কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগ দিবসে উদ্বোধন হলো বিভাগের শিক্ষার্থীদের তৈরি 'দ্বি এমসিজে' পত্রিকা। গতকাল মঙ্গলবার বিভাগের ৭ম বছরে পদার্পণ দিবসে চতুর্থ বর্ষের (২য় ব্যাচ) প্রথম সেমিস্টারের 'পেজ মেকআপ অ্যান্ড এডিটিং' কোর্সের ব্যবহারিক অংশ হিসেবে 'দ্বি এমসিজে' নামফলকে এই পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ভার্চুয়াল মাধ্যম গুগল মিটে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মোড়ক উন্মোচন সম্পন্ন হয়। দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী রাতুল পিউলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগটির বিভাগীয় প্রধান, কোর্সটির প্রশিক্ষক, বিভাগের শিক্ষকবৃন্দ, পত্রিকার প্রকাশক এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
কোর্সটির প্রশিক্ষক হিসেবে ছিলেন ‘আজকের পত্রিকার’ সাংবাদিক সুপ্রিয় সিকদার। তিনি বলেন, ‘কোর্সের প্রশিক্ষক হিসেবে আপনাদের কিছু শেখাতে পেরে আমি কৃতজ্ঞ। সবচেয়ে কঠিন কাজ ছিল এই করোনা মহামারিতে ভার্চ্যুয়ালি সবাইকে যুক্ত করা। আসলে এটা সম্ভব হয়েছে সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের সহযোগিতায়।’
এ সময় বিভাগটির বিভাগীয় প্রধান কাজী এম আনিছুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা পড়াশোনা শেষে কর্মক্ষেত্রে গিয়ে যেন কোনো অসুবিধায় না পড়ে তার চেষ্টা করছি। তাঁদের পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে শেখানোর চেষ্টা করছি। আর পত্রিকাটি বের করতে তাঁদের অনেক ডেডিকেশন দেখতে পেয়েছি।’
পত্রিকাটির সম্পাদক দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মহিউদ্দিন মাহি এই কাজের অনুভূতি জানিয়ে বলেন, ‘আমি আমার শিক্ষক ও সহপাঠী প্রত্যেককেই এই পত্রিকার কাজের জন্য ধন্যবাদ জানাই। এই পত্রিকার প্রত্যেকটা হরফের সঙ্গে আমার আবেগ জড়িত। আশা করি আমাদের কাজের মাধ্যমে নবীনরাও অনুপ্রাণিত হবে।’
এর আগেও এই কোর্সের অধীনেই প্রথমবারের মতো বিভাগটির প্রথম ব্যাচ ‘এমসিজে বার্তা’ নামে একটি পত্রিকা তৈরি করেছিল। করোনা মহামারির প্রতিকূলতার কারণে পত্রিকাটির প্রকাশ সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০১৬ সালে একটি ব্যাচ এবং তিনজন শিক্ষক নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৮ তম বিভাগ হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পদযাত্রা শুরু হয়। বর্তমানে মোট সাতজন শিক্ষক আছেন এই বিভাগে। যার মধ্যে দুজন এরই মধ্যে উচ্চতর শিক্ষা ও গবেষণা কাজে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও রাশিয়া অবস্থান করছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগ দিবসে উদ্বোধন হলো বিভাগের শিক্ষার্থীদের তৈরি 'দ্বি এমসিজে' পত্রিকা। গতকাল মঙ্গলবার বিভাগের ৭ম বছরে পদার্পণ দিবসে চতুর্থ বর্ষের (২য় ব্যাচ) প্রথম সেমিস্টারের 'পেজ মেকআপ অ্যান্ড এডিটিং' কোর্সের ব্যবহারিক অংশ হিসেবে 'দ্বি এমসিজে' নামফলকে এই পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ভার্চুয়াল মাধ্যম গুগল মিটে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মোড়ক উন্মোচন সম্পন্ন হয়। দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী রাতুল পিউলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগটির বিভাগীয় প্রধান, কোর্সটির প্রশিক্ষক, বিভাগের শিক্ষকবৃন্দ, পত্রিকার প্রকাশক এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
কোর্সটির প্রশিক্ষক হিসেবে ছিলেন ‘আজকের পত্রিকার’ সাংবাদিক সুপ্রিয় সিকদার। তিনি বলেন, ‘কোর্সের প্রশিক্ষক হিসেবে আপনাদের কিছু শেখাতে পেরে আমি কৃতজ্ঞ। সবচেয়ে কঠিন কাজ ছিল এই করোনা মহামারিতে ভার্চ্যুয়ালি সবাইকে যুক্ত করা। আসলে এটা সম্ভব হয়েছে সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের সহযোগিতায়।’
এ সময় বিভাগটির বিভাগীয় প্রধান কাজী এম আনিছুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা পড়াশোনা শেষে কর্মক্ষেত্রে গিয়ে যেন কোনো অসুবিধায় না পড়ে তার চেষ্টা করছি। তাঁদের পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে শেখানোর চেষ্টা করছি। আর পত্রিকাটি বের করতে তাঁদের অনেক ডেডিকেশন দেখতে পেয়েছি।’
পত্রিকাটির সম্পাদক দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মহিউদ্দিন মাহি এই কাজের অনুভূতি জানিয়ে বলেন, ‘আমি আমার শিক্ষক ও সহপাঠী প্রত্যেককেই এই পত্রিকার কাজের জন্য ধন্যবাদ জানাই। এই পত্রিকার প্রত্যেকটা হরফের সঙ্গে আমার আবেগ জড়িত। আশা করি আমাদের কাজের মাধ্যমে নবীনরাও অনুপ্রাণিত হবে।’
এর আগেও এই কোর্সের অধীনেই প্রথমবারের মতো বিভাগটির প্রথম ব্যাচ ‘এমসিজে বার্তা’ নামে একটি পত্রিকা তৈরি করেছিল। করোনা মহামারির প্রতিকূলতার কারণে পত্রিকাটির প্রকাশ সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০১৬ সালে একটি ব্যাচ এবং তিনজন শিক্ষক নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৮ তম বিভাগ হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পদযাত্রা শুরু হয়। বর্তমানে মোট সাতজন শিক্ষক আছেন এই বিভাগে। যার মধ্যে দুজন এরই মধ্যে উচ্চতর শিক্ষা ও গবেষণা কাজে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও রাশিয়া অবস্থান করছেন।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫