‘পুরানো সেই দিনের কথা/ভুলবি কি রে হায়/ও সে চোখের দেখা/প্রাণের কথা-সে কি ভোলা যায়?’ রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান সাবেক শিক্ষার্থীদের কণ্ঠে মুখরিত ছিল ঢাকার দক্ষিণ পূর্বাচলে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের পুনর্মিলনী অনুষ্ঠান। গতকাল শুক্রবার ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের মধ্যে হাসি, আনন্দ, স্মৃতিচারণ, আড্ডা ও কোলাহলে মুখর হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পুরোনো বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগ-আপ্লুত হন। চলে পরস্পরের কুশল বিনিময়।
‘টাইম মার্চেস অন বাট মেমোরিজ স্টে’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে গতকাল সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে কেক কেটে পুনর্মিলনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল অতিথিদের আলোচনা ও সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ। দ্বিতীয় পর্বে ছিল ফটোসেশন, স্পোর্টস, র্যাফেল ড্রসহ বিভিন্ন জমকালো আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিস্ট্রার-ব্রিগেডিয়ার জেনারেল মো. জামাল হোসেন ও কোষাধ্যক্ষ মো. হাসান কাওসার। অতিথি ছিলেন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এএমএম হামিদুর রহমান ও তৌহিদা ইয়াসমিন হুমায়রা। বিভাগের উপদেষ্টা সাইদুর রহমানের স্বাগত বক্তব্য দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে তিনি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তুলে ধরেন। সাবেকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন মোকাম্মল হোসেন নবীন।
দিনব্যাপী আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের পাশাপাশি অনুষ্ঠানের সমাপনী পর্বে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে মঞ্চ মাতিয়ে তোলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নয়ন সাঈদ জীবন ও তাঁর ব্যান্ড রোমিও ব্রাদার্স। এ ছাড়া র্যাফেল ড্র, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন জমকালো আয়োজন ও প্রায় ২০০ শিক্ষার্থীর সমাগমে পুনর্মিলনী আয়োজন হয়ে উঠেছিল প্রাণবন্ত।
ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের বিভাগীয় প্রধান সাদাত হাসানের কৃতজ্ঞতা জ্ঞাপনসূচক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘোষিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোকাম্মেল হোসেন নবীন।
‘পুরানো সেই দিনের কথা/ভুলবি কি রে হায়/ও সে চোখের দেখা/প্রাণের কথা-সে কি ভোলা যায়?’ রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান সাবেক শিক্ষার্থীদের কণ্ঠে মুখরিত ছিল ঢাকার দক্ষিণ পূর্বাচলে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের পুনর্মিলনী অনুষ্ঠান। গতকাল শুক্রবার ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের মধ্যে হাসি, আনন্দ, স্মৃতিচারণ, আড্ডা ও কোলাহলে মুখর হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পুরোনো বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগ-আপ্লুত হন। চলে পরস্পরের কুশল বিনিময়।
‘টাইম মার্চেস অন বাট মেমোরিজ স্টে’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে গতকাল সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে কেক কেটে পুনর্মিলনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল অতিথিদের আলোচনা ও সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ। দ্বিতীয় পর্বে ছিল ফটোসেশন, স্পোর্টস, র্যাফেল ড্রসহ বিভিন্ন জমকালো আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিস্ট্রার-ব্রিগেডিয়ার জেনারেল মো. জামাল হোসেন ও কোষাধ্যক্ষ মো. হাসান কাওসার। অতিথি ছিলেন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এএমএম হামিদুর রহমান ও তৌহিদা ইয়াসমিন হুমায়রা। বিভাগের উপদেষ্টা সাইদুর রহমানের স্বাগত বক্তব্য দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে তিনি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তুলে ধরেন। সাবেকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন মোকাম্মল হোসেন নবীন।
দিনব্যাপী আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের পাশাপাশি অনুষ্ঠানের সমাপনী পর্বে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে মঞ্চ মাতিয়ে তোলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নয়ন সাঈদ জীবন ও তাঁর ব্যান্ড রোমিও ব্রাদার্স। এ ছাড়া র্যাফেল ড্র, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন জমকালো আয়োজন ও প্রায় ২০০ শিক্ষার্থীর সমাগমে পুনর্মিলনী আয়োজন হয়ে উঠেছিল প্রাণবন্ত।
ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের বিভাগীয় প্রধান সাদাত হাসানের কৃতজ্ঞতা জ্ঞাপনসূচক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘোষিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোকাম্মেল হোসেন নবীন।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৯ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৯ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৯ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৯ দিন আগে