প্রতিনিধি
ঢাবি: করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো বন্ধ রয়েছে। বন্ধ আবাসিক হলে অবস্থান করছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা—এমন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক ও সলিমুল্লাহ মুসলিম হলে অভিযান চালায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
অভিযানের খবর পেয়ে হল ছেড়ে পালিয়ে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় দুটি হলের ছয়টি রুম সিলগালা করে দেয় বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন।
সিলগালা হওয়া রুমগুলো হলো জহুরুল হক হলের ৩০১, ৩০২ ও ৩০৩ এবং সলিমুল্লাহ মুসলিম হলের ২৫, ৩৩ ও ৩৯।
অভিযানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, দুই হলের প্রভোস্ট, হাউস টিউটর, প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা-পুলিশ।
অধ্যাপক গোলাম রব্বানী বলেন, `আমি নিজে ও হল প্রভোস্টদের উপস্থিতিতে হল দুটিতে অভিযান চালানো হয়। দুই হলের তিনটি করে ছয়টি রুম সিলগালা করা হয়। জহুরুল হল হলে আমাদের অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায়। তবে তাদের উপস্থিতির আলামত আমরা পেয়েছি, বাতিও জ্বালানো ছিল। আর সলিমুল্লাহ মুসলিম হলে একজন সাধারণ শিক্ষার্থীকে পাওয়া গেছে, প্রভোস্টকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।'
সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ``আমাদের হলে কেউ অবস্থান করেনি। একজন সাধারণ শিক্ষার্থী তালা দেওয়ার কারণে বের হতে না পারায় অবস্থান করে; তাকে বের করে দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে হলগেট বন্ধ করে দেওয়া হয়। আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি।'
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, `হলের যেসব রুমে অবস্থানের আলামত পাওয়া গেছে, সেগুলো সিলগালা করা হয়েছে। আমরা কঠোর অবস্থানে আছি।'
ঢাবি: করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো বন্ধ রয়েছে। বন্ধ আবাসিক হলে অবস্থান করছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা—এমন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক ও সলিমুল্লাহ মুসলিম হলে অভিযান চালায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
অভিযানের খবর পেয়ে হল ছেড়ে পালিয়ে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় দুটি হলের ছয়টি রুম সিলগালা করে দেয় বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন।
সিলগালা হওয়া রুমগুলো হলো জহুরুল হক হলের ৩০১, ৩০২ ও ৩০৩ এবং সলিমুল্লাহ মুসলিম হলের ২৫, ৩৩ ও ৩৯।
অভিযানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, দুই হলের প্রভোস্ট, হাউস টিউটর, প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা-পুলিশ।
অধ্যাপক গোলাম রব্বানী বলেন, `আমি নিজে ও হল প্রভোস্টদের উপস্থিতিতে হল দুটিতে অভিযান চালানো হয়। দুই হলের তিনটি করে ছয়টি রুম সিলগালা করা হয়। জহুরুল হল হলে আমাদের অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায়। তবে তাদের উপস্থিতির আলামত আমরা পেয়েছি, বাতিও জ্বালানো ছিল। আর সলিমুল্লাহ মুসলিম হলে একজন সাধারণ শিক্ষার্থীকে পাওয়া গেছে, প্রভোস্টকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।'
সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ``আমাদের হলে কেউ অবস্থান করেনি। একজন সাধারণ শিক্ষার্থী তালা দেওয়ার কারণে বের হতে না পারায় অবস্থান করে; তাকে বের করে দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে হলগেট বন্ধ করে দেওয়া হয়। আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি।'
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, `হলের যেসব রুমে অবস্থানের আলামত পাওয়া গেছে, সেগুলো সিলগালা করা হয়েছে। আমরা কঠোর অবস্থানে আছি।'
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
২১ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
২১ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
২১ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
২১ দিন আগে