দিবারুল ইসলাম দ্বীপ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা–২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত ছেলেদের গ্রুপে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে ২–১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইংরেজি বিভাগ।
বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলায় উপস্থিত থেকে দলগুলোকে উৎসাহিত করেন। ম্যাচ শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেলসহ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
খেলায় প্রথম সেটে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ জয়ী হয়। পরবর্তী সেটে জয় ছিনিয়ে এনে ঘুরে দাড়ায় ইংরেজি বিভাগ। শেষ সেটে দুই দলের দুর্দান্ত পারফরমেন্সে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হয় ইংরেজি বিভাগ। প্রথমবারের মতো আন্তঃবিভাগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আনন্দের উচ্ছ্বাস বয়ে গেছে ইংরেজি বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সকল কর্মকর্তা কর্মচারীর মধ্যে।
চ্যাম্পিয়ন টিমের সদস্যবৃন্দ হলেন: অনিন্দ্য (সাবেক ক্যাপ্টেন), জাকের (ক্যাপ্টেন), মাসুম (ভাইস-ক্যাপ্টেন), ইমন, মারুফ, মহান, জুবায়ের, মাহাদি, সোহান, ইলিয়াস, মুরাদ, মনি।
বিজয় নিয়ে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. মোহসীন রেজা জানান, প্রতিটি খেলায় জয় ও পরাজয় আছে। দুটোর মধ্যেই সম্মান রয়েছে। আজকের খেলাটা শুরু থেকেই উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর ছিল। আমাদের ইংরেজি বিভাগের ছেলেরা খুবই কৌশলের সঙ্গে খেলেছে। প্রথম সেটে হেরে যাওয়ার পর তাদের মনোবল ধরে রাখতে আমরা উৎসাহ দেয়ার চেষ্টা করেছি। তারা ঘুরে দাঁড়িয়েছে এবং সফল হয়েছে। এমন গৌরব অর্জন করায় আমরা সবাই অত্যন্ত খুশি।
চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন আলি জাকের নিরব জানান, এই জয়টা বহুল প্রতীক্ষিত একটা জয়। প্রথম ব্যাচ থেকে শুরু করে প্রতিটা ব্যাচ ডিপার্টমেন্টকে একটি ট্রফি এনে দিতে অনেক চেষ্টা করেছে। ফাইনালি এমন একটা থ্রিলিং ম্যাচ থেকে চ্যাম্পিয়ন ট্রফি জয় করা প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক গৌরবের। আমরা প্রতিটা প্লেয়ার আল্লাহর উপর ভরসা করে মাঠে নেমেছিলাম।
উল্লেখ্য, বিইউপি আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা গত ১৫ মে শুরু হয়। ফাইনাল খেলায় ছাত্রদের গ্রুপে ইংরেজি বিভাগের চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ছাত্রীদের গ্রুপে লোকপ্রশাসন বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উন্নয়ন অধ্যয়ন বিভাগ।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা–২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত ছেলেদের গ্রুপে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে ২–১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইংরেজি বিভাগ।
বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলায় উপস্থিত থেকে দলগুলোকে উৎসাহিত করেন। ম্যাচ শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেলসহ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
খেলায় প্রথম সেটে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ জয়ী হয়। পরবর্তী সেটে জয় ছিনিয়ে এনে ঘুরে দাড়ায় ইংরেজি বিভাগ। শেষ সেটে দুই দলের দুর্দান্ত পারফরমেন্সে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হয় ইংরেজি বিভাগ। প্রথমবারের মতো আন্তঃবিভাগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আনন্দের উচ্ছ্বাস বয়ে গেছে ইংরেজি বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সকল কর্মকর্তা কর্মচারীর মধ্যে।
চ্যাম্পিয়ন টিমের সদস্যবৃন্দ হলেন: অনিন্দ্য (সাবেক ক্যাপ্টেন), জাকের (ক্যাপ্টেন), মাসুম (ভাইস-ক্যাপ্টেন), ইমন, মারুফ, মহান, জুবায়ের, মাহাদি, সোহান, ইলিয়াস, মুরাদ, মনি।
বিজয় নিয়ে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. মোহসীন রেজা জানান, প্রতিটি খেলায় জয় ও পরাজয় আছে। দুটোর মধ্যেই সম্মান রয়েছে। আজকের খেলাটা শুরু থেকেই উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর ছিল। আমাদের ইংরেজি বিভাগের ছেলেরা খুবই কৌশলের সঙ্গে খেলেছে। প্রথম সেটে হেরে যাওয়ার পর তাদের মনোবল ধরে রাখতে আমরা উৎসাহ দেয়ার চেষ্টা করেছি। তারা ঘুরে দাঁড়িয়েছে এবং সফল হয়েছে। এমন গৌরব অর্জন করায় আমরা সবাই অত্যন্ত খুশি।
চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন আলি জাকের নিরব জানান, এই জয়টা বহুল প্রতীক্ষিত একটা জয়। প্রথম ব্যাচ থেকে শুরু করে প্রতিটা ব্যাচ ডিপার্টমেন্টকে একটি ট্রফি এনে দিতে অনেক চেষ্টা করেছে। ফাইনালি এমন একটা থ্রিলিং ম্যাচ থেকে চ্যাম্পিয়ন ট্রফি জয় করা প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক গৌরবের। আমরা প্রতিটা প্লেয়ার আল্লাহর উপর ভরসা করে মাঠে নেমেছিলাম।
উল্লেখ্য, বিইউপি আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা গত ১৫ মে শুরু হয়। ফাইনাল খেলায় ছাত্রদের গ্রুপে ইংরেজি বিভাগের চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ছাত্রীদের গ্রুপে লোকপ্রশাসন বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উন্নয়ন অধ্যয়ন বিভাগ।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫