সাব্বির হোসেন
গবেষণা একটি সৃজনশীল ও কাঠামোগত প্রক্রিয়া। গবেষণার মান নির্ভর করে সঠিক ডেটা অ্যানালাইসিসের ওপর। সঠিক বিশ্লেষণ শুধু গবেষণার ফলকে গ্রহণযোগ্য করে তোলে না, বরং এটি একটি শক্তিশালী গবেষণার ভিত্তি হিসেবে কাজ করে। বর্তমান সময়ে গবেষণায় বিভিন্ন ডেটা অ্যানালাইসিস টুলস ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। সবচেয়ে কার্যকর এবং জনপ্রিয় কিছু ডেটা অ্যানালাইসিস টুল নিয়ে থাকছে আজকের আলোচনায়।
এসপিএসএস
এসপিএসএস হলো সামাজিক বিজ্ঞান গবেষণার জন্য বিশেষভাবে তৈরি একটি সফটওয়্যার। ডেটা ম্যানেজমেন্ট, পরিসংখ্যান বিশ্লেষণ এবং বিভিন্ন ধরনের গ্রাফ ও চার্ট তৈরিতে এটি অত্যন্ত কার্যকর। এটির ব্যবহার সহজ হওয়ায় শিক্ষার্থী এবং পেশাদার গবেষকদের কাছে খুব জনপ্রিয়। এটি সামাজিক গবেষণা এবং শিক্ষা ও স্বাস্থ্য গবেষণায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
‘আর’ প্রোগ্রামিং
‘আর’ একটি ওপেন-সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি পরিসংখ্যান বিশ্লেষণ এবং গ্রাফিকস তৈরিতে ব্যবহৃত হয়। এর অগণিত প্যাকেজ এবং লাইব্রেরি গবেষকদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেছে। বড় ডেটাসেট বিশ্লেষণ এবং মেশিন লার্নিং গবেষণায় এটি অত্যন্ত কার্যকর।
পাইথন
পাইথন শুধু একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি একটি শক্তিশালী ডেটা অ্যানালাইসিস টুলও। Pandas, NumPy, SciPy-এর মতো লাইব্রেরি এবং Matplotlib, Seaborn-এর মতো ভিজ্যুয়ালাইজেশন টুল গবেষণাকে আরও আকর্ষণীয় করে তোলে। এটি মেশিন লার্নিং গবেষণা, অর্থনীতি ও ব্যবসায় গবেষণায় ব্যবহৃত হয়।
স্টাটা
স্টাটা হলো একটি ব্যবহারবান্ধব পরিসংখ্যান সফটওয়্যার যা বিশেষ করে সামাজিক বিজ্ঞান ও অর্থনীতির গবেষণায় ব্যবহৃত হয়। এটি টেবিল এবং গ্রাফ তৈরিতে দক্ষ এবং সহজ ইন্টারফেসের কারণে গবেষকদের কাছে বেশ জনপ্রিয়।
এমএস এক্সেল
এমএস এক্সেল সাধারণত ছোট ডেটাসেট বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। এটি পিভট টেবিল, চার্ট এবং সহজ গণনা পরিচালনায় দক্ষ। প্রাথমিক এবং শিক্ষামূলক গবেষণার ক্ষেত্রে এটি একটি সহজ ও কার্যকর মাধ্যম।
মিনিট্যাব
মিনিট্যাব এবং জেএএসপি হলো এমন দুটি টুল যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক। মিনিট্যাব ডেটা অ্যানালাইসিসের পাশাপাশি চার্ট এবং গ্রাফ তৈরিতে দক্ষ। অন্যদিকে জেএএসপি হলো একটি ফ্রি ওপেন-সোর্স টুল যা সহজেই পরিসংখ্যান বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়।
এসএএস
এসএএস একটি শক্তিশালী সফটওয়্যার যা উন্নত ডেটা অ্যানালাইসিস, ব্যবসায়িক বুদ্ধিমত্তা এবং ডেটা ম্যানেজমেন্টের জন্য ব্যবহৃত হয়। এটি জটিল বিশ্লেষণ পরিচালনা এবং বড় আকারের ডেটাসেট ম্যানেজ করতে অত্যন্ত দক্ষ। গবেষণা, স্বাস্থ্যসেবা এবং করপোরেট সেক্টরে এর ব্যবহার খুবই জনপ্রিয়।
ম্যাটল্যাব
ম্যাটল্যাব একটি বিশেষায়িত সফটওয়্যার যা সংখ্যাতাত্ত্বিক গণনা, সিমুলেশন এবং ডেটা ভিজ্যুয়ালাইজেশনের জন্য ব্যবহৃত হয়। এটি ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞানসহ অন্যান্য প্রযুক্তিগত গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাটল্যাবের সাহায্যে ব্যবহারকারীরা দ্রুত জটিল গাণিতিক সমস্যা সমাধান করতে পারে এবং ডেটার চিত্রায়ণ করতে পারে।
গবেষণার গুণগত মান উন্নত করার জন্য সঠিক টুল নির্বাচন অপরিহার্য। প্রতিটি টুলের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা গবেষণার বিভিন্ন প্রয়োজন পূরণ করে। তাই গবেষকদের উচিত তাদের কাজের প্রকৃতি এবং ডেটার ধরন অনুযায়ী সঠিক টুল বেছে নেওয়া।
গবেষণা একটি সৃজনশীল ও কাঠামোগত প্রক্রিয়া। গবেষণার মান নির্ভর করে সঠিক ডেটা অ্যানালাইসিসের ওপর। সঠিক বিশ্লেষণ শুধু গবেষণার ফলকে গ্রহণযোগ্য করে তোলে না, বরং এটি একটি শক্তিশালী গবেষণার ভিত্তি হিসেবে কাজ করে। বর্তমান সময়ে গবেষণায় বিভিন্ন ডেটা অ্যানালাইসিস টুলস ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। সবচেয়ে কার্যকর এবং জনপ্রিয় কিছু ডেটা অ্যানালাইসিস টুল নিয়ে থাকছে আজকের আলোচনায়।
এসপিএসএস
এসপিএসএস হলো সামাজিক বিজ্ঞান গবেষণার জন্য বিশেষভাবে তৈরি একটি সফটওয়্যার। ডেটা ম্যানেজমেন্ট, পরিসংখ্যান বিশ্লেষণ এবং বিভিন্ন ধরনের গ্রাফ ও চার্ট তৈরিতে এটি অত্যন্ত কার্যকর। এটির ব্যবহার সহজ হওয়ায় শিক্ষার্থী এবং পেশাদার গবেষকদের কাছে খুব জনপ্রিয়। এটি সামাজিক গবেষণা এবং শিক্ষা ও স্বাস্থ্য গবেষণায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
‘আর’ প্রোগ্রামিং
‘আর’ একটি ওপেন-সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি পরিসংখ্যান বিশ্লেষণ এবং গ্রাফিকস তৈরিতে ব্যবহৃত হয়। এর অগণিত প্যাকেজ এবং লাইব্রেরি গবেষকদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেছে। বড় ডেটাসেট বিশ্লেষণ এবং মেশিন লার্নিং গবেষণায় এটি অত্যন্ত কার্যকর।
পাইথন
পাইথন শুধু একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি একটি শক্তিশালী ডেটা অ্যানালাইসিস টুলও। Pandas, NumPy, SciPy-এর মতো লাইব্রেরি এবং Matplotlib, Seaborn-এর মতো ভিজ্যুয়ালাইজেশন টুল গবেষণাকে আরও আকর্ষণীয় করে তোলে। এটি মেশিন লার্নিং গবেষণা, অর্থনীতি ও ব্যবসায় গবেষণায় ব্যবহৃত হয়।
স্টাটা
স্টাটা হলো একটি ব্যবহারবান্ধব পরিসংখ্যান সফটওয়্যার যা বিশেষ করে সামাজিক বিজ্ঞান ও অর্থনীতির গবেষণায় ব্যবহৃত হয়। এটি টেবিল এবং গ্রাফ তৈরিতে দক্ষ এবং সহজ ইন্টারফেসের কারণে গবেষকদের কাছে বেশ জনপ্রিয়।
এমএস এক্সেল
এমএস এক্সেল সাধারণত ছোট ডেটাসেট বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। এটি পিভট টেবিল, চার্ট এবং সহজ গণনা পরিচালনায় দক্ষ। প্রাথমিক এবং শিক্ষামূলক গবেষণার ক্ষেত্রে এটি একটি সহজ ও কার্যকর মাধ্যম।
মিনিট্যাব
মিনিট্যাব এবং জেএএসপি হলো এমন দুটি টুল যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক। মিনিট্যাব ডেটা অ্যানালাইসিসের পাশাপাশি চার্ট এবং গ্রাফ তৈরিতে দক্ষ। অন্যদিকে জেএএসপি হলো একটি ফ্রি ওপেন-সোর্স টুল যা সহজেই পরিসংখ্যান বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়।
এসএএস
এসএএস একটি শক্তিশালী সফটওয়্যার যা উন্নত ডেটা অ্যানালাইসিস, ব্যবসায়িক বুদ্ধিমত্তা এবং ডেটা ম্যানেজমেন্টের জন্য ব্যবহৃত হয়। এটি জটিল বিশ্লেষণ পরিচালনা এবং বড় আকারের ডেটাসেট ম্যানেজ করতে অত্যন্ত দক্ষ। গবেষণা, স্বাস্থ্যসেবা এবং করপোরেট সেক্টরে এর ব্যবহার খুবই জনপ্রিয়।
ম্যাটল্যাব
ম্যাটল্যাব একটি বিশেষায়িত সফটওয়্যার যা সংখ্যাতাত্ত্বিক গণনা, সিমুলেশন এবং ডেটা ভিজ্যুয়ালাইজেশনের জন্য ব্যবহৃত হয়। এটি ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞানসহ অন্যান্য প্রযুক্তিগত গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাটল্যাবের সাহায্যে ব্যবহারকারীরা দ্রুত জটিল গাণিতিক সমস্যা সমাধান করতে পারে এবং ডেটার চিত্রায়ণ করতে পারে।
গবেষণার গুণগত মান উন্নত করার জন্য সঠিক টুল নির্বাচন অপরিহার্য। প্রতিটি টুলের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা গবেষণার বিভিন্ন প্রয়োজন পূরণ করে। তাই গবেষকদের উচিত তাদের কাজের প্রকৃতি এবং ডেটার ধরন অনুযায়ী সঠিক টুল বেছে নেওয়া।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫