পোশাক-পরিচ্ছদ
ভালো উপস্থাপনা করার ক্ষেত্রে পোশাকের ব্যাপারে সচেতন হতে হবে। শুরুতে শ্রোতারা পোশাক দেখে মূল্যায়ন করেন, পরে উপস্থাপনা দেখেন। কথায় আছে, আগে দর্শনদারি পরে গুণবিচারি। ভালো পোশাক একজন বক্তাকে শ্রোতার সামনে রুচিশীল হিসেবে উপস্থাপন করবে। ভালো পোশাক মানেই কিন্তু দামি পোশাক নয়; স্থানকালভেদে মানানসই তথা পরিষ্কার-পরিচ্ছন্ন ও রুচিশীল পোশাক। ছেলেদের ফরমাল পোশাকে উপস্থাপনা করা উচিত। সাদা অথবা অন্য রঙের ফরমাল শার্ট পরা ভালো। তেমনি এক রঙের ফরমাল প্যান্ট পরতে হবে। টাইয়ের ক্ষেত্রে দৈর্ঘ্য এমন হওয়া উচিত, যাতে টাইয়ের শেষ প্রান্ত প্যান্টের বেল্টের শুরুর অংশকে হালকা স্পর্শ করে। বেল্ট ও জুতার রং একই হওয়া ভালো। শীতকালে স্যুট পরা যেতে পারে। খেয়াল রাখতে হবে যেন প্যান্ট ও ব্লেজারের রং ভিন্ন না হয়। গ্রহণযোগ্য শৈলী বা স্টাইলে দাড়ি রেখে অভ্যস্ত না হলে ক্লিন শেভ করা ভালো। যাঁরা বড় দাড়ি রাখেন এবং লম্বা জামা পরেন, তাঁরা সে রকম সাজেও উপস্থাপনা করতে পারেন। তবে এ ক্ষেত্রেও রুচিশীলতার পরিচয় দিতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে হালকা ও একরঙা জামদানি শাড়ি পরা যেতে পারে। পোশাকের কোড উল্লেখ না থাকলে অনেক সময় রুচিসম্মত থ্রিপিস পরেও উপস্থাপনা করা যায়।
প্রস্তুতি ও স্লাইড তৈরি
উপস্থাপনার নির্ধারিত বিষয়ে আগে পড়াশোনা করে নিতে হবে। পড়াশোনা বাদে তা সম্ভব নয়। কথা বলার জন্য নির্ধারিত বিষয়ে গভীর জ্ঞান থাকলে তবেই আপনি আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপনা করতে পারবেন। বিপরীতে দুর্বলতা থাকলে কথা বলার সময় ঘাবড়ে যাবেন।
স্লাইট তৈরির সময় মনে রাখতে হবে, আপনি যে টেক্সট ও ইমেজ ব্যবহার করছেন, তা যেন শ্রোতারা স্পষ্ট দেখতে পান এবং সেই সঙ্গে সহজে পড়তে পারেন।
তাই প্রথম কাজই হলো উপস্থাপনার বিষয়ে প্রচুর পড়াশোনা করা। পড়াশোনা শেষে একটা রুচিসম্মত পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করতে হবে। স্লাইটের ব্যাকগ্রাউন্ডের কালার হালকা হলে ভালো হয়। আর টেক্সট ও ইমেজের রং ডিপ বা গভীর হলে ভালো ফুটে উঠবে। স্লাইট তৈরির সময় মনে রাখতে হবে, আপনি যে টেক্সট ও ইমেজ ব্যবহার করছেন, তা যেন শ্রোতারা স্পষ্ট দেখতে পান এবং সেই সঙ্গে সহজে পড়তে পারেন। এ জন্য স্লাইটের ব্যাকগ্রাউন্ড ও টেক্সটের মধ্যকার রং ভিন্ন রাখা উচিত। স্লাইটে যেন অতিরিক্ত টেক্সট না থাকে, খেয়াল রাখতে হবে সে বিষয়েও। স্লাইটে ইমেজ, চার্ট, পাই চার্ট, বিভিন্ন ডিজাইন-আইকন ব্যবহার করলে সৌন্দর্য ফুটে ওঠে। স্লাইটের শুরুতে উপস্থাপনার বিষয়ের নাম, বক্তা কিংবা উপস্থাপকের নাম ও পদবি উল্লেখ থাকবে। বক্তা ও উপস্থাপনার বিষয়-সম্পর্কিত ছবি গ্রহণযোগ্য কায়দায় দেওয়া যেতে পারে। আর উপস্থাপনার প্রশ্নোত্তর ও ধন্যবাদের স্লাইটটি হবে সবার শেষে।
উপস্থাপনার আদবকেতা
উপস্থাপনার স্লাইট হুবহু দেখে পড়া উচিত নয়। স্লাইটে যে কথাগুলো লেখা আছে, সেসব দেখে পড়লে শ্রোতা বিরক্ত হবে। স্লাইট দেখানো হচ্ছে শ্রোতার জন্য। তাই শ্রোতা স্লাইটের লেখা পড়ে নেবেন। বক্তার কাজ হচ্ছে ধারাবাহিকভাবে আলোচনা করে যাওয়া এবং প্রয়োজনমতো ছবি বা চার্ট নির্দিষ্ট করে দেখিয়ে দেওয়া। উপস্থাপনার সময় শ্রোতার সঙ্গে আই কন্টাক্ট বজায় রাখাও জরুরি। কোনো গল্প বা প্রশ্ন দিয়ে উপস্থাপনা শুরু করা গেলে ভালো। উপস্থাপনার জন্য নির্ধারিত ভাষায় যেন বক্তা ভালো করে কথা বলতে পারেন, সেদিকেও নিশ্চিত হতে হবে। ইংরেজি বা অন্য ভাষায় কথা বলতে না পারলে সুযোগ থাকা সাপেক্ষে বাংলায় উপস্থাপনা করুন। আহ, এহেম, ওয়েল, সো, লাইক, অ্যাহ, হোয়াটএভার–এ ধরনের মুদ্রাদোষ বারবার ব্যবহার করে থাকেন অনেকে কথা বলার সময়। এ ধরনের অভ্যাস বদল করতে হবে। কারণ, কথা বলার সময় এমন আচরণ শ্রোতাকে বিরক্ত করে তোলে। আর উপস্থাপনার সময় নিজের নাক, চোখ খোঁচাখুঁচি করা ঠিক নয়। অতিরিক্ত ফরমাল বা একেবারে ইনফরমাল অবস্থায় উপস্থাপনা করা ভুল। ফরমালভাবে উপস্থাপনার চেষ্টা করুন, তবে কথার ফাঁকে প্রাসঙ্গিক কিছু হাসির বা মজাদার কথাও বলুন, যেন শ্রোতার বিরক্তি না আসে। এক জায়গায় দাঁড়িয়ে না থেকে মঞ্চ বা ডায়াসে হালকা হাঁটাহাঁটি করুন। মোটকথা, নিজের উপস্থাপনা শ্রোতার জন্য উপভোগ্য করে তুলতে হবে যেন মনোযোগী বা মুগ্ধ হয়ে শোনেন। আর হয়ে উঠুন একজন ভালো উপস্থাপক বা প্রেজেন্টার।
পোশাক-পরিচ্ছদ
ভালো উপস্থাপনা করার ক্ষেত্রে পোশাকের ব্যাপারে সচেতন হতে হবে। শুরুতে শ্রোতারা পোশাক দেখে মূল্যায়ন করেন, পরে উপস্থাপনা দেখেন। কথায় আছে, আগে দর্শনদারি পরে গুণবিচারি। ভালো পোশাক একজন বক্তাকে শ্রোতার সামনে রুচিশীল হিসেবে উপস্থাপন করবে। ভালো পোশাক মানেই কিন্তু দামি পোশাক নয়; স্থানকালভেদে মানানসই তথা পরিষ্কার-পরিচ্ছন্ন ও রুচিশীল পোশাক। ছেলেদের ফরমাল পোশাকে উপস্থাপনা করা উচিত। সাদা অথবা অন্য রঙের ফরমাল শার্ট পরা ভালো। তেমনি এক রঙের ফরমাল প্যান্ট পরতে হবে। টাইয়ের ক্ষেত্রে দৈর্ঘ্য এমন হওয়া উচিত, যাতে টাইয়ের শেষ প্রান্ত প্যান্টের বেল্টের শুরুর অংশকে হালকা স্পর্শ করে। বেল্ট ও জুতার রং একই হওয়া ভালো। শীতকালে স্যুট পরা যেতে পারে। খেয়াল রাখতে হবে যেন প্যান্ট ও ব্লেজারের রং ভিন্ন না হয়। গ্রহণযোগ্য শৈলী বা স্টাইলে দাড়ি রেখে অভ্যস্ত না হলে ক্লিন শেভ করা ভালো। যাঁরা বড় দাড়ি রাখেন এবং লম্বা জামা পরেন, তাঁরা সে রকম সাজেও উপস্থাপনা করতে পারেন। তবে এ ক্ষেত্রেও রুচিশীলতার পরিচয় দিতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে হালকা ও একরঙা জামদানি শাড়ি পরা যেতে পারে। পোশাকের কোড উল্লেখ না থাকলে অনেক সময় রুচিসম্মত থ্রিপিস পরেও উপস্থাপনা করা যায়।
প্রস্তুতি ও স্লাইড তৈরি
উপস্থাপনার নির্ধারিত বিষয়ে আগে পড়াশোনা করে নিতে হবে। পড়াশোনা বাদে তা সম্ভব নয়। কথা বলার জন্য নির্ধারিত বিষয়ে গভীর জ্ঞান থাকলে তবেই আপনি আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপনা করতে পারবেন। বিপরীতে দুর্বলতা থাকলে কথা বলার সময় ঘাবড়ে যাবেন।
স্লাইট তৈরির সময় মনে রাখতে হবে, আপনি যে টেক্সট ও ইমেজ ব্যবহার করছেন, তা যেন শ্রোতারা স্পষ্ট দেখতে পান এবং সেই সঙ্গে সহজে পড়তে পারেন।
তাই প্রথম কাজই হলো উপস্থাপনার বিষয়ে প্রচুর পড়াশোনা করা। পড়াশোনা শেষে একটা রুচিসম্মত পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করতে হবে। স্লাইটের ব্যাকগ্রাউন্ডের কালার হালকা হলে ভালো হয়। আর টেক্সট ও ইমেজের রং ডিপ বা গভীর হলে ভালো ফুটে উঠবে। স্লাইট তৈরির সময় মনে রাখতে হবে, আপনি যে টেক্সট ও ইমেজ ব্যবহার করছেন, তা যেন শ্রোতারা স্পষ্ট দেখতে পান এবং সেই সঙ্গে সহজে পড়তে পারেন। এ জন্য স্লাইটের ব্যাকগ্রাউন্ড ও টেক্সটের মধ্যকার রং ভিন্ন রাখা উচিত। স্লাইটে যেন অতিরিক্ত টেক্সট না থাকে, খেয়াল রাখতে হবে সে বিষয়েও। স্লাইটে ইমেজ, চার্ট, পাই চার্ট, বিভিন্ন ডিজাইন-আইকন ব্যবহার করলে সৌন্দর্য ফুটে ওঠে। স্লাইটের শুরুতে উপস্থাপনার বিষয়ের নাম, বক্তা কিংবা উপস্থাপকের নাম ও পদবি উল্লেখ থাকবে। বক্তা ও উপস্থাপনার বিষয়-সম্পর্কিত ছবি গ্রহণযোগ্য কায়দায় দেওয়া যেতে পারে। আর উপস্থাপনার প্রশ্নোত্তর ও ধন্যবাদের স্লাইটটি হবে সবার শেষে।
উপস্থাপনার আদবকেতা
উপস্থাপনার স্লাইট হুবহু দেখে পড়া উচিত নয়। স্লাইটে যে কথাগুলো লেখা আছে, সেসব দেখে পড়লে শ্রোতা বিরক্ত হবে। স্লাইট দেখানো হচ্ছে শ্রোতার জন্য। তাই শ্রোতা স্লাইটের লেখা পড়ে নেবেন। বক্তার কাজ হচ্ছে ধারাবাহিকভাবে আলোচনা করে যাওয়া এবং প্রয়োজনমতো ছবি বা চার্ট নির্দিষ্ট করে দেখিয়ে দেওয়া। উপস্থাপনার সময় শ্রোতার সঙ্গে আই কন্টাক্ট বজায় রাখাও জরুরি। কোনো গল্প বা প্রশ্ন দিয়ে উপস্থাপনা শুরু করা গেলে ভালো। উপস্থাপনার জন্য নির্ধারিত ভাষায় যেন বক্তা ভালো করে কথা বলতে পারেন, সেদিকেও নিশ্চিত হতে হবে। ইংরেজি বা অন্য ভাষায় কথা বলতে না পারলে সুযোগ থাকা সাপেক্ষে বাংলায় উপস্থাপনা করুন। আহ, এহেম, ওয়েল, সো, লাইক, অ্যাহ, হোয়াটএভার–এ ধরনের মুদ্রাদোষ বারবার ব্যবহার করে থাকেন অনেকে কথা বলার সময়। এ ধরনের অভ্যাস বদল করতে হবে। কারণ, কথা বলার সময় এমন আচরণ শ্রোতাকে বিরক্ত করে তোলে। আর উপস্থাপনার সময় নিজের নাক, চোখ খোঁচাখুঁচি করা ঠিক নয়। অতিরিক্ত ফরমাল বা একেবারে ইনফরমাল অবস্থায় উপস্থাপনা করা ভুল। ফরমালভাবে উপস্থাপনার চেষ্টা করুন, তবে কথার ফাঁকে প্রাসঙ্গিক কিছু হাসির বা মজাদার কথাও বলুন, যেন শ্রোতার বিরক্তি না আসে। এক জায়গায় দাঁড়িয়ে না থেকে মঞ্চ বা ডায়াসে হালকা হাঁটাহাঁটি করুন। মোটকথা, নিজের উপস্থাপনা শ্রোতার জন্য উপভোগ্য করে তুলতে হবে যেন মনোযোগী বা মুগ্ধ হয়ে শোনেন। আর হয়ে উঠুন একজন ভালো উপস্থাপক বা প্রেজেন্টার।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫