ড. মোহাম্মদ দেওয়ান
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা শুভেচ্ছা নিও। ইংরেজি প্রথম পত্রে ভালো করার জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তা না হলে কাঙ্ক্ষিত ফল লাভ করা যাবে না। তোমরা নিশ্চয়ই জানো, গত বছরের এইচএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ার পেছনে ইংরেজির প্রভাব ছিল বিশেষভাবে লক্ষণীয়—
Part 2: Guided Writing (40 Marks)
Question-7: Graph/chart
বাস্তব বা প্রমাণিত তথ্যের ভিত্তিতে এটি করা হয়। এটার উত্তর হবে অনেকটা তুলনামূলক ধরনের। তাই এতে Introduction, body এবং conclusion থাকা বাধ্যতামূলক। প্রশ্নপত্রে প্রদত্ত word limit অনুযায়ী এটি লিখবে। উত্তরপত্রে graph ওঠানোর প্রয়োজন নেই। শুধু
বর্ণনা লিখবে। নম্বর-১৫
Question-8
কোনো একটি গল্পের শুরু হিসেবে ১-২টি লাইন থাকবে। এ বাক্যগুলোর প্রাসঙ্গিকতায় একটি সম্পূর্ণ গল্প লিখতে হবে। মনে রাখবে যে story-এর ক্ষেত্রে আয়তন কোনো বিবেচ্য বিষয় নয়।
বিবেচ্য হলো grammatical accuracy, presentation, style এবং necessary quotation. মনে রাখবে paragraph-এর মতো story-তে বাক্যগুলোর পরস্পর সংযুক্তি, এক বাক্য থেকে অন্য বাক্যে যাওয়ার সাবলীল প্রবাহ থাকাটা জরুরি। সুন্দর একটি Title দেবে। Moral বাধ্যতামূলক নয়। নম্বর-১৫
Question-9
প্রশ্নটি Writing Informal letters/Mails সংক্রান্ত। মনে রাখবে Informal letter-এর ক্ষেত্রে বিষয়বস্তুই সবচেয়ে গুরুত্বপূর্ণ, format তেমন কোনো গুরুত্বপূর্ণ নয়। তারপরও যেকোনো একটি style follow করবে, অর্থাৎ হয় American style, না হয় British style follow করবে। British style এ প্রত্যেক Para-তে একটু space রাখার নিয়ম আছে। এ ক্ষেত্রে লেখকের পূর্ণ ঠিকানা ও তারিখ হবে পত্রের ওপর ডান পাশে। আর নাম হবে Body-এর একেবারে নিচে ডানপাশে। American style-এ কোনো প্রকার indent টানতে হবে না এবং letter-এ সব part-ই left range-এ শুরু করতে হবে। উত্তরপত্রে Envelope কিংবা stamp অঙ্কন করা বাধ্যতামূলক নয় বিধায় এটা optional. আর Email এর ক্ষেত্রে To: _ _ From: _ _ Sent: _ _ Subject _ _ Dear _ _ ধারাবাহিকভাবে উল্লেখ করতে হবে। From, To, Sent, Subject কে বক্সে আবদ্ধ করা বাধ্যতামূলক নয়। নম্বর-১০ পরিশেষে বলব, ইংরেজি প্রথম পত্রে কাঙ্ক্ষিত নম্বর পাওয়ার জন্য যে কয়েকটি বিষয়ে তোমাকে খেয়াল রাখতে হবে, তা হলো—
ইংরেজি প্রথম পত্র পরীক্ষা সবার খুবই ভালো হোক, এই আমার প্রত্যাশা।
লেখক: অধ্যক্ষ, শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা; সাবেক সহযোগী অধ্যাপক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা শুভেচ্ছা নিও। ইংরেজি প্রথম পত্রে ভালো করার জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তা না হলে কাঙ্ক্ষিত ফল লাভ করা যাবে না। তোমরা নিশ্চয়ই জানো, গত বছরের এইচএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ার পেছনে ইংরেজির প্রভাব ছিল বিশেষভাবে লক্ষণীয়—
Part 2: Guided Writing (40 Marks)
Question-7: Graph/chart
বাস্তব বা প্রমাণিত তথ্যের ভিত্তিতে এটি করা হয়। এটার উত্তর হবে অনেকটা তুলনামূলক ধরনের। তাই এতে Introduction, body এবং conclusion থাকা বাধ্যতামূলক। প্রশ্নপত্রে প্রদত্ত word limit অনুযায়ী এটি লিখবে। উত্তরপত্রে graph ওঠানোর প্রয়োজন নেই। শুধু
বর্ণনা লিখবে। নম্বর-১৫
Question-8
কোনো একটি গল্পের শুরু হিসেবে ১-২টি লাইন থাকবে। এ বাক্যগুলোর প্রাসঙ্গিকতায় একটি সম্পূর্ণ গল্প লিখতে হবে। মনে রাখবে যে story-এর ক্ষেত্রে আয়তন কোনো বিবেচ্য বিষয় নয়।
বিবেচ্য হলো grammatical accuracy, presentation, style এবং necessary quotation. মনে রাখবে paragraph-এর মতো story-তে বাক্যগুলোর পরস্পর সংযুক্তি, এক বাক্য থেকে অন্য বাক্যে যাওয়ার সাবলীল প্রবাহ থাকাটা জরুরি। সুন্দর একটি Title দেবে। Moral বাধ্যতামূলক নয়। নম্বর-১৫
Question-9
প্রশ্নটি Writing Informal letters/Mails সংক্রান্ত। মনে রাখবে Informal letter-এর ক্ষেত্রে বিষয়বস্তুই সবচেয়ে গুরুত্বপূর্ণ, format তেমন কোনো গুরুত্বপূর্ণ নয়। তারপরও যেকোনো একটি style follow করবে, অর্থাৎ হয় American style, না হয় British style follow করবে। British style এ প্রত্যেক Para-তে একটু space রাখার নিয়ম আছে। এ ক্ষেত্রে লেখকের পূর্ণ ঠিকানা ও তারিখ হবে পত্রের ওপর ডান পাশে। আর নাম হবে Body-এর একেবারে নিচে ডানপাশে। American style-এ কোনো প্রকার indent টানতে হবে না এবং letter-এ সব part-ই left range-এ শুরু করতে হবে। উত্তরপত্রে Envelope কিংবা stamp অঙ্কন করা বাধ্যতামূলক নয় বিধায় এটা optional. আর Email এর ক্ষেত্রে To: _ _ From: _ _ Sent: _ _ Subject _ _ Dear _ _ ধারাবাহিকভাবে উল্লেখ করতে হবে। From, To, Sent, Subject কে বক্সে আবদ্ধ করা বাধ্যতামূলক নয়। নম্বর-১০ পরিশেষে বলব, ইংরেজি প্রথম পত্রে কাঙ্ক্ষিত নম্বর পাওয়ার জন্য যে কয়েকটি বিষয়ে তোমাকে খেয়াল রাখতে হবে, তা হলো—
ইংরেজি প্রথম পত্র পরীক্ষা সবার খুবই ভালো হোক, এই আমার প্রত্যাশা।
লেখক: অধ্যক্ষ, শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা; সাবেক সহযোগী অধ্যাপক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৭ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৮ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৮ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৮ দিন আগে