ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) ‘টেকনোক্র্যাটস ভি২’ প্রযুক্তি প্রতিযোগিতা গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ১২০ টিরও বেশি বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক এবং কলেজ থেকে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ও পেশাদারদের উপস্থিতিতে এ প্রতিযোগিতা উদ্ভাবন, সৃজনশীলতা এবং দলগত কাজের এক মঞ্চে পরিণত হয়।
অনুষ্ঠানে মোট আটটি ভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। যা প্রতিযোগীদের বিভিন্ন প্রযুক্তিগত ও উদ্যোক্তা দক্ষতার পরীক্ষা নেয়। এর মধ্যে ‘ড্রোন রেসিং চ্যালেঞ্জ’ ছিল সবচেয়ে উত্তেজনাপূর্ণ, যেখানে প্রতিযোগীরা তাদের হাতে তৈরি ড্রোন দিয়ে চ্যালেঞ্জিং পথ পাড়ি দেয়। ‘সকার বট’ যেখানে রোবটগুলো বল পাস করে এবং গোল করার জন্য প্রোগ্রাম করা হয়েছিল। সবচেয়ে চমকপ্রদ ছিল ‘ব্যাটল বট ফাইট’, যেখানে প্রতিযোগীরা তাঁদের শক্তিশালী রোবট নিয়ে প্রযুক্তি ও কৌশলের লড়াই দেখান।
আরেকটি আকর্ষণীয় সেগমেন্ট ছিল ‘লাইন ফলো-আপ’, যেখানে রোবটগুলো জটিল পথ ধরে নিখুঁতভাবে চলার দক্ষতা দেখায়। ‘প্রজেক্ট শোকেসিং’-এ উদ্ভাবকেরা তাঁদের বিভিন্ন ধারণা উপস্থাপন করে, যেমন নবায়নযোগ্য শক্তি এবং স্বাস্থ্য খাতে উদ্ভাবন। ‘বিজনেস কেস স্টাডি’ বিভাগে অংশগ্রহণকারীরা বাস্তব ব্যবসায়িক সমস্যার সৃজনশীল সমাধান প্রদান করে। ‘টেকাথন’ এবং ‘ঢাকা বিভাগীয় হ্যাকাথন’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সীমিত সময়ে প্রযুক্তিগত সমাধান এবং কার্যকর অ্যাপ্লিকেশন তৈরি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবিএটির ভাইস-চ্যান্সেলর এবং প্রোগ্রামের সভাপতি অধ্যাপক আব্দুর রব। তিনি বলেন, ‘সৃজনশীলতা এবং সুযোগ যেখানে মিলিত হয়, সেখানেই উদ্ভাবন সম্ভব। এই প্রতিযোগিতা তারই উদাহরণ।’ প্রধান অতিথি পেটেন্ট ডিজাইন এবং ট্রেডমার্ক বিভাগের মহাপরিচালক মো. মুনিম হাসান উদ্ভাবনী চিন্তাধারার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
টেকনোক্র্যাটস ভি২ প্রতিযোগিতার বিভিন্ন সেগমেন্টে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সেরা মেধাবীরা অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা প্রদর্শন করে। ড্রোন রেসিং চ্যালেঞ্জ-এ শীর্ষস্থান অর্জন করে শহীদ সোহরাওয়ার্দী কলেজ দল, দ্বিতীয় স্থান অধিকার করে ইকবাল সিদ্দিকী সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে ইউআইইউ।
সকার বট প্রতিযোগিতাতে শহীদ সোহরাওয়ার্দী কলেজ দল বিজয়ী হয়, দ্বিতীয় স্থানে থাকে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।
লাইন ফলোআপ প্রতিযোগিতাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল সেরা হয় এবং আইইউটি ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। প্রজেক্ট শোকেসিং সেগমেন্টে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় দল শীর্ষস্থান অধিকার করে। আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় এবং আইইউবি বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান দখল করে।
বিজনেস কেস স্টাডি-তে ঢাকা বিশ্ববিদ্যালয় দল শিরোপা জয় করে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আইইউটি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। টেকাথনের চ্যালেঞ্জিং পরিবেশে বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের দল বিজয়ী হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় এবং ইউআইইউ তৃতীয় স্থান অর্জন করে। ঢাকা বিভাগীয় হ্যাকাথনে আইইউটি দল শীর্ষস্থান অধিকার করে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় দ্বিতীয় এবং আইইউটি তৃতীয় স্থান অর্জন করে।
প্রতিযোগিতার শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়, যেখানে মোট ৪ লাখ ২০ হাজার টাকা পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী প্রত্যেককে সনদপত্র দেওয়া হয়।
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) ‘টেকনোক্র্যাটস ভি২’ প্রযুক্তি প্রতিযোগিতা গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ১২০ টিরও বেশি বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক এবং কলেজ থেকে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ও পেশাদারদের উপস্থিতিতে এ প্রতিযোগিতা উদ্ভাবন, সৃজনশীলতা এবং দলগত কাজের এক মঞ্চে পরিণত হয়।
অনুষ্ঠানে মোট আটটি ভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। যা প্রতিযোগীদের বিভিন্ন প্রযুক্তিগত ও উদ্যোক্তা দক্ষতার পরীক্ষা নেয়। এর মধ্যে ‘ড্রোন রেসিং চ্যালেঞ্জ’ ছিল সবচেয়ে উত্তেজনাপূর্ণ, যেখানে প্রতিযোগীরা তাদের হাতে তৈরি ড্রোন দিয়ে চ্যালেঞ্জিং পথ পাড়ি দেয়। ‘সকার বট’ যেখানে রোবটগুলো বল পাস করে এবং গোল করার জন্য প্রোগ্রাম করা হয়েছিল। সবচেয়ে চমকপ্রদ ছিল ‘ব্যাটল বট ফাইট’, যেখানে প্রতিযোগীরা তাঁদের শক্তিশালী রোবট নিয়ে প্রযুক্তি ও কৌশলের লড়াই দেখান।
আরেকটি আকর্ষণীয় সেগমেন্ট ছিল ‘লাইন ফলো-আপ’, যেখানে রোবটগুলো জটিল পথ ধরে নিখুঁতভাবে চলার দক্ষতা দেখায়। ‘প্রজেক্ট শোকেসিং’-এ উদ্ভাবকেরা তাঁদের বিভিন্ন ধারণা উপস্থাপন করে, যেমন নবায়নযোগ্য শক্তি এবং স্বাস্থ্য খাতে উদ্ভাবন। ‘বিজনেস কেস স্টাডি’ বিভাগে অংশগ্রহণকারীরা বাস্তব ব্যবসায়িক সমস্যার সৃজনশীল সমাধান প্রদান করে। ‘টেকাথন’ এবং ‘ঢাকা বিভাগীয় হ্যাকাথন’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সীমিত সময়ে প্রযুক্তিগত সমাধান এবং কার্যকর অ্যাপ্লিকেশন তৈরি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবিএটির ভাইস-চ্যান্সেলর এবং প্রোগ্রামের সভাপতি অধ্যাপক আব্দুর রব। তিনি বলেন, ‘সৃজনশীলতা এবং সুযোগ যেখানে মিলিত হয়, সেখানেই উদ্ভাবন সম্ভব। এই প্রতিযোগিতা তারই উদাহরণ।’ প্রধান অতিথি পেটেন্ট ডিজাইন এবং ট্রেডমার্ক বিভাগের মহাপরিচালক মো. মুনিম হাসান উদ্ভাবনী চিন্তাধারার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
টেকনোক্র্যাটস ভি২ প্রতিযোগিতার বিভিন্ন সেগমেন্টে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সেরা মেধাবীরা অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা প্রদর্শন করে। ড্রোন রেসিং চ্যালেঞ্জ-এ শীর্ষস্থান অর্জন করে শহীদ সোহরাওয়ার্দী কলেজ দল, দ্বিতীয় স্থান অধিকার করে ইকবাল সিদ্দিকী সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে ইউআইইউ।
সকার বট প্রতিযোগিতাতে শহীদ সোহরাওয়ার্দী কলেজ দল বিজয়ী হয়, দ্বিতীয় স্থানে থাকে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।
লাইন ফলোআপ প্রতিযোগিতাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল সেরা হয় এবং আইইউটি ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। প্রজেক্ট শোকেসিং সেগমেন্টে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় দল শীর্ষস্থান অধিকার করে। আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় এবং আইইউবি বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান দখল করে।
বিজনেস কেস স্টাডি-তে ঢাকা বিশ্ববিদ্যালয় দল শিরোপা জয় করে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আইইউটি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। টেকাথনের চ্যালেঞ্জিং পরিবেশে বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের দল বিজয়ী হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় এবং ইউআইইউ তৃতীয় স্থান অর্জন করে। ঢাকা বিভাগীয় হ্যাকাথনে আইইউটি দল শীর্ষস্থান অধিকার করে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় দ্বিতীয় এবং আইইউটি তৃতীয় স্থান অর্জন করে।
প্রতিযোগিতার শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়, যেখানে মোট ৪ লাখ ২০ হাজার টাকা পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী প্রত্যেককে সনদপত্র দেওয়া হয়।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫