সাব্বির হোসেন
একটা সময় ছিল, যখন ‘পাঠশালা’ শব্দটির মানেই ছিল একটি নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে শিক্ষকের মুখনিঃসৃত জ্ঞান শ্রবণ করা। সময়ের পরিক্রমায় সেই ধারণা বদলেছে। শুধু বদলানো নয়, ২১০০ শতকের প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষা গ্রহণের সংজ্ঞাই যেন পাল্টে গেছে। এখন আর শিক্ষা কেবল ক্লাসরুম কিংবা লাইব্রেরিতে সীমাবদ্ধ নয়। মোবাইল, ল্যাপটপ কিংবা ট্যাবলেট—এই প্রযুক্তিপণ্যগুলো হয়ে উঠেছে আধুনিক শিক্ষার্থীর শ্রেষ্ঠ পাঠসঙ্গী।
বর্তমান সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মের উত্থান। পৃথিবীর যেকোনো প্রান্তে বসেই এখন একজন শিক্ষার্থী পেতে পারেন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের কোর্স, গবেষণাপত্র কিংবা সহপাঠীর সঙ্গে বিনিময় করার সুযোগ। এই রূপান্তরের অগ্রদূত হিসেবে যেসব অনলাইন প্ল্যাটফর্ম উল্লেখযোগ্য ভূমিকা রাখছে, এমনই ৩টি প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব।
স্ক্রিবড
বর্তমানে পৃথিবীতে এমন অনেকেই আছেন, যাঁরা বই পড়তে ভালোবাসেন। অথচ চাইলেই কাঙ্ক্ষিত বইটি সংগ্রহে রাখতে পারেন না। Scribd ঠিক সেই চাহিদা পূরণ করতে এসেছে। এটি একটি সাবস্ক্রিপশনভিত্তিক ডিজিটাল লাইব্রেরি, যেখানে লাখ লাখ বই, অডিও বুক, ম্যাগাজিন ও গবেষণাপত্র মিলছে একসঙ্গে সাহিত্যপ্রেমী, গবেষক, ব্যবসায়ী কিংবা সাধারণ পাঠক—সবার প্রয়োজনের কথা ভেবে সাজানো হয়েছে এর বিশাল সংগ্রহ।
সাহিত্য থেকে বিজ্ঞানের কঠিন তত্ত্ব, ইতিহাস থেকে অর্থনীতির বিশ্লেষণ—সবকিছু এখানে সাশ্রয়ী মূল্যে সহজে পাওয়া যায়। যে কেউ চাইলেই মোবাইল ফোনে ডাউনলোড করে অফলাইনে পড়তে পারেন। এটি শিক্ষার্থীদের সময় ও অর্থ—দুটোই সাশ্রয় করে এবং এক জায়গায় থেকে পৃথিবীর জ্ঞানভান্ডারে প্রবেশের সুযোগ করে দেয়।
একাডেমিয়া.ইডিইউ
গবেষণা কেবল একা কাজ করার বিষয় নয়, বরং এটি একটি ধারাবাহিক আলোচনার প্রক্রিয়া। আর Academia. edu সেই আলোচনার ভার্চুয়াল প্ল্যাটফর্ম। এটি এমন একটি ওয়েবসাইট যেখানে গবেষকেরা তাঁদের নিজস্ব গবেষণাপত্র প্রকাশ করতে পারেন। অন্য গবেষকদের কাজ পড়তে পারেন, এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে জ্ঞানকে আরও গভীর করতে পারেন।
বিশ্বের বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষার্থীরা—এই প্ল্যাটফর্মে সংযুক্ত থেকে তৈরি করছে এক বৈশ্বিক গবেষণা-কমিউনিটি। এখানে শিক্ষার্থীরা তাঁদের আগ্রহের বিষয় অনুসারে নতুন গবেষণার ট্রেন্ড, পদ্ধতি ও ফলাফল জানতে পারছেন খুব সহজে। একাডেমিক নেটওয়ার্কিংয়ের জন্য এটি এক অনন্য সুযোগ।
স্টুডোকু
প্রতিটি শিক্ষার্থীর পড়াশোনার ধরন আলাদা। কেউ হয়তো লেকচার শুনে ভালো বোঝেন, কেউ আবার নিজের তৈরি করা সংক্ষিপ্ত নোট পড়লে বেশি মনে রাখতে পারেন। এই স্বতন্ত্র শিক্ষাপদ্ধতির চর্চাকে মূলধারা হিসেবে গ্রহণ করেছে Studocu। এখানে শিক্ষার্থীরা নিজেদের ক্লাস নোট, প্রশ্নপত্র, লেকচার স্লাইড ও অন্যান্য কোর্স ম্যাটেরিয়াল আপলোড করে এবং বিনা মূল্যে অন্যদের সেসব পড়তে দেয়।
এই প্ল্যাটফর্মে একে অপরের অভিজ্ঞতা ও রিসোর্স ভাগ করে নেয়। ফলে গড়ে ওঠে এক সহযোগিতামূলক শেখার সংস্কৃতি। এটি শুধু সাহায্য নেওয়ার জায়গা নয়, বরং নিজের শেখা অন্যদের উপকারে লাগানোর একটি উদ্যোগ। বিশ্বের লাখো শিক্ষার্থী এখানে যুক্ত হয়ে তৈরি করেছে এক শক্তিশালী সহপাঠ কমিউনিটি।
একটা সময় ছিল, যখন ‘পাঠশালা’ শব্দটির মানেই ছিল একটি নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে শিক্ষকের মুখনিঃসৃত জ্ঞান শ্রবণ করা। সময়ের পরিক্রমায় সেই ধারণা বদলেছে। শুধু বদলানো নয়, ২১০০ শতকের প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষা গ্রহণের সংজ্ঞাই যেন পাল্টে গেছে। এখন আর শিক্ষা কেবল ক্লাসরুম কিংবা লাইব্রেরিতে সীমাবদ্ধ নয়। মোবাইল, ল্যাপটপ কিংবা ট্যাবলেট—এই প্রযুক্তিপণ্যগুলো হয়ে উঠেছে আধুনিক শিক্ষার্থীর শ্রেষ্ঠ পাঠসঙ্গী।
বর্তমান সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মের উত্থান। পৃথিবীর যেকোনো প্রান্তে বসেই এখন একজন শিক্ষার্থী পেতে পারেন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের কোর্স, গবেষণাপত্র কিংবা সহপাঠীর সঙ্গে বিনিময় করার সুযোগ। এই রূপান্তরের অগ্রদূত হিসেবে যেসব অনলাইন প্ল্যাটফর্ম উল্লেখযোগ্য ভূমিকা রাখছে, এমনই ৩টি প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব।
স্ক্রিবড
বর্তমানে পৃথিবীতে এমন অনেকেই আছেন, যাঁরা বই পড়তে ভালোবাসেন। অথচ চাইলেই কাঙ্ক্ষিত বইটি সংগ্রহে রাখতে পারেন না। Scribd ঠিক সেই চাহিদা পূরণ করতে এসেছে। এটি একটি সাবস্ক্রিপশনভিত্তিক ডিজিটাল লাইব্রেরি, যেখানে লাখ লাখ বই, অডিও বুক, ম্যাগাজিন ও গবেষণাপত্র মিলছে একসঙ্গে সাহিত্যপ্রেমী, গবেষক, ব্যবসায়ী কিংবা সাধারণ পাঠক—সবার প্রয়োজনের কথা ভেবে সাজানো হয়েছে এর বিশাল সংগ্রহ।
সাহিত্য থেকে বিজ্ঞানের কঠিন তত্ত্ব, ইতিহাস থেকে অর্থনীতির বিশ্লেষণ—সবকিছু এখানে সাশ্রয়ী মূল্যে সহজে পাওয়া যায়। যে কেউ চাইলেই মোবাইল ফোনে ডাউনলোড করে অফলাইনে পড়তে পারেন। এটি শিক্ষার্থীদের সময় ও অর্থ—দুটোই সাশ্রয় করে এবং এক জায়গায় থেকে পৃথিবীর জ্ঞানভান্ডারে প্রবেশের সুযোগ করে দেয়।
একাডেমিয়া.ইডিইউ
গবেষণা কেবল একা কাজ করার বিষয় নয়, বরং এটি একটি ধারাবাহিক আলোচনার প্রক্রিয়া। আর Academia. edu সেই আলোচনার ভার্চুয়াল প্ল্যাটফর্ম। এটি এমন একটি ওয়েবসাইট যেখানে গবেষকেরা তাঁদের নিজস্ব গবেষণাপত্র প্রকাশ করতে পারেন। অন্য গবেষকদের কাজ পড়তে পারেন, এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে জ্ঞানকে আরও গভীর করতে পারেন।
বিশ্বের বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষার্থীরা—এই প্ল্যাটফর্মে সংযুক্ত থেকে তৈরি করছে এক বৈশ্বিক গবেষণা-কমিউনিটি। এখানে শিক্ষার্থীরা তাঁদের আগ্রহের বিষয় অনুসারে নতুন গবেষণার ট্রেন্ড, পদ্ধতি ও ফলাফল জানতে পারছেন খুব সহজে। একাডেমিক নেটওয়ার্কিংয়ের জন্য এটি এক অনন্য সুযোগ।
স্টুডোকু
প্রতিটি শিক্ষার্থীর পড়াশোনার ধরন আলাদা। কেউ হয়তো লেকচার শুনে ভালো বোঝেন, কেউ আবার নিজের তৈরি করা সংক্ষিপ্ত নোট পড়লে বেশি মনে রাখতে পারেন। এই স্বতন্ত্র শিক্ষাপদ্ধতির চর্চাকে মূলধারা হিসেবে গ্রহণ করেছে Studocu। এখানে শিক্ষার্থীরা নিজেদের ক্লাস নোট, প্রশ্নপত্র, লেকচার স্লাইড ও অন্যান্য কোর্স ম্যাটেরিয়াল আপলোড করে এবং বিনা মূল্যে অন্যদের সেসব পড়তে দেয়।
এই প্ল্যাটফর্মে একে অপরের অভিজ্ঞতা ও রিসোর্স ভাগ করে নেয়। ফলে গড়ে ওঠে এক সহযোগিতামূলক শেখার সংস্কৃতি। এটি শুধু সাহায্য নেওয়ার জায়গা নয়, বরং নিজের শেখা অন্যদের উপকারে লাগানোর একটি উদ্যোগ। বিশ্বের লাখো শিক্ষার্থী এখানে যুক্ত হয়ে তৈরি করেছে এক শক্তিশালী সহপাঠ কমিউনিটি।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
২৩ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
২৩ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
২৩ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
২৩ দিন আগে