খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ‘এইচআরএমএএকেইউ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, ‘উচ্চশিক্ষা কেবল পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাস্তব অভিজ্ঞতা ও প্রাসঙ্গিক জ্ঞান দ্বারা সমৃদ্ধ হতে হয়। অ্যালামনাইরা তাদের কর্মক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা দিয়ে কারিকুলামকে আরও যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’
উপাচার্য আরও বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত। তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম থাকা জরুরি। এ লক্ষ্যে ট্রেসার স্টাডির মাধ্যমে একটি আধুনিক ও তথ্যসমৃদ্ধ ডেটাবেইস তৈরির কাজ চলছে, যা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনায়ও কাজে লাগবে।’
বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের সাবেক ডিন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, বর্তমান ডিন অধ্যাপক ড. মো. নূর আলম এবং এইচআরএম ডিসিপ্লিনপ্রধান প্রসেনজিৎ তরফদার। বক্তব্য দেন সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলাম ও তাসনিয়া জান্নাত।
অনুষ্ঠানে নবগঠিত অ্যালামনাই কমিটির আহ্বায়ক মো. মেহেদী হাসান মাসুদের সভাপতিত্বে অ্যাসোসিয়েশনের মিশন ও ভিশন উপস্থাপন করেন সদস্যসচিব এহসানুল হক। সূচনা বক্তব্য দেন যুগ্ম সদস্যসচিব তারিকুল ইসলাম তাজ। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, আহ্বায়ক কমিটির সদস্য ও বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ‘এইচআরএমএএকেইউ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, ‘উচ্চশিক্ষা কেবল পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাস্তব অভিজ্ঞতা ও প্রাসঙ্গিক জ্ঞান দ্বারা সমৃদ্ধ হতে হয়। অ্যালামনাইরা তাদের কর্মক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা দিয়ে কারিকুলামকে আরও যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’
উপাচার্য আরও বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত। তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম থাকা জরুরি। এ লক্ষ্যে ট্রেসার স্টাডির মাধ্যমে একটি আধুনিক ও তথ্যসমৃদ্ধ ডেটাবেইস তৈরির কাজ চলছে, যা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনায়ও কাজে লাগবে।’
বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের সাবেক ডিন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, বর্তমান ডিন অধ্যাপক ড. মো. নূর আলম এবং এইচআরএম ডিসিপ্লিনপ্রধান প্রসেনজিৎ তরফদার। বক্তব্য দেন সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলাম ও তাসনিয়া জান্নাত।
অনুষ্ঠানে নবগঠিত অ্যালামনাই কমিটির আহ্বায়ক মো. মেহেদী হাসান মাসুদের সভাপতিত্বে অ্যাসোসিয়েশনের মিশন ও ভিশন উপস্থাপন করেন সদস্যসচিব এহসানুল হক। সূচনা বক্তব্য দেন যুগ্ম সদস্যসচিব তারিকুল ইসলাম তাজ। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, আহ্বায়ক কমিটির সদস্য ও বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৭ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৭ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৭ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৭ দিন আগে