Ajker Patrika

২৩ আগস্টের মধ্যে এইচএসসির অ্যাসাইনমেন্ট মূল্যায়ন পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৩ আগস্টের মধ্যে এইচএসসির অ্যাসাইনমেন্ট মূল্যায়ন পাঠানোর নির্দেশ

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রথম ধাপের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন মনিটরিং করে আগামী ২৩ আগস্টের মধ্যে পাঠাতে আঞ্চলিক পরিচালকদের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। কীভাবে মূল্যায়ন জমা দিতে হবে, তার ছকও প্রকাশ করেছে মাউশি। 

বৃহস্পতিবার মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং এর পরিচালক অধ্যাপক মো. আমির হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। 

অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল আঞ্চলিক পরিচালকরা তাদের নিজ অঞ্চলভুক্ত থানা বা উপজেলার সকল সরকারি ও বেসরকারি কলেজের প্রথম দুই সপ্তাহের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমাদানের মোট সংখ্যা উপজেলা ও জেলা ভিত্তিক এবং নিজ অঞ্চলের তথ্যসার-সংক্ষেপ সংযুক্ত ছক অনুযায়ী তা প্রস্তুত করবেন। উল্লেখিত এ সময়ে এসব তথ্য-উপাত্ত মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং এর ই-মেইলে (assignment.mew@gmail.com) এ পাঠাতে হবে। 

অফিস নির্দেশনায় আরও বলা হয়েছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকরণ পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট প্রথম ধাপে দুই সপ্তাহের জন্য গত ২৬ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখা হতে মাউশির ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আলোকে অধ্যক্ষদের নেতৃত্বে নিজ নিজ প্রতিষ্ঠানে একটি করে পরিবীক্ষণ টিম গঠন করে অ্যাসাইনমেন্ট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিবীক্ষণ করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত