অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। ঢাবি ক্যাম্পাসসহ দেশের অন্য সাতটি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কলাভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপাচার্য বলেন, ‘ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এবং প্রশ্নফাঁসের কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোটা নিয়ে যৌক্তিক সংস্কার আনা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের বাদ দেওয়া হয়েছে, শুধু তাঁদের সন্তানদের জন্য কোটা রাখা হয়েছে।’
এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং প্রক্টর সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
এবারের প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খালেদা জিয়া ও আবু সাঈদের বিষয়ে প্রশ্ন এসেছে। লিখিত অংশে ইংরেজি থেকে বাংলায় অনুবাদে জুলাই অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ উল্লেখ করা হয়েছে। ২০০৪ সালের ঢাকা শহরের প্রথম উড়াল সড়ক নিয়ে প্রশ্ন এসেছে। এটি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া উদ্বোধন করেন। গণ-অভ্যুত্থানে দুই হাত প্রসারিত করে শহীদ হওয়া আবু সাঈদকে নিয়ে অঙ্কিত ‘উন্নত মম শীর’ ভাস্কর্য নিয়েও প্রশ্ন এসেছে।
প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে কতজন নারী রয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বই তিন শূন্যের বিষয়েও প্রশ্ন হয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধের নৌবাহিনী কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেছেন সে বিষয়ে একটি প্রশ্ন করা হয়েছে সাধারণ জ্ঞান অংশে।
ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় তৎপর ঢাবির ছাত্রসংগঠনগুলো
ভর্তি পরীক্ষা উপলক্ষে সকাল থেকেই নানান সেবা নিয়ে তৎপর দেখা যায় ছাত্রসংগঠনগুলোকে। সরেজমিন দেখা যায়, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রীসহ বিভিন্ন ছাত্রসংগঠন দলীয় ব্যানারে শিক্ষার্থীদের সহায়তা করতে হেল্প ডেস্ক বসিয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা ও উপজেলা সংগঠনগুলোও হেল্প ডেস্ক বসিয়ে নানাভাবে পরীক্ষার্থী শিক্ষার্থীদের সেবা প্রদানের চেষ্টা করছে। শিক্ষার্থীদের সিট খুঁজে দেওয়া, ফাইল, পানি ও কলম উপহার দেওয়া থেকে শুরু করে অভিভাবকদের বসারও ব্যবস্থা করে দিচ্ছে সংগঠনগুলো।
উল্লেখ্য, এই ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৫০০ জন ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে মানবিক শাখায় ১ হাজার ৭০৭টি আসনের বিপরীতে ৫৫ হাজার ১৬৫ জন, বিজ্ঞান শাখায় ৯৪৪টি আসনের বিপরীতে ৫৬ হাজার ৩৩০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ২৮৩টি আসনের বিপরীতে ১৪ হাজার ৫ জন আবেদন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। ঢাবি ক্যাম্পাসসহ দেশের অন্য সাতটি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কলাভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপাচার্য বলেন, ‘ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এবং প্রশ্নফাঁসের কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোটা নিয়ে যৌক্তিক সংস্কার আনা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের বাদ দেওয়া হয়েছে, শুধু তাঁদের সন্তানদের জন্য কোটা রাখা হয়েছে।’
এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং প্রক্টর সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
এবারের প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খালেদা জিয়া ও আবু সাঈদের বিষয়ে প্রশ্ন এসেছে। লিখিত অংশে ইংরেজি থেকে বাংলায় অনুবাদে জুলাই অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ উল্লেখ করা হয়েছে। ২০০৪ সালের ঢাকা শহরের প্রথম উড়াল সড়ক নিয়ে প্রশ্ন এসেছে। এটি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া উদ্বোধন করেন। গণ-অভ্যুত্থানে দুই হাত প্রসারিত করে শহীদ হওয়া আবু সাঈদকে নিয়ে অঙ্কিত ‘উন্নত মম শীর’ ভাস্কর্য নিয়েও প্রশ্ন এসেছে।
প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে কতজন নারী রয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বই তিন শূন্যের বিষয়েও প্রশ্ন হয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধের নৌবাহিনী কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেছেন সে বিষয়ে একটি প্রশ্ন করা হয়েছে সাধারণ জ্ঞান অংশে।
ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় তৎপর ঢাবির ছাত্রসংগঠনগুলো
ভর্তি পরীক্ষা উপলক্ষে সকাল থেকেই নানান সেবা নিয়ে তৎপর দেখা যায় ছাত্রসংগঠনগুলোকে। সরেজমিন দেখা যায়, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রীসহ বিভিন্ন ছাত্রসংগঠন দলীয় ব্যানারে শিক্ষার্থীদের সহায়তা করতে হেল্প ডেস্ক বসিয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা ও উপজেলা সংগঠনগুলোও হেল্প ডেস্ক বসিয়ে নানাভাবে পরীক্ষার্থী শিক্ষার্থীদের সেবা প্রদানের চেষ্টা করছে। শিক্ষার্থীদের সিট খুঁজে দেওয়া, ফাইল, পানি ও কলম উপহার দেওয়া থেকে শুরু করে অভিভাবকদের বসারও ব্যবস্থা করে দিচ্ছে সংগঠনগুলো।
উল্লেখ্য, এই ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৫০০ জন ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে মানবিক শাখায় ১ হাজার ৭০৭টি আসনের বিপরীতে ৫৫ হাজার ১৬৫ জন, বিজ্ঞান শাখায় ৯৪৪টি আসনের বিপরীতে ৫৬ হাজার ৩৩০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ২৮৩টি আসনের বিপরীতে ১৪ হাজার ৫ জন আবেদন করেন।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
২২ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
২২ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
২২ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
২২ দিন আগে