প্রতিনিধি, ঢাবি (ঢাকা)
আবাসিক হল খুলে দিয়ে সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও করোনাকালে বেতন-ফি মওকুফের দাবিতে ছাত্র সমাবেশ করেছে বাসদ সমর্থিত ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আল কাদেরি জয়ের সভাপতিত্বে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শোভন রহমানের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা নানারকম মন্দ কাজে জড়িয়ে পরছে বলে মন্তব্য করে সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। এ ছাড়াও আগামী ৫ সেপ্টেম্বর আন্তমন্ত্রণালয়ের বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত না এলে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর কঠোর কর্মসূচি ঘোষণা করার কথা বলেন।
সমাবেশে আল কাদেরি জয় বলেন,` শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে তা আমাদের কাছে এখন স্পষ্ট হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে নাকি অরাজকতা তৈরি হবে। আর এই অরাজকতা ঠেকাতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চাননি। তিনি সরকারের পেটুয়া বাহিনী ছাত্রলীগের সহায়তা চেয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে যে আন্দোলন হবে সেটাকে সরকার ভয় পাচ্ছে। এ কারণেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। আমরা অতি দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ফি মওকুফের দাবি জানাচ্ছি।'
এ ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন প্রিন্স, ঢাকা মহানগর ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার সাধারণ সম্পাদক রাজিব কান্তি রায় প্রমুখ।
আবাসিক হল খুলে দিয়ে সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও করোনাকালে বেতন-ফি মওকুফের দাবিতে ছাত্র সমাবেশ করেছে বাসদ সমর্থিত ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আল কাদেরি জয়ের সভাপতিত্বে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শোভন রহমানের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা নানারকম মন্দ কাজে জড়িয়ে পরছে বলে মন্তব্য করে সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। এ ছাড়াও আগামী ৫ সেপ্টেম্বর আন্তমন্ত্রণালয়ের বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত না এলে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর কঠোর কর্মসূচি ঘোষণা করার কথা বলেন।
সমাবেশে আল কাদেরি জয় বলেন,` শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে তা আমাদের কাছে এখন স্পষ্ট হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে নাকি অরাজকতা তৈরি হবে। আর এই অরাজকতা ঠেকাতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চাননি। তিনি সরকারের পেটুয়া বাহিনী ছাত্রলীগের সহায়তা চেয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে যে আন্দোলন হবে সেটাকে সরকার ভয় পাচ্ছে। এ কারণেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। আমরা অতি দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ফি মওকুফের দাবি জানাচ্ছি।'
এ ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন প্রিন্স, ঢাকা মহানগর ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার সাধারণ সম্পাদক রাজিব কান্তি রায় প্রমুখ।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
২২ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
২২ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
২২ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
২২ দিন আগে