Ajker Patrika

এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ৮ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ৮ হাজার

দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসির দুই বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৮ হাজার ১৭৭ জন শিক্ষার্থী। 

আজ রোববার সকালে অনুষ্ঠিত মানবিক বিভাগের যুক্তিবিদ্যা ১ম পত্র বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ১১৯। অন্যদিকে বিকেলে বাণিজ্য বিভাগের হিসাব বিজ্ঞান ১ পত্র বিষয়ের পরীক্ষায় ৫ হাজার ৫৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনের সকালের পরীক্ষায় সবচেয়ে বেশি ৫৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ঢাকা শিক্ষাবোর্ডে। আর এ পরীক্ষায় সবচেয়ে কম ১৪৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ময়মনসিংহ শিক্ষাবোর্ডে। সকালের পরীক্ষায় অসাধু পন্থা অবলম্বন করায় ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। 

এ ছাড়া, বিকেলের পরীক্ষায় সবচেয়ে বেশি এক হাজার ৫৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ঢাকা শিক্ষাবোর্ডে। আর সবচেয়ে কম অনুপস্থিত ৭১ জন ছিলেন ময়মনসিংহ শিক্ষাবোর্ডে। 

এর আগে গত ২ ডিসেম্বর অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১ হাজার ৩৪৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এ দিন ২১ জন শিক্ষার্থীকে বিভিন্ন কারণে বহিষ্কার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত