নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সংক্ষিপ্ত সিলেবাসে ৬০ দিন ক্লাস করিয়ে এসএসসি এবং ৮৪ দিন ক্লাস করিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হলেও দেশে ক্রমেই করোনা সংক্রমণ বাড়ায় সংক্ষিপ্ত সিলেবাসে এই বছর পরীক্ষা নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
সংক্ষিপ্ত সিলেবাসে সরাসরি ক্লাস করিয়ে পরীক্ষা নিতে হলে কমপক্ষে আগস্টের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আগস্টে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় আছে। সংক্ষিপ্ত সিলেবাসেও পরীক্ষা নেওয়া সম্ভব না হলে গতবারের মতো অটোপাশ দেওয়া হবে না বরং বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তবে পরীক্ষা না নেওয়া গেলে কি পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বিষয়টি এখনো পরিষ্কার করা হয়নি। তবে শিগগিরই এ বিষয়ে শিক্ষামন্ত্রী ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ড ও আন্তবোর্ড চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।
আজকের পত্রিকাকে তিনি বলেন, খুব তাড়াতাড়ি শিক্ষামন্ত্রী এ বিষয়ে কথা বলবেন। তিনি আপনাদের পরামর্শও নেবেন। তবে পরিস্থিতি আমাদের ওপর না, বরং করোনার ওপর নির্ভর করছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী সরাসরি কথা বলবেন।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শিক্ষাবোর্ড এবং বিশেষজ্ঞদের নিয়ে বিকল্প পদ্ধতি খুঁজে বের করতে আগেই একটি কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে তারা কাজ করেছেন। তারাই পরীক্ষার বিকল্প মতামত দেবেন। কমিটি ইতিমধ্যেই একাধিক প্রস্তাব দিয়েছেন। যার মধ্যে অন্যতম একটি হচ্ছে, রচনামূলক বা সৃজনশীল প্রশ্নের বদলে কেবল বহু নির্বাচনী প্রশ্নে পরীক্ষা নেওয়া। দুই পত্রের বিষয়কে একটি পত্রে একীভূত করে পূর্ণমান ২০০ থেকে ১০০ তে কমিয়ে আনা। পূর্বের ফল এবং অ্যাসাইনমেন্টের মূল্যায়নের ওপর ভিত্তি করে ফলাফল দেওয়া। এক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলের ৫০ শতাংশ এবং অ্যাসাইনমেন্টের ৫০ শতাংশ ফলাফল নিয়ে এসএসসির ফলফল প্রস্তুত করা হতে পারে। এসএসসির ফলের ৫০ শতাংশ, জেএসসির ২৫ শতাংশ এবং অ্যাসাইনমেন্টের ফলের ২৫ শতাংশ সমন্বয় করে এইচএসসির ফল প্রস্তুত করা হতে পারে।
আরেকটি সূত্র জানিয়েছে, বিষয়গুলো এখনো চূড়ান্ত নয় শুধু বিকল্প পদ্ধতির জন্য পরামর্শ। ঈদের পর পর শিক্ষামন্ত্রী এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সংক্ষিপ্ত সিলেবাসে ৬০ দিন ক্লাস করিয়ে এসএসসি এবং ৮৪ দিন ক্লাস করিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হলেও দেশে ক্রমেই করোনা সংক্রমণ বাড়ায় সংক্ষিপ্ত সিলেবাসে এই বছর পরীক্ষা নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
সংক্ষিপ্ত সিলেবাসে সরাসরি ক্লাস করিয়ে পরীক্ষা নিতে হলে কমপক্ষে আগস্টের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আগস্টে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় আছে। সংক্ষিপ্ত সিলেবাসেও পরীক্ষা নেওয়া সম্ভব না হলে গতবারের মতো অটোপাশ দেওয়া হবে না বরং বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তবে পরীক্ষা না নেওয়া গেলে কি পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বিষয়টি এখনো পরিষ্কার করা হয়নি। তবে শিগগিরই এ বিষয়ে শিক্ষামন্ত্রী ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ড ও আন্তবোর্ড চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।
আজকের পত্রিকাকে তিনি বলেন, খুব তাড়াতাড়ি শিক্ষামন্ত্রী এ বিষয়ে কথা বলবেন। তিনি আপনাদের পরামর্শও নেবেন। তবে পরিস্থিতি আমাদের ওপর না, বরং করোনার ওপর নির্ভর করছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী সরাসরি কথা বলবেন।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শিক্ষাবোর্ড এবং বিশেষজ্ঞদের নিয়ে বিকল্প পদ্ধতি খুঁজে বের করতে আগেই একটি কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে তারা কাজ করেছেন। তারাই পরীক্ষার বিকল্প মতামত দেবেন। কমিটি ইতিমধ্যেই একাধিক প্রস্তাব দিয়েছেন। যার মধ্যে অন্যতম একটি হচ্ছে, রচনামূলক বা সৃজনশীল প্রশ্নের বদলে কেবল বহু নির্বাচনী প্রশ্নে পরীক্ষা নেওয়া। দুই পত্রের বিষয়কে একটি পত্রে একীভূত করে পূর্ণমান ২০০ থেকে ১০০ তে কমিয়ে আনা। পূর্বের ফল এবং অ্যাসাইনমেন্টের মূল্যায়নের ওপর ভিত্তি করে ফলাফল দেওয়া। এক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলের ৫০ শতাংশ এবং অ্যাসাইনমেন্টের ৫০ শতাংশ ফলাফল নিয়ে এসএসসির ফলফল প্রস্তুত করা হতে পারে। এসএসসির ফলের ৫০ শতাংশ, জেএসসির ২৫ শতাংশ এবং অ্যাসাইনমেন্টের ফলের ২৫ শতাংশ সমন্বয় করে এইচএসসির ফল প্রস্তুত করা হতে পারে।
আরেকটি সূত্র জানিয়েছে, বিষয়গুলো এখনো চূড়ান্ত নয় শুধু বিকল্প পদ্ধতির জন্য পরামর্শ। ঈদের পর পর শিক্ষামন্ত্রী এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫