মমতাজ জাহান মম, ঢাকা
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগ মঞ্চস্থ করল ‘এক্সপ্লোরিং দ্য গথিক ইন লিটারেচার’ শীর্ষক ‘গথিক’ সাহিত্যের নানামুখী আয়োজন। ১১ অক্টোবর বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এআইইউবির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।
এতে বিভাগের শিক্ষার্থীরা প্রখ্যাত উপন্যাস ও কবিতার নাট্যরূপ, নাচসহ ব্যতিক্রমী বিভিন্ন বিষয় পরিবেশন করেন। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শিহাব সাকিব এবং অন্যান্য শিক্ষক।
পুরো অনুষ্ঠান উপস্থাপনায় দুজন শিক্ষার্থী জনপ্রিয় কাল্পনিক চরিত্র ‘ওয়েনেসডে এডমস’ ও ‘কাউন্ট ড্রাকুলা’রূপে মঞ্চে এসে দর্শকদের চমকে দেন। ‘গথিক’ সাহিত্যের প্রবাদপ্রতিম লেখক এডগার অ্যালেন পোর কবিতা ‘দ্য কনকিউর ওর্ম’ দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর একে একে মেরি শেলির ফ্রাংকেনস্টাইনের কিছু অংশের নাট্যরূপ, এমিলি ডিকেনসনের ‘আই ফেল্ট আ ফিউনারেল ইন মাই ব্রেইন’ আবৃত্তি করা হয়। এরপর ইংরেজি ঔপন্যাসিক শার্লট বন্ট্রির বিখ্যাত ‘জেন আইয়ার’-এর নাট্যরূপ মঞ্চায়িত হয়। অনুষ্ঠানে পর্যায়ক্রমে আরও প্রদর্শিত হয়েছে রবার্ট ব্রাউনিংয়ের কবিতা ‘পোরফাইরিয়াস লাভার’-এর বাংলা অনুবাদের নাট্যরূপ এবং স্টেফেন কিংয়ের সাইকোলজিক্যাল থ্রিলার ‘সিক্রেট উইন্ডো’। এ ছাড়া অনুষ্ঠানে ছিল একটি ভৌতিক নৃত্য পরিবেশনা।
ইংরেজি অনুষদের সহকারী অধ্যাপক শিহাব সাকিব বলেন, ‘শিক্ষার্থীদের সাহিত্যের প্রতি অনুরাগী করা এবং তাদের সৃজনশীলতার বহিঃপ্রকাশের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে এই আয়োজন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সব সময় এ ধরনের অংশগ্রহণমূলক আয়োজনকে উদ্বুদ্ধ ও পৃষ্ঠপোষকতা করে আসছে।’
অনুষ্ঠান সমাপনীতে কলাকুশলী ও স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট বিতরণ করা হয়।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগ মঞ্চস্থ করল ‘এক্সপ্লোরিং দ্য গথিক ইন লিটারেচার’ শীর্ষক ‘গথিক’ সাহিত্যের নানামুখী আয়োজন। ১১ অক্টোবর বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এআইইউবির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।
এতে বিভাগের শিক্ষার্থীরা প্রখ্যাত উপন্যাস ও কবিতার নাট্যরূপ, নাচসহ ব্যতিক্রমী বিভিন্ন বিষয় পরিবেশন করেন। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শিহাব সাকিব এবং অন্যান্য শিক্ষক।
পুরো অনুষ্ঠান উপস্থাপনায় দুজন শিক্ষার্থী জনপ্রিয় কাল্পনিক চরিত্র ‘ওয়েনেসডে এডমস’ ও ‘কাউন্ট ড্রাকুলা’রূপে মঞ্চে এসে দর্শকদের চমকে দেন। ‘গথিক’ সাহিত্যের প্রবাদপ্রতিম লেখক এডগার অ্যালেন পোর কবিতা ‘দ্য কনকিউর ওর্ম’ দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর একে একে মেরি শেলির ফ্রাংকেনস্টাইনের কিছু অংশের নাট্যরূপ, এমিলি ডিকেনসনের ‘আই ফেল্ট আ ফিউনারেল ইন মাই ব্রেইন’ আবৃত্তি করা হয়। এরপর ইংরেজি ঔপন্যাসিক শার্লট বন্ট্রির বিখ্যাত ‘জেন আইয়ার’-এর নাট্যরূপ মঞ্চায়িত হয়। অনুষ্ঠানে পর্যায়ক্রমে আরও প্রদর্শিত হয়েছে রবার্ট ব্রাউনিংয়ের কবিতা ‘পোরফাইরিয়াস লাভার’-এর বাংলা অনুবাদের নাট্যরূপ এবং স্টেফেন কিংয়ের সাইকোলজিক্যাল থ্রিলার ‘সিক্রেট উইন্ডো’। এ ছাড়া অনুষ্ঠানে ছিল একটি ভৌতিক নৃত্য পরিবেশনা।
ইংরেজি অনুষদের সহকারী অধ্যাপক শিহাব সাকিব বলেন, ‘শিক্ষার্থীদের সাহিত্যের প্রতি অনুরাগী করা এবং তাদের সৃজনশীলতার বহিঃপ্রকাশের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে এই আয়োজন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সব সময় এ ধরনের অংশগ্রহণমূলক আয়োজনকে উদ্বুদ্ধ ও পৃষ্ঠপোষকতা করে আসছে।’
অনুষ্ঠান সমাপনীতে কলাকুশলী ও স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট বিতরণ করা হয়।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫