নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে। আজ শনিবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। পাশাপাশি চলতি মাসের মাঝামাঝি সময়ে চূড়ান্ত ভর্তি পরীক্ষার জন্য মনোনীত শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি ।
আজকের পত্রিকাকে ড. মুনাজ আহমেদ নূর বলেন, ‘ঈদের আগে আমাদের এ বিষয়ে একটা মিটিং হয়েছে। আমরা যাদের পেমেন্ট গেটওয়ে হিসেবে নেব, তাদের সঙ্গে একটা চুক্তি হওয়ার কথা। কিন্তু চলমান লকডাউনের কারণে চুক্তিটা স্বাক্ষর হয়নি। চুক্তিটি যেদিন হবে, সেদিন থেকে সাত দিন আমরা আমাদের ২য় আবেদন নিতে পারব। টাকা-পয়সা ঠিকমতো যাচ্ছে কি না, সেটা পরীক্ষা করতে আমাদের সাত দিন লাগবে৷ আগস্টের ৫ তারিখে যদি লকডাউন শেষ হয়ে যায় তাহলে আমরা আগস্টের মাঝামাঝি সময়ে প্রাথমিক আবেদনের ফলাফল দিয়ে দেব। তারপর এক সপ্তাহের মধ্যে আমরা চূড়ান্ত পরীক্ষার জন্য মনোনীতদের ২য় আবেদন নেব এবং সেপ্টেম্বরের শেষে পরীক্ষা নেওয়ার জন্য একটা টার্গেট করা হচ্ছে।
এর আগে গত ১ এপ্রিল থেকে প্রাথমিক ভর্তির আবেদন-প্রক্রিয়া শুরু হয়ে ২৫ জুন শেষ হয়। গত ১৯ ও ২৬ জুন এবং ৩ জুলাইয়ে ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও বিধিনিষেধ চলমান থাকায় পরে তা স্থগিত করা হয়।
গুচ্ছ পদ্ধতির ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
দেশে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে। আজ শনিবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। পাশাপাশি চলতি মাসের মাঝামাঝি সময়ে চূড়ান্ত ভর্তি পরীক্ষার জন্য মনোনীত শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি ।
আজকের পত্রিকাকে ড. মুনাজ আহমেদ নূর বলেন, ‘ঈদের আগে আমাদের এ বিষয়ে একটা মিটিং হয়েছে। আমরা যাদের পেমেন্ট গেটওয়ে হিসেবে নেব, তাদের সঙ্গে একটা চুক্তি হওয়ার কথা। কিন্তু চলমান লকডাউনের কারণে চুক্তিটা স্বাক্ষর হয়নি। চুক্তিটি যেদিন হবে, সেদিন থেকে সাত দিন আমরা আমাদের ২য় আবেদন নিতে পারব। টাকা-পয়সা ঠিকমতো যাচ্ছে কি না, সেটা পরীক্ষা করতে আমাদের সাত দিন লাগবে৷ আগস্টের ৫ তারিখে যদি লকডাউন শেষ হয়ে যায় তাহলে আমরা আগস্টের মাঝামাঝি সময়ে প্রাথমিক আবেদনের ফলাফল দিয়ে দেব। তারপর এক সপ্তাহের মধ্যে আমরা চূড়ান্ত পরীক্ষার জন্য মনোনীতদের ২য় আবেদন নেব এবং সেপ্টেম্বরের শেষে পরীক্ষা নেওয়ার জন্য একটা টার্গেট করা হচ্ছে।
এর আগে গত ১ এপ্রিল থেকে প্রাথমিক ভর্তির আবেদন-প্রক্রিয়া শুরু হয়ে ২৫ জুন শেষ হয়। গত ১৯ ও ২৬ জুন এবং ৩ জুলাইয়ে ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও বিধিনিষেধ চলমান থাকায় পরে তা স্থগিত করা হয়।
গুচ্ছ পদ্ধতির ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৮ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৮ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৮ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৮ দিন আগে