বিজ্ঞপ্তি
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। ধর্মীয় রীতি অনুসারে বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়।
গতকাল সোমবার সকালে দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি আজিম উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
শুভেচ্ছা বক্তব্যে অধ্যাপক আবদুর রব খান বলেন, ‘এই পূজা আমাদের প্রতিষ্ঠানের অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন। এনএসইউতে ভিন্ন সংস্কৃতি ও ধর্মের শিক্ষার্থীরা একসঙ্গে সমাজ ও দেশের অগ্রগতিতে অবদান রাখতে পারে।’
প্রধান অতিথি বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘একটি সুন্দর সমাজ গঠনের জন্য ধর্মবর্ণ-নির্বিশেষে সবাইকে সম্প্রীতি বজায় রাখতে হবে। পাশাপাশি জ্ঞান ও মানবিকতাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে।’
উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি অসাম্প্রদায়িক চেতনা লালন করে, যেখানে সব ধর্ম ও সংস্কৃতির মানুষ মিলেমিশে একটি পরিবার হয়ে ওঠে।’
সন্ধ্যায় আরতির মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। এ সময় বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা সরস্বতী দেবীর আশীর্বাদ লাভের জন্য প্রার্থনা করেন।
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। ধর্মীয় রীতি অনুসারে বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়।
গতকাল সোমবার সকালে দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি আজিম উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
শুভেচ্ছা বক্তব্যে অধ্যাপক আবদুর রব খান বলেন, ‘এই পূজা আমাদের প্রতিষ্ঠানের অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন। এনএসইউতে ভিন্ন সংস্কৃতি ও ধর্মের শিক্ষার্থীরা একসঙ্গে সমাজ ও দেশের অগ্রগতিতে অবদান রাখতে পারে।’
প্রধান অতিথি বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘একটি সুন্দর সমাজ গঠনের জন্য ধর্মবর্ণ-নির্বিশেষে সবাইকে সম্প্রীতি বজায় রাখতে হবে। পাশাপাশি জ্ঞান ও মানবিকতাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে।’
উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি অসাম্প্রদায়িক চেতনা লালন করে, যেখানে সব ধর্ম ও সংস্কৃতির মানুষ মিলেমিশে একটি পরিবার হয়ে ওঠে।’
সন্ধ্যায় আরতির মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। এ সময় বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা সরস্বতী দেবীর আশীর্বাদ লাভের জন্য প্রার্থনা করেন।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৮ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৮ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৮ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৮ দিন আগে