কুতুবদিয়া (কক্সবাজার), প্রতিনিধি
আজকের শিশু আগামীর দিনের ভবিষ্যৎ। বিদ্যালয়ে শিশুদের পাঠদানের পরিবেশের ওপর তাদের ভালো থাকা অনেকটা নির্ভর করে। তারা বিদ্যালয়ে সুন্দর শেখার পরিবেশ পেলে, আনন্দিত আর সুস্থ থাকে।
কুতুবদিয়া উপজেলার লেমশীখালীর আকবর আলী শিকদার পাড়ায় জালাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৫ সালে এই প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। এই বিদ্যালয়ে ২০১৯ সালের শেষের দিকে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন মো. শফিউল আজম। তিনি শুরুতেই নজর দেন বিদ্যালয় সৌন্দর্যের দিকে।
জানা যায়, তিনি ১টি অফিস কক্ষসহ ৩টি ক্লাসের মাধ্যমে শুরু করেন স্কুলের পাঠদান প্রক্রিয়া। শ্রেণিকক্ষগুলো এমনভাবে তৈরি করেন যেন শিশুরা খেলাঘর মনে করে। তাঁর এই কাজে তিনি সঙ্গে রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সহকারী শিক্ষা অফিসার আবুল কাশেমকে।
বিদ্যালয়ের বার্ষিক স্লিপ বরাদ্দের টাকা আর সভাপতির আর্থিক সহায়তায় তাঁরা বিদ্যালয়ের সীমানা, কক্ষ, বঙ্গবন্ধু কর্নার, শহীদ মিনার, শিশুদের যাবতীয় খেলনা, জ্ঞানী-গুণীদের ছবি, বাণী, ফুলের বাগান, দোলনা সহ কোন কিছুই যেন বাদ দেননি। ফলে এখানে শিক্ষার্থীরা শিশু বান্ধব পরিবেশে পাঠদান করেন।
স্কুলের অবকাঠামোর দিক দিয়ে মাত্র দুবছরেই বিদ্যালয়টি উপজেলার ৫৯টি সরকারি বিদ্যালয়ের মধ্যে সেরা।
করোনার দীর্ঘদিন বন্ধের পর শিশুদের পদচারণায় ফের মুখরিত হয় এই বিদ্যালয়ের প্রাঙ্গণ। তবে, করোনার দাপটে ১৯৪ জন শিক্ষার্থী থেকে আর শিক্ষার্থী বাড়েনি।
এ বিষয়ে বিদালয়ের প্রধান শিক্ষক মো. শফিউল আজম বলেন, নিয়মিত সরকারি বরাদ্দ আর সদিচ্ছা থাকলেই উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে এভাবে সাজানো সম্ভব। তবে তালা ভেঙে বিদ্যালয়ের ৫টি সৌর বিদ্যুতের ব্যাটারি চুরি যাওয়াকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন। মামলা করেও সেগুলো খুঁজে পাওয়া যায়নি। ফলে রাতের বাতির আলো নিভে গেছে।
সরকারি অন্যান্য বিদ্যালয়ের মত এখানে সুবিধা কম। দুই শিফটে পাঠদান চলে। শ্রেণিকক্ষের স্বল্পতা সত্ত্বেও সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার করে শিশু বান্ধব পরিবেশে পাঠদান করা হচ্ছে। যাতে তারা পড়ালেখা করতে আনন্দ পায়।
এ বিষয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম বলেন, মো. শফিউল আজম প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। এতে স্কুল যেন হয়ে উঠেছে ছাত্র-ছাত্রীদের খেলাঘর।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. শহীদউল্লাহ বলেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদিচ্ছায় শিশু বান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হয়েছে। তবে করোনা আর ব্যাটারি চুরি হওয়াতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আজকের শিশু আগামীর দিনের ভবিষ্যৎ। বিদ্যালয়ে শিশুদের পাঠদানের পরিবেশের ওপর তাদের ভালো থাকা অনেকটা নির্ভর করে। তারা বিদ্যালয়ে সুন্দর শেখার পরিবেশ পেলে, আনন্দিত আর সুস্থ থাকে।
কুতুবদিয়া উপজেলার লেমশীখালীর আকবর আলী শিকদার পাড়ায় জালাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৫ সালে এই প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। এই বিদ্যালয়ে ২০১৯ সালের শেষের দিকে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন মো. শফিউল আজম। তিনি শুরুতেই নজর দেন বিদ্যালয় সৌন্দর্যের দিকে।
জানা যায়, তিনি ১টি অফিস কক্ষসহ ৩টি ক্লাসের মাধ্যমে শুরু করেন স্কুলের পাঠদান প্রক্রিয়া। শ্রেণিকক্ষগুলো এমনভাবে তৈরি করেন যেন শিশুরা খেলাঘর মনে করে। তাঁর এই কাজে তিনি সঙ্গে রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সহকারী শিক্ষা অফিসার আবুল কাশেমকে।
বিদ্যালয়ের বার্ষিক স্লিপ বরাদ্দের টাকা আর সভাপতির আর্থিক সহায়তায় তাঁরা বিদ্যালয়ের সীমানা, কক্ষ, বঙ্গবন্ধু কর্নার, শহীদ মিনার, শিশুদের যাবতীয় খেলনা, জ্ঞানী-গুণীদের ছবি, বাণী, ফুলের বাগান, দোলনা সহ কোন কিছুই যেন বাদ দেননি। ফলে এখানে শিক্ষার্থীরা শিশু বান্ধব পরিবেশে পাঠদান করেন।
স্কুলের অবকাঠামোর দিক দিয়ে মাত্র দুবছরেই বিদ্যালয়টি উপজেলার ৫৯টি সরকারি বিদ্যালয়ের মধ্যে সেরা।
করোনার দীর্ঘদিন বন্ধের পর শিশুদের পদচারণায় ফের মুখরিত হয় এই বিদ্যালয়ের প্রাঙ্গণ। তবে, করোনার দাপটে ১৯৪ জন শিক্ষার্থী থেকে আর শিক্ষার্থী বাড়েনি।
এ বিষয়ে বিদালয়ের প্রধান শিক্ষক মো. শফিউল আজম বলেন, নিয়মিত সরকারি বরাদ্দ আর সদিচ্ছা থাকলেই উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে এভাবে সাজানো সম্ভব। তবে তালা ভেঙে বিদ্যালয়ের ৫টি সৌর বিদ্যুতের ব্যাটারি চুরি যাওয়াকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন। মামলা করেও সেগুলো খুঁজে পাওয়া যায়নি। ফলে রাতের বাতির আলো নিভে গেছে।
সরকারি অন্যান্য বিদ্যালয়ের মত এখানে সুবিধা কম। দুই শিফটে পাঠদান চলে। শ্রেণিকক্ষের স্বল্পতা সত্ত্বেও সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার করে শিশু বান্ধব পরিবেশে পাঠদান করা হচ্ছে। যাতে তারা পড়ালেখা করতে আনন্দ পায়।
এ বিষয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম বলেন, মো. শফিউল আজম প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। এতে স্কুল যেন হয়ে উঠেছে ছাত্র-ছাত্রীদের খেলাঘর।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. শহীদউল্লাহ বলেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদিচ্ছায় শিশু বান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হয়েছে। তবে করোনা আর ব্যাটারি চুরি হওয়াতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
২৪ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
২৪ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
২৪ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
২৪ দিন আগে