নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৭ হাজার ৪৫৩টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির দাবি জানিয়েছে স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক পরিষদ। প্রধানমন্ত্রীর অনুমোদিত প্রায় ৩১১ কোটি টাকা থেকে এসব মাদ্রাসায় বরাদ্দ দেওয়ার দাবি সংগঠনটির। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের মহাসচিব মাওলানা তাজুল ইসলাম ফরাজী। তিনি বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা চরম অভাবে পড়েছেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন পাওয়ায় কোনো রকমে সংসার চালিয়ে যেতে পারলেও নন এমপিও শিক্ষক-কর্মচারীরা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় যথারীতি টিউশন ফি আদায় না হওয়ায় প্রতিষ্ঠান থেকে যে সামান্য সম্মানী পাওয়া যেত, তা-ও বন্ধ হয়ে যায়। এ অবস্থায় স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকসহ নন এমপিও শিক্ষকেরা পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন।
মাওলানা তাজুল ইসলাম আরও বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষকের দুরবস্থার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী লক্ষাধিক শিক্ষক-কর্মচারীকে ৫ হাজার টাকা করে প্রণোদনা দিয়েছেন। প্রথম কিস্তির প্রণোদনার ৫ হাজার টাকা কেউ কেউ পেলেও দ্বিতীয় কিস্তির প্রণোদনার টাকা অনেকে পাননি। দ্বিতীয় কিস্তিতে ৫২ হাজার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের জন্য ৭৫ কোটি টাকা বরাদ্দ দিলেও মাত্র ১৮ হাজার ইবতেদায়ি শিক্ষক ৫ হাজার টাকা করে প্রণোদনা পেয়েছেন। বাকি শিক্ষকদের টাকা না পাওয়াকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে ইউএনওদের মাধ্যমে টাকা দেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করাসহ পাঁচ দফা দাবি জানানো হয়। অন্য দাবিগুলো হলো—চলতি অর্থবছরে প্রধানমন্ত্রীর অনুমোদিত ৩১১ কোটি টাকা থেকে বরাদ্দ দেওয়াসহ ডেটাবেজভুক্ত ৭ হাজার ৪৫৩টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে। আর্থিক কারণে ঝরে পড়া রোধ করতে অতিদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো দুপুরের খাবার এবং পোশাকের জন্য অর্থ বরাদ্দ দিতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ দিতে হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানে অনুমতিপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে কোড নম্বর দেওয়াসহ স্থায়ী রেজিস্ট্রেশন করতে হবে।
এসব দাবিতে আগামী ৪ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনের ঘোষণাও দেন সংগঠনটির সভাপতি জয়নুল আবেদীন জিহাদী।
৭ হাজার ৪৫৩টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির দাবি জানিয়েছে স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক পরিষদ। প্রধানমন্ত্রীর অনুমোদিত প্রায় ৩১১ কোটি টাকা থেকে এসব মাদ্রাসায় বরাদ্দ দেওয়ার দাবি সংগঠনটির। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের মহাসচিব মাওলানা তাজুল ইসলাম ফরাজী। তিনি বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা চরম অভাবে পড়েছেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন পাওয়ায় কোনো রকমে সংসার চালিয়ে যেতে পারলেও নন এমপিও শিক্ষক-কর্মচারীরা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় যথারীতি টিউশন ফি আদায় না হওয়ায় প্রতিষ্ঠান থেকে যে সামান্য সম্মানী পাওয়া যেত, তা-ও বন্ধ হয়ে যায়। এ অবস্থায় স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকসহ নন এমপিও শিক্ষকেরা পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন।
মাওলানা তাজুল ইসলাম আরও বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষকের দুরবস্থার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী লক্ষাধিক শিক্ষক-কর্মচারীকে ৫ হাজার টাকা করে প্রণোদনা দিয়েছেন। প্রথম কিস্তির প্রণোদনার ৫ হাজার টাকা কেউ কেউ পেলেও দ্বিতীয় কিস্তির প্রণোদনার টাকা অনেকে পাননি। দ্বিতীয় কিস্তিতে ৫২ হাজার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের জন্য ৭৫ কোটি টাকা বরাদ্দ দিলেও মাত্র ১৮ হাজার ইবতেদায়ি শিক্ষক ৫ হাজার টাকা করে প্রণোদনা পেয়েছেন। বাকি শিক্ষকদের টাকা না পাওয়াকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে ইউএনওদের মাধ্যমে টাকা দেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করাসহ পাঁচ দফা দাবি জানানো হয়। অন্য দাবিগুলো হলো—চলতি অর্থবছরে প্রধানমন্ত্রীর অনুমোদিত ৩১১ কোটি টাকা থেকে বরাদ্দ দেওয়াসহ ডেটাবেজভুক্ত ৭ হাজার ৪৫৩টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে। আর্থিক কারণে ঝরে পড়া রোধ করতে অতিদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো দুপুরের খাবার এবং পোশাকের জন্য অর্থ বরাদ্দ দিতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ দিতে হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানে অনুমতিপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে কোড নম্বর দেওয়াসহ স্থায়ী রেজিস্ট্রেশন করতে হবে।
এসব দাবিতে আগামী ৪ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনের ঘোষণাও দেন সংগঠনটির সভাপতি জয়নুল আবেদীন জিহাদী।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫