অনলাইন ডেস্ক
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এহতেশাম উল হক ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক জুলফিকার হায়দারকে প্রত্যাহারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন বিএনপিপন্থী সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতা-কর্মীরা।
আজ বুধবার সকালে রাজধানীর আব্দুল গণি রোডে শিক্ষা ভবন ‘ঘেরাও’ করে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতা-কর্মীরা। দুই পরিচালককে প্রত্যাহারের দাবি ছাড়াও শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসবভাতা, তাদের চাকরি জাতীয়করণ করণেরও দাবি জানিয়েছেন তাঁরা।
এর আগে এহতেশাম উল হক এবং জুলফিকার হায়দারকে প্রত্যাহারে গত সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছিল সংগঠনটির পক্ষ থেকে।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া বলেন, ‘এই দুই মহাপরিচালককে প্রত্যাহার করতে হবে। বৃহস্পতিবারের মধ্যে না হলে আমরা স্কুল বন্ধ করে দেব, কলেজ বন্ধ করে দেব, মাদ্রাসা বন্ধ করে দেব। শিক্ষা ভবনে ধানমন্ডি ৩২ নম্বরের মতো ঘটনা ঘটে যেতে পারে। আর এর জন্য শিক্ষা প্রশাসন ও শিক্ষাসচিব দায়ী থাকবেন।’
তিনি আরও বলেন, ‘শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আওয়ামীপন্থীদের পদায়নের জন্য দিচ্ছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ শাখার যুগ্মসচিব মো. নুরুজ্জামান। তিনি ব্রিফকেস পেয়ে এ পদায়ন দিয়েছেন।’
আন্দোলনরতদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এখন নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান। বৃহস্পতিবারের মধ্যে তাদের প্রত্যাহার করা না হলে আমরা কঠোর কর্মসূচির ঘোষণা দেব।’
গত ৩০ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে পটুয়াখালী সরকারি কলেজের অধ্যাপক এহতেশাম উল হক ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক পদে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ জুলফিকার হায়দারকে পদায়ন দেয় শিক্ষা মন্ত্রণালয়। ৩০ জানুয়ারি তাদের পদায়ন করে জারি করা প্রজ্ঞাপন প্রকাশ করা হয় ২ ফেব্রুয়ারি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এহতেশাম উল হক ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক জুলফিকার হায়দারকে প্রত্যাহারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন বিএনপিপন্থী সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতা-কর্মীরা।
আজ বুধবার সকালে রাজধানীর আব্দুল গণি রোডে শিক্ষা ভবন ‘ঘেরাও’ করে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতা-কর্মীরা। দুই পরিচালককে প্রত্যাহারের দাবি ছাড়াও শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসবভাতা, তাদের চাকরি জাতীয়করণ করণেরও দাবি জানিয়েছেন তাঁরা।
এর আগে এহতেশাম উল হক এবং জুলফিকার হায়দারকে প্রত্যাহারে গত সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছিল সংগঠনটির পক্ষ থেকে।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া বলেন, ‘এই দুই মহাপরিচালককে প্রত্যাহার করতে হবে। বৃহস্পতিবারের মধ্যে না হলে আমরা স্কুল বন্ধ করে দেব, কলেজ বন্ধ করে দেব, মাদ্রাসা বন্ধ করে দেব। শিক্ষা ভবনে ধানমন্ডি ৩২ নম্বরের মতো ঘটনা ঘটে যেতে পারে। আর এর জন্য শিক্ষা প্রশাসন ও শিক্ষাসচিব দায়ী থাকবেন।’
তিনি আরও বলেন, ‘শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আওয়ামীপন্থীদের পদায়নের জন্য দিচ্ছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ শাখার যুগ্মসচিব মো. নুরুজ্জামান। তিনি ব্রিফকেস পেয়ে এ পদায়ন দিয়েছেন।’
আন্দোলনরতদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এখন নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান। বৃহস্পতিবারের মধ্যে তাদের প্রত্যাহার করা না হলে আমরা কঠোর কর্মসূচির ঘোষণা দেব।’
গত ৩০ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে পটুয়াখালী সরকারি কলেজের অধ্যাপক এহতেশাম উল হক ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক পদে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ জুলফিকার হায়দারকে পদায়ন দেয় শিক্ষা মন্ত্রণালয়। ৩০ জানুয়ারি তাদের পদায়ন করে জারি করা প্রজ্ঞাপন প্রকাশ করা হয় ২ ফেব্রুয়ারি।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৮ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৮ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৮ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৮ দিন আগে