মোবাইল জীবনের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। এর যথাযথ ব্যবহার শিক্ষার্থীদের নানাভাবে উপকৃত করতে পারে। পড়াশোনার সহায়ক প্রয়োজনীয় মোবাইল অ্যাপস নিয়ে লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন।
মিলবে গণিত সমাধান
গণিত সমাধানের জন্য ‘ফটোম্যাথ’ অ্যাপস দারুণ কার্যকর। গণিতের কোনো একটি অঙ্ক বুঝতে সমস্যা হচ্ছে? সঙ্গে সঙ্গে সেটির ছবি তুলে এই অ্যাপসে দিলেই অঙ্কটির সমাধান করে দেবে। শুধু সমাধান নয়, ধাপে ধাপে আপনাকে বুঝিয়ে দেবে, অঙ্কটি কীভাবে সমাধান করা হয়েছে। এই অ্যাপ একজন টিউটরের ভূমিকা পালন করে থাকে। প্লে-স্টোর থেকে এই অ্যাপ ফ্রি ইনস্টল করতে পারবেন।
ইংরেজি শেখা সহজ
আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি শিখতেই হয়। মোবাইলের অ্যাপস ব্যবহার করে সেটি আরও সহজ। ইংরেজি বলতে, লিখতে এবং পড়ে বোঝার জন্য শব্দের অর্থ জানতে হয়। অনেক সময় কঠিন কঠিন শব্দ থাকে; ফলে ইংরেজিকে অনেকে ভয় পায়। কিন্তু ‘ইংলিশ বাংলা ডিকশনারি’ অ্যাপ ব্যবহারে মুহূর্তের মধ্যে শব্দের অর্থ জানা যায়। এ ছাড়া ‘অক্সফোর্ড ডিকশনারি অব ইংলিশ’, ‘ডিকশনারি-মেরিয়াম ওয়েবস্টার’—এ দুটি অ্যাপের মাধ্যমে ইংরেজি শব্দের অর্থসহ সঠিক উচ্চারণ পাওয়া যায়। নতুন নতুন শব্দ শেখা যায় এবং শেখা শব্দগুলোর ওপর পরীক্ষাও দেওয়া যায়। এ ছাড়া হ্যালো ইংলিশ অ্যাপস দ্বারা ধাপে ধাপে ইংরেজি শেখা যায়।
ডকুমেন্টস থাকবে মোবাইলে
অনেক সময় শিক্ষার্থীদের প্রয়োজন হয় বিভিন্ন নোট ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ফটোকপি করার। সে ক্ষেত্রে ‘ক্যাম স্ক্যানার’ অ্যাপ ব্যবহার করে মোবাইল দিয়ে সহজে স্ক্যান করা যায়। এ ক্ষেত্রে আপনার মোবাইলটি হয়ে উঠতে পারে একটা পোর্টেবল স্ক্যানার মেশিন! এটিতে পিডিএফ, ইমেজ প্রভৃতি আকারে সেভ করে রাখা যায়। পরে কম্পিউটারের প্রিন্টার দিয়ে প্রিন্ট করেও নেওয়া যায়। তাই কোনো ডকুমেন্ট বা নোট হারানোর ভয় নেই। ক্যাম স্ক্যানারের মতো আরও বেশ কিছু স্ক্যান করার অ্যাপস আছে। গুগল প্লে-স্টোরে সার্চ দিলেই পাওয়া যাবে। সেখান থেকে যেটি পছন্দ হয়, সেটি ব্যবহার করা যেতে পারে। এটি শুধু শিক্ষার্থী নয়, একজন চাকরিজীবী বা সাধারণ মানুষও এই অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ডকুমেন্ট সেভ করে রাখতে পারেন।
খাতা ছাড়াও নোট হবে
শিক্ষার্থীরা সাধারণত খাতায় নোট করে থাকেন। কিন্তু খাতা ছাড়াও মোবাইল ফোনের অ্যাপস ব্যবহার করে নোট করা যায়। ‘গুগল কিপ’ অ্যাপস নোট করার জন্য ব্যবহার করা যায়। এ অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হলো, নোট হারানোর ভয় নেই। গুগলের সঙ্গেই এটি লিংকড হয়ে যায়। অ্যাপস ডিলিট হয়ে গেলেও আপনার গুগল অ্যাকাউন্টে নোট থেকে যাবে। এই অ্যাপ ব্যবহার করে আপনি ইমেজ নোট, ভয়েস নোট, ড্রয়িং নোট, অ্যালার্ট সিস্টেম, লিস্ট এবং সুন্দর ডিজাইন করতে পারবেন। এই অ্যাপসের সুবিধার শেষ নেই। আপনি যদি অফলাইনে থাকা অবস্থায় কিছু নোট করেন, পরবর্তী সময়ে আপনি অনলাইনে গেলে সেটি অটো গুগল ক্লাউডে সেভ হয়ে থাকবে। নানান রকম সুবিধার কারণে এই অ্যাপ বিদেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়। পড়াশোনাকে সহজ করতে এ রকম বিভিন্ন অ্যাপ ব্যবহার করে সুবিধা নিতেই পারেন।
মোবাইল জীবনের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। এর যথাযথ ব্যবহার শিক্ষার্থীদের নানাভাবে উপকৃত করতে পারে। পড়াশোনার সহায়ক প্রয়োজনীয় মোবাইল অ্যাপস নিয়ে লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন।
মিলবে গণিত সমাধান
গণিত সমাধানের জন্য ‘ফটোম্যাথ’ অ্যাপস দারুণ কার্যকর। গণিতের কোনো একটি অঙ্ক বুঝতে সমস্যা হচ্ছে? সঙ্গে সঙ্গে সেটির ছবি তুলে এই অ্যাপসে দিলেই অঙ্কটির সমাধান করে দেবে। শুধু সমাধান নয়, ধাপে ধাপে আপনাকে বুঝিয়ে দেবে, অঙ্কটি কীভাবে সমাধান করা হয়েছে। এই অ্যাপ একজন টিউটরের ভূমিকা পালন করে থাকে। প্লে-স্টোর থেকে এই অ্যাপ ফ্রি ইনস্টল করতে পারবেন।
ইংরেজি শেখা সহজ
আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি শিখতেই হয়। মোবাইলের অ্যাপস ব্যবহার করে সেটি আরও সহজ। ইংরেজি বলতে, লিখতে এবং পড়ে বোঝার জন্য শব্দের অর্থ জানতে হয়। অনেক সময় কঠিন কঠিন শব্দ থাকে; ফলে ইংরেজিকে অনেকে ভয় পায়। কিন্তু ‘ইংলিশ বাংলা ডিকশনারি’ অ্যাপ ব্যবহারে মুহূর্তের মধ্যে শব্দের অর্থ জানা যায়। এ ছাড়া ‘অক্সফোর্ড ডিকশনারি অব ইংলিশ’, ‘ডিকশনারি-মেরিয়াম ওয়েবস্টার’—এ দুটি অ্যাপের মাধ্যমে ইংরেজি শব্দের অর্থসহ সঠিক উচ্চারণ পাওয়া যায়। নতুন নতুন শব্দ শেখা যায় এবং শেখা শব্দগুলোর ওপর পরীক্ষাও দেওয়া যায়। এ ছাড়া হ্যালো ইংলিশ অ্যাপস দ্বারা ধাপে ধাপে ইংরেজি শেখা যায়।
ডকুমেন্টস থাকবে মোবাইলে
অনেক সময় শিক্ষার্থীদের প্রয়োজন হয় বিভিন্ন নোট ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ফটোকপি করার। সে ক্ষেত্রে ‘ক্যাম স্ক্যানার’ অ্যাপ ব্যবহার করে মোবাইল দিয়ে সহজে স্ক্যান করা যায়। এ ক্ষেত্রে আপনার মোবাইলটি হয়ে উঠতে পারে একটা পোর্টেবল স্ক্যানার মেশিন! এটিতে পিডিএফ, ইমেজ প্রভৃতি আকারে সেভ করে রাখা যায়। পরে কম্পিউটারের প্রিন্টার দিয়ে প্রিন্ট করেও নেওয়া যায়। তাই কোনো ডকুমেন্ট বা নোট হারানোর ভয় নেই। ক্যাম স্ক্যানারের মতো আরও বেশ কিছু স্ক্যান করার অ্যাপস আছে। গুগল প্লে-স্টোরে সার্চ দিলেই পাওয়া যাবে। সেখান থেকে যেটি পছন্দ হয়, সেটি ব্যবহার করা যেতে পারে। এটি শুধু শিক্ষার্থী নয়, একজন চাকরিজীবী বা সাধারণ মানুষও এই অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ডকুমেন্ট সেভ করে রাখতে পারেন।
খাতা ছাড়াও নোট হবে
শিক্ষার্থীরা সাধারণত খাতায় নোট করে থাকেন। কিন্তু খাতা ছাড়াও মোবাইল ফোনের অ্যাপস ব্যবহার করে নোট করা যায়। ‘গুগল কিপ’ অ্যাপস নোট করার জন্য ব্যবহার করা যায়। এ অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হলো, নোট হারানোর ভয় নেই। গুগলের সঙ্গেই এটি লিংকড হয়ে যায়। অ্যাপস ডিলিট হয়ে গেলেও আপনার গুগল অ্যাকাউন্টে নোট থেকে যাবে। এই অ্যাপ ব্যবহার করে আপনি ইমেজ নোট, ভয়েস নোট, ড্রয়িং নোট, অ্যালার্ট সিস্টেম, লিস্ট এবং সুন্দর ডিজাইন করতে পারবেন। এই অ্যাপসের সুবিধার শেষ নেই। আপনি যদি অফলাইনে থাকা অবস্থায় কিছু নোট করেন, পরবর্তী সময়ে আপনি অনলাইনে গেলে সেটি অটো গুগল ক্লাউডে সেভ হয়ে থাকবে। নানান রকম সুবিধার কারণে এই অ্যাপ বিদেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়। পড়াশোনাকে সহজ করতে এ রকম বিভিন্ন অ্যাপ ব্যবহার করে সুবিধা নিতেই পারেন।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৭ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৭ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৭ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৭ দিন আগে