ময়মনসিংহ প্রতিনিধি
দীর্ঘ ১৮ মাস পর স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সশরীরে স্নাতক শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় বিভিন্ন অনুষদের স্নাতক চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। এ সময় বিভিন্ন অনুষদের পরীক্ষা হলের কক্ষ পরিদর্শন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।
আজ সোমবার সকাল ১০টায় কৃষি, পশুপালন ও মৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন অনুষদের পরীক্ষা হলের কক্ষ পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের উপস্থিতি ছিল শতভাগ। প্রত্যেক শিক্ষার্থীকে পরীক্ষার হলে মাস্ক পরে ঢোকানো হয়। যাদের মাস্ক ছিল না তাদের জন্য হলে মাস্কের ব্যবস্থা ছিল। হ্যান্ড স্যানিটাইজারেরও ব্যবস্থা ছিল। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের এক সিট পর পর বসানো হয়।
উপাচার্য ড. লুৎফুল হাসান বলেন, স্বাস্থ্যবিধি মেনে স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। আগামী ৩ অক্টোবর থেকে হল খুলে দেওয়া হবে। এ ক্ষেত্রে যারা প্রথম ডোজের টিকা নিয়েছেন তারাই হলে ওঠার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, ১৭ অক্টোবর থেকে তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। মাস্টার্সের পরীক্ষা শেষ হলে করোনাভাইরাসের গতিবিধি বিবেচনা করে সশরীরে ক্লাস নেওয়া শুরু হবে।
পশুপালন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজওয়ানুল ইসলাম রিংকন বলেন, অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিন কাটছিল। দেরিতে হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাহসী পদক্ষেপের কারণে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। কিছুটা হলেও স্বস্তি অনুভব করছি।
দীর্ঘ ১৮ মাস পর স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সশরীরে স্নাতক শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় বিভিন্ন অনুষদের স্নাতক চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। এ সময় বিভিন্ন অনুষদের পরীক্ষা হলের কক্ষ পরিদর্শন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।
আজ সোমবার সকাল ১০টায় কৃষি, পশুপালন ও মৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন অনুষদের পরীক্ষা হলের কক্ষ পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের উপস্থিতি ছিল শতভাগ। প্রত্যেক শিক্ষার্থীকে পরীক্ষার হলে মাস্ক পরে ঢোকানো হয়। যাদের মাস্ক ছিল না তাদের জন্য হলে মাস্কের ব্যবস্থা ছিল। হ্যান্ড স্যানিটাইজারেরও ব্যবস্থা ছিল। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের এক সিট পর পর বসানো হয়।
উপাচার্য ড. লুৎফুল হাসান বলেন, স্বাস্থ্যবিধি মেনে স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। আগামী ৩ অক্টোবর থেকে হল খুলে দেওয়া হবে। এ ক্ষেত্রে যারা প্রথম ডোজের টিকা নিয়েছেন তারাই হলে ওঠার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, ১৭ অক্টোবর থেকে তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। মাস্টার্সের পরীক্ষা শেষ হলে করোনাভাইরাসের গতিবিধি বিবেচনা করে সশরীরে ক্লাস নেওয়া শুরু হবে।
পশুপালন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজওয়ানুল ইসলাম রিংকন বলেন, অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিন কাটছিল। দেরিতে হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাহসী পদক্ষেপের কারণে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। কিছুটা হলেও স্বস্তি অনুভব করছি।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫