ্ববিদ্যালয়। এর নাম মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কেবল পুঁথিগত বিদ্যাচর্চা নয়, গবেষণাও করা হয়।
মানবজাতি ভবিষ্যতে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে এবং এআইয়ের সাহায্যে কীভাবে সেই সব সমস্যার সমাধান বের করা যায়, এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মূল উদ্দেশ্য তাই। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষাদান করা হয়, যাতে তাঁরা সমাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন।
যেসব বিষয় পড়া যাবে
মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে স্নাতক পর্যায়ে পড়া যায় না। পড়তে হয় স্নাতকোত্তর পর্যায়ে। এখানে পিএইচডি করার সুযোগ রয়েছে। পড়াশোনার বিষয়গুলো হলো:
সুযোগ-সুবিধা
এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা কিন্তু কেবল আরব আমিরাতের শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। পুরো বিশ্বের ৪১টি দেশের ২৭২ জন শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন। তবে ছেলেদের তুলনায় এখানে মেয়েদের অংশগ্রহণের হার বেশ কম, মাত্র ২৮ শতাংশ। এখানে অনেক শিক্ষার্থীকেই একদম বিনা মূল্যে পড়াশোনা করার সুযোগ দেওয়া হয়। সেই সঙ্গে নানান বৃত্তির ব্যবস্থা রয়েছে। টিউশন ফি মওকুফ বা ছাড়ের পাশাপাশি শিক্ষার্থীদের বাড়তি ভাতা দেওয়া হয়। এ ছাড়া নানা সুযোগ-সুবিধার মধ্যে ক্যাম্পাসের ভেতরেই থাকার ব্যবস্থা, রেসিডেন্স ভিসা, স্বাস্থ্য ভাতা ইত্যাদিও দেওয়া হয়।
স্নাতকোত্তরের শিক্ষার্থীদের ৮ হাজার দিরহাম বা প্রায় ২ লাখ ৫৬ হাজার টাকা দেওয়া হয়। আর অবিবাহিত পিএইচডি শিক্ষার্থীদের ১০ হাজার দিরহাম বা প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা ভাতা দেওয়া হয়। আর বিবাহিত শিক্ষার্থীদের দেওয়া হয় ১৫ হাজার দিরহাম বা প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।
প্রয়োজনীয় কাগজপত্র
সূত্র: বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫