Ajker Patrika

ইবিতে ছাত্রী হলের ৯টি কক্ষে চুরি, দ্রুত তদন্তের দাবি ছাত্র ইউনিয়নের

প্রতিনিধি, ইবি
ইবিতে ছাত্রী হলের ৯টি কক্ষে চুরি, দ্রুত তদন্তের দাবি ছাত্র ইউনিয়নের

একের পর এক চুরি হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এবার বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া ছাত্রী হলের ৯টি কক্ষে চুরির ঘটনায় সংবাদ বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন সংসদ। আজ রোববার দুপুরে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের দপ্তর সম্পাদক পিয়াস পাণ্ডের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতি বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ও একাডেমিক ভবনে একাধিকবার চুরির ঘটনায় প্রশাসনের ব্যর্থতা নিয়ে উদ্বেগ রয়েছে। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে, চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার, ক্ষতিপূরণ দেওয়া ও তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষার্থীদের। 

একই সাথে বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিন দফা দাবি জানিয়েছে ইবি ছাত্র ইউনিয়ন। দাবিগুলো হল-শিক্ষার্থী শূন্য ক্যাম্পাসে হল ও একাডেমিক ভবনগুলোর পাশে উঁচু টাওয়ার নির্মাণ করে বাড়তি প্রহরী নিযুক্ত করতে হবে এবং পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় স্থাপনকৃত সিসি ক্যামেরাগুলো সচল ও ফুটেজ সংরক্ষণ করতে হবে; চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার ও শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে; চুরির ঘটনা দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

উল্লেখ্য, গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া ছাত্রী হলে ৯টি কক্ষে চুরির ঘটনা ঘটেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত