মোস্তাকিম শুভ, সেলটা
Signpost Language in Listening
... গত সংখ্যার পর
কিছু অভিব্যক্তি আগাম বলে দেয়—বক্তা কোথায় থেকে শুরু করছেন, কখন কোন দিকে মোড় নিয়ে কোথায় গিয়ে পৌঁছবেন ইত্যাদি ইত্যাদি। বর্ণনার গতিমুখ প্রদর্শন করে বিধায় এটিকে ‘সাইন পোস্ট’ বলা হয়। তা ছাড়া এটি প্রকাশ করে বক্তার মনোভাব আর ভাবধারাগুলোর সাবলীল স্থানান্তর, তাদের মধ্যকার সম্পর্ক, ক্রমবিন্যাস তথা ছেদহীন সংযোগ। লিসনিংয়ে এসব শব্দগুচ্ছ বা অভিব্যক্তিগুলোর অর্থ কি, তা নিয়ে আমাদের আজকের পাঠদান।
প্রারম্ভিক
লিসনিংয়ের ধারা বর্ণনায় বক্তা কত কথাই না বলে। এমন করে একটির পর একটি বিষয়ের অবতারণা হয়। কথামালার মধ্যে বক্তার ব্যবহৃত কিছু শব্দগুচ্ছ বা অভিব্যক্তি আগাম বলে দেয়—বক্তা কী দিয়ে শুরু করছেন, বর্ণনায় বক্তার অবস্থান কোথায় বা বক্তা কখন কোন দিকে মোড় নিয়ে কোথায় গিয়ে পৌঁছাবেন ইত্যাদি।
পরীক্ষার্থীরা যে সমস্যায় ভোগে
কোন বর্ণনায় ব্যবহৃত শব্দগুচ্ছ বা অভিব্যক্তির অর্থ না বোঝার কারণে ধারাভাষ্যে বক্তা কখন কোথায় আছেন, কখন কোন দিকে মোড় নেবেন ইত্যাদি বুঝতে পারে না। বিশেষ করে রেকর্ডিংয়ের কোথাও হারিয়ে গেলে দ্রুত প্রশ্ন/ধারাভাষ্যে ফিরে আসতে ব্যর্থ হয়, ফলে একটির পর একটি প্রশ্নের উত্তর মিস করে।
এখানে যে দক্ষতাগুলো দেখা হয়
কোনো বর্ণনায় ব্যবহৃত শব্দগুচ্ছ বা অভিব্যক্তি খেয়াল করে বক্তা কখন কোথায় আছেন, কখন কোন দিকে মোড় নেবেন ইত্যাদি আগাম বুঝতে পারার দক্ষতা।
সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজ (Signpost Language)
যেসব শব্দ বা অভিব্যক্তি (প্রকাশভঙ্গি) দুটি ভাবধারা বা ধারণার মধ্যে একটি সাবলীল সুন্দর সংযোগ তৈরি করে এবং একটি ভাবধারা (বা ধারণা) হতে অন্যটিতে একটি সহজ স্থানান্তর নিশ্চিত করে তাকে সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজ বলে। বর্ণনায় বক্তা (বা লেখক) শ্রোতাদের তার মর্জি মোতাবেক বিচরণ করান। পাঠকদের কোনো একটি লেখার গতিমুখ প্রদর্শন করে বিধায় এটিকে ‘সাইন পোস্ট’ বলা হয়।
অনুচ্ছেদের প্রথমে সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহারে অনুচ্ছেদটি কী বিষয়ে বলবে সেটা প্রকাশ করে, অনুচ্ছেদের মধ্যে ব্যবহারে বর্ণনা তার পূর্ণতা পায়। এটি একই বাক্যে একাধিক ভাবধারাকে সংযোগ করে। তা ছাড়া এটি একাধিক বাক্য অথবা একাধিক প্যারাগ্রাফ (অনুচ্ছেদ), এমনকি একটি লেখার দুটি অংশের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে।
এটি কোনো একটি লেখার গতিধারাকে সহজ ও বোধগম্য করে তোলে। সেখানে থাকে না কোনো অপ্রত্যাশিত ছেদ, থাকে না কোনো ছাড়া ছাড়া ভাব। এটি বলে দেয়, লেখাটি কী বলতে চাচ্ছে বা শেষ অবধি এটি কী নিয়ে কথা বলবে ইত্যাদি ইত্যাদি।
সাইন পোস্ট শব্দগুলো
একাধিক ধারণার মধ্যে বিরাজমান সম্পর্কের ধারণাও বলে দেয়। যেমন ধরুন দুটি ধারণা একই রকমের অথবা ভিন্নধর্মী, হতে পারে একটি ধারণা অন্যটির ফলাফল (অথবা উপসংহার)। তা ছাড়া এটি কোনো একটি লেখার ধারণাগুলোর ক্রমানুসারে বিন্যস্ত করে।
চলবে... (পর্ব-৬.২ আগামী সংখ্যায়)
আরও পড়ুন:
Signpost Language in Listening
... গত সংখ্যার পর
কিছু অভিব্যক্তি আগাম বলে দেয়—বক্তা কোথায় থেকে শুরু করছেন, কখন কোন দিকে মোড় নিয়ে কোথায় গিয়ে পৌঁছবেন ইত্যাদি ইত্যাদি। বর্ণনার গতিমুখ প্রদর্শন করে বিধায় এটিকে ‘সাইন পোস্ট’ বলা হয়। তা ছাড়া এটি প্রকাশ করে বক্তার মনোভাব আর ভাবধারাগুলোর সাবলীল স্থানান্তর, তাদের মধ্যকার সম্পর্ক, ক্রমবিন্যাস তথা ছেদহীন সংযোগ। লিসনিংয়ে এসব শব্দগুচ্ছ বা অভিব্যক্তিগুলোর অর্থ কি, তা নিয়ে আমাদের আজকের পাঠদান।
প্রারম্ভিক
লিসনিংয়ের ধারা বর্ণনায় বক্তা কত কথাই না বলে। এমন করে একটির পর একটি বিষয়ের অবতারণা হয়। কথামালার মধ্যে বক্তার ব্যবহৃত কিছু শব্দগুচ্ছ বা অভিব্যক্তি আগাম বলে দেয়—বক্তা কী দিয়ে শুরু করছেন, বর্ণনায় বক্তার অবস্থান কোথায় বা বক্তা কখন কোন দিকে মোড় নিয়ে কোথায় গিয়ে পৌঁছাবেন ইত্যাদি।
পরীক্ষার্থীরা যে সমস্যায় ভোগে
কোন বর্ণনায় ব্যবহৃত শব্দগুচ্ছ বা অভিব্যক্তির অর্থ না বোঝার কারণে ধারাভাষ্যে বক্তা কখন কোথায় আছেন, কখন কোন দিকে মোড় নেবেন ইত্যাদি বুঝতে পারে না। বিশেষ করে রেকর্ডিংয়ের কোথাও হারিয়ে গেলে দ্রুত প্রশ্ন/ধারাভাষ্যে ফিরে আসতে ব্যর্থ হয়, ফলে একটির পর একটি প্রশ্নের উত্তর মিস করে।
এখানে যে দক্ষতাগুলো দেখা হয়
কোনো বর্ণনায় ব্যবহৃত শব্দগুচ্ছ বা অভিব্যক্তি খেয়াল করে বক্তা কখন কোথায় আছেন, কখন কোন দিকে মোড় নেবেন ইত্যাদি আগাম বুঝতে পারার দক্ষতা।
সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজ (Signpost Language)
যেসব শব্দ বা অভিব্যক্তি (প্রকাশভঙ্গি) দুটি ভাবধারা বা ধারণার মধ্যে একটি সাবলীল সুন্দর সংযোগ তৈরি করে এবং একটি ভাবধারা (বা ধারণা) হতে অন্যটিতে একটি সহজ স্থানান্তর নিশ্চিত করে তাকে সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজ বলে। বর্ণনায় বক্তা (বা লেখক) শ্রোতাদের তার মর্জি মোতাবেক বিচরণ করান। পাঠকদের কোনো একটি লেখার গতিমুখ প্রদর্শন করে বিধায় এটিকে ‘সাইন পোস্ট’ বলা হয়।
অনুচ্ছেদের প্রথমে সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহারে অনুচ্ছেদটি কী বিষয়ে বলবে সেটা প্রকাশ করে, অনুচ্ছেদের মধ্যে ব্যবহারে বর্ণনা তার পূর্ণতা পায়। এটি একই বাক্যে একাধিক ভাবধারাকে সংযোগ করে। তা ছাড়া এটি একাধিক বাক্য অথবা একাধিক প্যারাগ্রাফ (অনুচ্ছেদ), এমনকি একটি লেখার দুটি অংশের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে।
এটি কোনো একটি লেখার গতিধারাকে সহজ ও বোধগম্য করে তোলে। সেখানে থাকে না কোনো অপ্রত্যাশিত ছেদ, থাকে না কোনো ছাড়া ছাড়া ভাব। এটি বলে দেয়, লেখাটি কী বলতে চাচ্ছে বা শেষ অবধি এটি কী নিয়ে কথা বলবে ইত্যাদি ইত্যাদি।
সাইন পোস্ট শব্দগুলো
একাধিক ধারণার মধ্যে বিরাজমান সম্পর্কের ধারণাও বলে দেয়। যেমন ধরুন দুটি ধারণা একই রকমের অথবা ভিন্নধর্মী, হতে পারে একটি ধারণা অন্যটির ফলাফল (অথবা উপসংহার)। তা ছাড়া এটি কোনো একটি লেখার ধারণাগুলোর ক্রমানুসারে বিন্যস্ত করে।
চলবে... (পর্ব-৬.২ আগামী সংখ্যায়)
আরও পড়ুন:
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৯ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৯ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৯ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৯ দিন আগে