ঢাবি সংবাদদাতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার। কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এ ছাড়া ঢাবি কেন্দ্রে পরীক্ষার্থীদের নানা সেবা দিতে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোকে তৎপর ভূমিকায় দেখা গেছে।
আজ শনিবার বেলা ১১টায় ঢাকাসহ দেশের ৮টি বিভাগের ৮টি কেন্দ্রে শুরু হয় এই পরীক্ষা। ১ ঘণ্টা ৩০ মিনিটের এই পরীক্ষা দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই ভর্তি পরীক্ষা আয়োজনে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকল অংশীজনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ৩৯ দশমিক ৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে। কঠোর প্রতিযোগিতামূলক এই পরীক্ষার মাধ্যমে অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে না। তারা যেন কোনোভাবেই মানসিক ট্রমার শিকার না হয়, এ ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
সেবা দিতে তৎপর ছাত্রসংগঠনগুলো
পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্যসেবা; ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় উপকরণ (কলম ও ফাইল) বিতরণ; সুপেয় পানির ব্যবস্থা; অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা; জরুরি ক্ষেত্রে, পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত সহযোগিতা; প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং সংশ্লিষ্ট অন্য জরুরি সহায়তা নিয়ে শিক্ষার্থীদের সহায়তায় তৎপর ছিলেন বিভিন্ন ছাত্রসংগঠন ও এলাকাভিত্তিক সংগঠনের নেতা-কর্মীরা।
সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রীসহ বিভিন্ন ছাত্রসংগঠন দলীয় ব্যানারে শিক্ষার্থীদের সহায়তা করতে হেল্প ডেস্ক বসিয়েছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা ও উপজেলা সংগঠনগুলোও হেল্প ডেস্ক বসিয়ে নানাভাবে পরীক্ষার্থী শিক্ষার্থীদের সেবা প্রদানের চেষ্টা করছেন।
উল্লেখ্য, এই ইউনিটে মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৪১ হাজার ৮জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছেন। ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রয়েছে। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২৯ হাজার ৫১০ জন, বিজ্ঞান শাখা থেকে ৬ হাজার ৫৮৩ জন এবং মানবিক শাখা থেকে ৪ হাজার ৯১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় আবেদন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার। কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এ ছাড়া ঢাবি কেন্দ্রে পরীক্ষার্থীদের নানা সেবা দিতে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোকে তৎপর ভূমিকায় দেখা গেছে।
আজ শনিবার বেলা ১১টায় ঢাকাসহ দেশের ৮টি বিভাগের ৮টি কেন্দ্রে শুরু হয় এই পরীক্ষা। ১ ঘণ্টা ৩০ মিনিটের এই পরীক্ষা দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই ভর্তি পরীক্ষা আয়োজনে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকল অংশীজনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ৩৯ দশমিক ৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে। কঠোর প্রতিযোগিতামূলক এই পরীক্ষার মাধ্যমে অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে না। তারা যেন কোনোভাবেই মানসিক ট্রমার শিকার না হয়, এ ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
সেবা দিতে তৎপর ছাত্রসংগঠনগুলো
পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্যসেবা; ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় উপকরণ (কলম ও ফাইল) বিতরণ; সুপেয় পানির ব্যবস্থা; অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা; জরুরি ক্ষেত্রে, পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত সহযোগিতা; প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং সংশ্লিষ্ট অন্য জরুরি সহায়তা নিয়ে শিক্ষার্থীদের সহায়তায় তৎপর ছিলেন বিভিন্ন ছাত্রসংগঠন ও এলাকাভিত্তিক সংগঠনের নেতা-কর্মীরা।
সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রীসহ বিভিন্ন ছাত্রসংগঠন দলীয় ব্যানারে শিক্ষার্থীদের সহায়তা করতে হেল্প ডেস্ক বসিয়েছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা ও উপজেলা সংগঠনগুলোও হেল্প ডেস্ক বসিয়ে নানাভাবে পরীক্ষার্থী শিক্ষার্থীদের সেবা প্রদানের চেষ্টা করছেন।
উল্লেখ্য, এই ইউনিটে মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৪১ হাজার ৮জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছেন। ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রয়েছে। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২৯ হাজার ৫১০ জন, বিজ্ঞান শাখা থেকে ৬ হাজার ৫৮৩ জন এবং মানবিক শাখা থেকে ৪ হাজার ৯১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় আবেদন করেন।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫