নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের ২২টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছে ভর্তি পরীক্ষা ৩ সেপ্টেম্বর থেকে শুরুর কথা থাকলেও তা পরিবর্তন হচ্ছে। এক মাস এগিয়ে আগস্টে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোন দিন কোন ইউনিটের পরীক্ষা হবে তার সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা হয়নি। ভর্তি পরীক্ষার তারিখ ও ফি নির্ধারণের বিষয়ে আগামী ৩০ মে সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় অংশ নেওয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর জানিয়েছেন, ‘শূন্যের কোঠায়’ সেশনজট আনতে পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। যেন ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে সেশন শুরু করতে পারি।
সভায় ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানোর বিষয়েও মত এসেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে তাদের নিজ এলাকায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
সভা শেষে কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ড. ইমদাদুল হক বিষয়টি জানিয়েছেন। বলেন, করোনার পরবর্তী সময়ে বর্তমানে সব জিনিসের দাম বেশি। সবকিছু বিবেচনা করে গুচ্ছ ভর্তি পরীক্ষার ফি বাড়তে পারে। এ ছাড়া ৩ সেপ্টেম্বর থেকে পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার পূর্বে যেন নেওয়া যায়, সে বিষয়ে আমরা সভায় আলোচনা করেছি। পরীক্ষার তারিখ ও ফি আগামী ৩০ মের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
ইমদাদুল হক আরও বলেন, ‘গতবার পরীক্ষার কেন্দ্র চয়েজ দিতে হয়েছিল অনেকগুলো। কিন্তু এবার একটি বিশ্ববিদ্যালয় চয়েজ দিতে হবে। যে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র চয়েজ দেওয়া হবে, সেই বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে কীভাবে তাদের পরীক্ষা নেওয়া যায়। এ ছাড়া পরীক্ষার পর রেজাল্ট অনুসারে কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে দেওয়া হবে। আলাদা করে বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ফি দেওয়া লাগবে না। মেডিকেলে ভর্তি পরীক্ষার মতো ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে দেওয়া হবে। গতবার যে ভোগান্তি ছিল তা যেন এবার না থাকে, সেই চেষ্টা আমরা করছি।’
এর আগে গত ৮ এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ গুচ্ছ) বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা ৩ সেপ্টেম্বর, মানবিকের ১০ সেপ্টেম্বর ও বাণিজ্যের ১৭ সেপ্টেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়। গত বছর সাধারণ গুচ্ছের পরীক্ষার ফি ছিল ১ হাজার ২০০ টাকা।
২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের ২২টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছে ভর্তি পরীক্ষা ৩ সেপ্টেম্বর থেকে শুরুর কথা থাকলেও তা পরিবর্তন হচ্ছে। এক মাস এগিয়ে আগস্টে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোন দিন কোন ইউনিটের পরীক্ষা হবে তার সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা হয়নি। ভর্তি পরীক্ষার তারিখ ও ফি নির্ধারণের বিষয়ে আগামী ৩০ মে সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় অংশ নেওয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর জানিয়েছেন, ‘শূন্যের কোঠায়’ সেশনজট আনতে পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। যেন ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে সেশন শুরু করতে পারি।
সভায় ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানোর বিষয়েও মত এসেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে তাদের নিজ এলাকায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
সভা শেষে কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ড. ইমদাদুল হক বিষয়টি জানিয়েছেন। বলেন, করোনার পরবর্তী সময়ে বর্তমানে সব জিনিসের দাম বেশি। সবকিছু বিবেচনা করে গুচ্ছ ভর্তি পরীক্ষার ফি বাড়তে পারে। এ ছাড়া ৩ সেপ্টেম্বর থেকে পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার পূর্বে যেন নেওয়া যায়, সে বিষয়ে আমরা সভায় আলোচনা করেছি। পরীক্ষার তারিখ ও ফি আগামী ৩০ মের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
ইমদাদুল হক আরও বলেন, ‘গতবার পরীক্ষার কেন্দ্র চয়েজ দিতে হয়েছিল অনেকগুলো। কিন্তু এবার একটি বিশ্ববিদ্যালয় চয়েজ দিতে হবে। যে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র চয়েজ দেওয়া হবে, সেই বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে কীভাবে তাদের পরীক্ষা নেওয়া যায়। এ ছাড়া পরীক্ষার পর রেজাল্ট অনুসারে কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে দেওয়া হবে। আলাদা করে বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ফি দেওয়া লাগবে না। মেডিকেলে ভর্তি পরীক্ষার মতো ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে দেওয়া হবে। গতবার যে ভোগান্তি ছিল তা যেন এবার না থাকে, সেই চেষ্টা আমরা করছি।’
এর আগে গত ৮ এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ গুচ্ছ) বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা ৩ সেপ্টেম্বর, মানবিকের ১০ সেপ্টেম্বর ও বাণিজ্যের ১৭ সেপ্টেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়। গত বছর সাধারণ গুচ্ছের পরীক্ষার ফি ছিল ১ হাজার ২০০ টাকা।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
২৪ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
২৪ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
২৪ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
২৪ দিন আগে