নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) নতুন প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক নিয়োগ প্রদান করা হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ নিয়োগ প্রদান করা হয়।
এতে প্রক্টর হিসেবে দায়িত্ব পান সিকৃবির প্রাণী পুষ্টি বিভাগের অধ্যাপক ড. মো. সাদ উদ্দিন মাহফুজ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের দায়িত্ব পান বিশ্ববিদ্যালয়ের মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এম এম মাহবুব আলম।
রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশদ্বয়ে বলা হয়, তারা নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ২৩-০৩-২০২৪ তারিখ হতে কার্যকর স্বাপেক্ষে পরবর্তী দুই (০২) বছরের জন্য প্রচলিত শর্তে প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। দায়িত্ব পালনকালে তারা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
নব-নিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. সাদ উদ্দিন মাহফুজ বলেন, ‘কৃতজ্ঞতা জানাই উপাচার্য মহোদয়ের প্রতি আমাকে এই পদের জন্য যোগ্য বিবেচনা করেছেন। আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ছাত্রদের বিভিন্ন সমস্যা ও চাওয়া-পাওয়ার সাথে আগে থেকেই পরিচিত। আমি এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শিক্ষক শিক্ষক থেকে আজকে প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করব। আমি এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সকলের প্রতি আন্তরিক আহ্বান জানাব, তারা যেন আমাকে নিজ নিজ অবস্থান থেকে সার্বিকভাবে সহযোগিতা করে। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষার্থে সবাইকে সমান গুরুত্ব দিয়ে প্রক্টরিয়াল বডি কাজ করে যাবে।’
নবনিযুক্ত ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এম এম মাহবুব আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর মূলত ছাত্র সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে থাকে। আমরা ছাত্র-ছাত্রীদের নিয়মিত শিক্ষাদানের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে শিক্ষার্থীরা যেন সমান সুযোগ পায় সেই বিষয়টি খেয়াল রাখব। আমি নিজেই একজন সংস্কৃতিমনা মানুষ। আমি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক সংগঠনের (কৃষ্ণচূড়া) সভাপতির দায়িত্ব পালন করছি। আমি জানি শিক্ষার্থীদের কোন কোন বিষয়গুলো নিশ্চিত করলে তারা পড়াশোনার পাশাপাশি যোগ্য নাগরিক হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। ছাত্র নির্দেশনা দপ্তর সর্বদা ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে, তাদের যেকোনো প্রয়োজনে আমাদের পাশে পাবে।’
প্রসঙ্গত, গত ১৩ মার্চ সিকৃবির পূর্ববর্তী প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ব্যক্তিগত কারণ দেখিয়ে একসাথে পদত্যাগ করায় এই নিয়োগ প্রদান করা হয়েছে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) নতুন প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক নিয়োগ প্রদান করা হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ নিয়োগ প্রদান করা হয়।
এতে প্রক্টর হিসেবে দায়িত্ব পান সিকৃবির প্রাণী পুষ্টি বিভাগের অধ্যাপক ড. মো. সাদ উদ্দিন মাহফুজ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের দায়িত্ব পান বিশ্ববিদ্যালয়ের মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এম এম মাহবুব আলম।
রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশদ্বয়ে বলা হয়, তারা নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ২৩-০৩-২০২৪ তারিখ হতে কার্যকর স্বাপেক্ষে পরবর্তী দুই (০২) বছরের জন্য প্রচলিত শর্তে প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। দায়িত্ব পালনকালে তারা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
নব-নিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. সাদ উদ্দিন মাহফুজ বলেন, ‘কৃতজ্ঞতা জানাই উপাচার্য মহোদয়ের প্রতি আমাকে এই পদের জন্য যোগ্য বিবেচনা করেছেন। আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ছাত্রদের বিভিন্ন সমস্যা ও চাওয়া-পাওয়ার সাথে আগে থেকেই পরিচিত। আমি এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শিক্ষক শিক্ষক থেকে আজকে প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করব। আমি এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সকলের প্রতি আন্তরিক আহ্বান জানাব, তারা যেন আমাকে নিজ নিজ অবস্থান থেকে সার্বিকভাবে সহযোগিতা করে। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষার্থে সবাইকে সমান গুরুত্ব দিয়ে প্রক্টরিয়াল বডি কাজ করে যাবে।’
নবনিযুক্ত ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এম এম মাহবুব আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর মূলত ছাত্র সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে থাকে। আমরা ছাত্র-ছাত্রীদের নিয়মিত শিক্ষাদানের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে শিক্ষার্থীরা যেন সমান সুযোগ পায় সেই বিষয়টি খেয়াল রাখব। আমি নিজেই একজন সংস্কৃতিমনা মানুষ। আমি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক সংগঠনের (কৃষ্ণচূড়া) সভাপতির দায়িত্ব পালন করছি। আমি জানি শিক্ষার্থীদের কোন কোন বিষয়গুলো নিশ্চিত করলে তারা পড়াশোনার পাশাপাশি যোগ্য নাগরিক হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। ছাত্র নির্দেশনা দপ্তর সর্বদা ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে, তাদের যেকোনো প্রয়োজনে আমাদের পাশে পাবে।’
প্রসঙ্গত, গত ১৩ মার্চ সিকৃবির পূর্ববর্তী প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ব্যক্তিগত কারণ দেখিয়ে একসাথে পদত্যাগ করায় এই নিয়োগ প্রদান করা হয়েছে।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫