Ajker Patrika

প্রশাসনের শীর্ষ পদে প্রথম ইবিয়ান মুখ

প্রতিনিধি, ইবি
প্রশাসনের শীর্ষ পদে প্রথম ইবিয়ান মুখ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের শীর্ষ পদে প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ১১তম কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের শিক্ষক।

গত বছরের ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে মেয়াদ পূর্ণ করেন আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহা। ২০১৬ সালের ২১ আগস্ট পরবর্তী চার বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন তিনি। দীর্ঘ সাড়ে আট মাস ধরে পদটি খালি থাকার পর বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ নিয়োগ দেয় সরকার।

গত (৫ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ সংশোধিত আইন ২০১০ এর আইন ১২ (১) ধারা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়াকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হল। 

তিনি অর্থনীতি বিভাগের ২য় ব্যাচের ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি প্রভাষক হিসেবে অর্থনীতি বিভাগে কর্মজীবন শুরু করেন। পালন করেছিলেন বিভাগীয় সভাপতির দায়িত্ব। এর আগে তিনি বঙ্গবন্ধু হলের প্রভোস্ট, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ’আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত