বই থেকে শিক্ষা
সাব্বির হোসেন
প্রতিদিনই আমরা নানা ধরনের সিদ্ধান্ত নিই। এই যেমন কি পরব, কোথায় যাব, কাকে বিশ্বাস করব কিংবা কোন পেশা বেছে নেব। কিন্তু এসব সিদ্ধান্তে যুক্তির চেয়ে আবেগ বা সামাজিক চাপ কতটা প্রভাব ফেলে? ঠিক এ প্রশ্নের উত্তর খুঁজে দেয় রোলফ ডবেলির বই ‘দ্য আর্ট অব থিংকিং ক্লিয়ারলি’। বইটিতে সহজ ভাষায় তুলে ধরা হয়েছে আমাদের চিন্তার অদৃশ্য ফাঁদগুলো।
কগনিটিভ বায়াসের বিপজ্জনক জাল
আমাদের চিন্তায় প্রতিনিয়ত কাজ করে কিছু অদৃশ্য ফাঁদ—যাকে বলে ‘কগনিটিভ বায়াস’। এসব মানসিক বিভ্রান্তির কারণে আমরা ভুল সিদ্ধান্ত নিই, অথচ নিজেকে যুক্তিসংগত ভাবি। রোলফ ডবেলি তার বইয়ে দেখিয়েছেন, এসব বায়াস শুধু ব্যক্তিগত নয়, সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত সিদ্ধান্তেও গভীর প্রভাব ফেলে।
বইয়ের বিন্যাস ও মূল কাঠামো
বইটির ৯৯টি অধ্যায়ই একটি নির্দিষ্ট মানসিক বিভ্রান্তি ব্যাখ্যা করে। উদাহরণ:
বাস্তব উদাহরণে চিন্তার বিকৃতি
এই বইয়ের সবচেয়ে বড় শক্তি এর বাস্তব উদাহরণ। ধরুন, আপনি একঘেয়ে একটি সিনেমা দেখতে গিয়ে ভাবছেন, ‘টাকা তো দিয়েছি, শেষ না করে বের হওয়া ঠিক হবে না।’ এটিই সাংক কস্ট ফ্যালাসি। আবার, কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাসী হলে আপনি কেবল সেই তথ্যই খুঁজবেন যা আপনার মতকে সমর্থন করে। এটি কনফার্মেশন বায়াস। এমন শতাধিক বিভ্রান্তিমূলক চিন্তা লেখক সহজ ভাষায় তুলে ধরেছেন, যেন আমরা নিজের ভুলগুলো চিনে নিতে পারি।
চিন্তার ভুলে ব্যক্তিজীবনে প্রভাব
এই ভুল চিন্তাগুলো শুধু বড় সিদ্ধান্তেই নয়, আমাদের প্রতিদিনের জীবনেও গভীর প্রভাব ফেলে। কারও সম্পর্কে ভুল ধারণা পোষণ, অপ্রয়োজনীয় সম্পর্ক টিকিয়ে রাখা বা ক্ষতিকর সিদ্ধান্ত থেকে বের হতে না পারার পেছনেও কাজ করে মানসিক বিভ্রান্তি। রোলফ ডবেলির বইটি আমাদের দৈনন্দিন আচরণ, অনুভব ও চিন্তাকে বিশ্লেষণ করতে শেখায়।
ব্যবসা ও নেতৃত্বের সিদ্ধান্তেও বিভ্রান্তি
‘দ্য আর্ট অব থিংকিং ক্লিয়ারলি’ শুধু ব্যক্তিগত উন্নয়নের বই নয়, করপোরেট সিদ্ধান্ত, লিডারশিপ ও টিম ম্যানেজমেন্টেও কার্যকর। লেখক দেখিয়েছেন, গ্রুপ থিংক বা আউটকাম বায়াসের মতো বিভ্রান্তি বড় কোম্পানিগুলোকেও ভুল পথে নিয়ে যেতে পারে।
সামাজিক মাধ্যম ও তথ্য বিভ্রান্তি
ডিজিটাল যুগে মানুষ শুধু খবরই নয়, নিজের আবেগ ও মতামতও প্রকাশ করছে সোশ্যাল মিডিয়ায়। এই সময়ে সারভাইভারশিপ বায়াস, কনফার্মেশন বায়াস, হালো ইফেক্ট আরও সক্রিয় হয়ে উঠেছে। শিরোনাম দেখে মত গঠন, যাচাই না করেই শেয়ার, আর নিজস্ব ভাবনার বুদ্বুদে আটকে যাওয়ার অভ্যাস আমাদের চিন্তাকে সীমাবদ্ধ করে। রোলফ ডবেলির বইটি এই চক্র ভাঙার পথ দেখায়।
শিক্ষাব্যবস্থা ও চিন্তার স্বাধীনতা
এই বই শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্যই চিন্তার কাঠামো পুনর্গঠনের এক অসাধারণ রিসোর্স। এটি শিক্ষার্থীদের শেখায়—‘আমি যা ভাবছি, সেটা কেন ভাবছি?’ শিক্ষকদের শেখায় ‘কীভাবে চিন্তা করতে শেখাতে হয়’।
জীবনদর্শন ও আত্মোন্নয়ন
‘দ্য আর্ট অব থিংকিং ক্লিয়ারলি’ শুধু যুক্তি শেখায় না, এটি আত্মপর্যালোচনার মাধ্যমে জীবনধারাকেও উন্নত করতে সাহায্য করে। কবে শেষবার নিজের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন? কবে নিজেকে জিজ্ঞাসা করেছেন, ‘আমি ঠিক পথে আছি তো?’ এই বই এমন প্রশ্ন করাতে শেখায়, উত্তর খুঁজে নিতে সাহায্য করে।
বইটির বৈশ্বিক প্রভাব ও জনপ্রিয়তা
বইটি প্রকাশের পরপরই বিশ্বজুড়ে পাঠকের ভালোবাসা পেয়েছে। অনূদিত হয়েছে ৪০টির বেশি ভাষায়, মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে। ব্যবসায়ী থেকে শিক্ষক, শিক্ষার্থী থেকে চিকিৎসক—সবাই বইটির শিক্ষাকে বাস্তবজীবনে কাজে লাগাতে পেরেছেন।
প্রতিদিনই আমরা নানা ধরনের সিদ্ধান্ত নিই। এই যেমন কি পরব, কোথায় যাব, কাকে বিশ্বাস করব কিংবা কোন পেশা বেছে নেব। কিন্তু এসব সিদ্ধান্তে যুক্তির চেয়ে আবেগ বা সামাজিক চাপ কতটা প্রভাব ফেলে? ঠিক এ প্রশ্নের উত্তর খুঁজে দেয় রোলফ ডবেলির বই ‘দ্য আর্ট অব থিংকিং ক্লিয়ারলি’। বইটিতে সহজ ভাষায় তুলে ধরা হয়েছে আমাদের চিন্তার অদৃশ্য ফাঁদগুলো।
কগনিটিভ বায়াসের বিপজ্জনক জাল
আমাদের চিন্তায় প্রতিনিয়ত কাজ করে কিছু অদৃশ্য ফাঁদ—যাকে বলে ‘কগনিটিভ বায়াস’। এসব মানসিক বিভ্রান্তির কারণে আমরা ভুল সিদ্ধান্ত নিই, অথচ নিজেকে যুক্তিসংগত ভাবি। রোলফ ডবেলি তার বইয়ে দেখিয়েছেন, এসব বায়াস শুধু ব্যক্তিগত নয়, সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত সিদ্ধান্তেও গভীর প্রভাব ফেলে।
বইয়ের বিন্যাস ও মূল কাঠামো
বইটির ৯৯টি অধ্যায়ই একটি নির্দিষ্ট মানসিক বিভ্রান্তি ব্যাখ্যা করে। উদাহরণ:
বাস্তব উদাহরণে চিন্তার বিকৃতি
এই বইয়ের সবচেয়ে বড় শক্তি এর বাস্তব উদাহরণ। ধরুন, আপনি একঘেয়ে একটি সিনেমা দেখতে গিয়ে ভাবছেন, ‘টাকা তো দিয়েছি, শেষ না করে বের হওয়া ঠিক হবে না।’ এটিই সাংক কস্ট ফ্যালাসি। আবার, কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাসী হলে আপনি কেবল সেই তথ্যই খুঁজবেন যা আপনার মতকে সমর্থন করে। এটি কনফার্মেশন বায়াস। এমন শতাধিক বিভ্রান্তিমূলক চিন্তা লেখক সহজ ভাষায় তুলে ধরেছেন, যেন আমরা নিজের ভুলগুলো চিনে নিতে পারি।
চিন্তার ভুলে ব্যক্তিজীবনে প্রভাব
এই ভুল চিন্তাগুলো শুধু বড় সিদ্ধান্তেই নয়, আমাদের প্রতিদিনের জীবনেও গভীর প্রভাব ফেলে। কারও সম্পর্কে ভুল ধারণা পোষণ, অপ্রয়োজনীয় সম্পর্ক টিকিয়ে রাখা বা ক্ষতিকর সিদ্ধান্ত থেকে বের হতে না পারার পেছনেও কাজ করে মানসিক বিভ্রান্তি। রোলফ ডবেলির বইটি আমাদের দৈনন্দিন আচরণ, অনুভব ও চিন্তাকে বিশ্লেষণ করতে শেখায়।
ব্যবসা ও নেতৃত্বের সিদ্ধান্তেও বিভ্রান্তি
‘দ্য আর্ট অব থিংকিং ক্লিয়ারলি’ শুধু ব্যক্তিগত উন্নয়নের বই নয়, করপোরেট সিদ্ধান্ত, লিডারশিপ ও টিম ম্যানেজমেন্টেও কার্যকর। লেখক দেখিয়েছেন, গ্রুপ থিংক বা আউটকাম বায়াসের মতো বিভ্রান্তি বড় কোম্পানিগুলোকেও ভুল পথে নিয়ে যেতে পারে।
সামাজিক মাধ্যম ও তথ্য বিভ্রান্তি
ডিজিটাল যুগে মানুষ শুধু খবরই নয়, নিজের আবেগ ও মতামতও প্রকাশ করছে সোশ্যাল মিডিয়ায়। এই সময়ে সারভাইভারশিপ বায়াস, কনফার্মেশন বায়াস, হালো ইফেক্ট আরও সক্রিয় হয়ে উঠেছে। শিরোনাম দেখে মত গঠন, যাচাই না করেই শেয়ার, আর নিজস্ব ভাবনার বুদ্বুদে আটকে যাওয়ার অভ্যাস আমাদের চিন্তাকে সীমাবদ্ধ করে। রোলফ ডবেলির বইটি এই চক্র ভাঙার পথ দেখায়।
শিক্ষাব্যবস্থা ও চিন্তার স্বাধীনতা
এই বই শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্যই চিন্তার কাঠামো পুনর্গঠনের এক অসাধারণ রিসোর্স। এটি শিক্ষার্থীদের শেখায়—‘আমি যা ভাবছি, সেটা কেন ভাবছি?’ শিক্ষকদের শেখায় ‘কীভাবে চিন্তা করতে শেখাতে হয়’।
জীবনদর্শন ও আত্মোন্নয়ন
‘দ্য আর্ট অব থিংকিং ক্লিয়ারলি’ শুধু যুক্তি শেখায় না, এটি আত্মপর্যালোচনার মাধ্যমে জীবনধারাকেও উন্নত করতে সাহায্য করে। কবে শেষবার নিজের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন? কবে নিজেকে জিজ্ঞাসা করেছেন, ‘আমি ঠিক পথে আছি তো?’ এই বই এমন প্রশ্ন করাতে শেখায়, উত্তর খুঁজে নিতে সাহায্য করে।
বইটির বৈশ্বিক প্রভাব ও জনপ্রিয়তা
বইটি প্রকাশের পরপরই বিশ্বজুড়ে পাঠকের ভালোবাসা পেয়েছে। অনূদিত হয়েছে ৪০টির বেশি ভাষায়, মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে। ব্যবসায়ী থেকে শিক্ষক, শিক্ষার্থী থেকে চিকিৎসক—সবাই বইটির শিক্ষাকে বাস্তবজীবনে কাজে লাগাতে পেরেছেন।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৮ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৮ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৮ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৮ দিন আগে